নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে কেমন হবেন বা তাঁর জয়ে আমাদের কি লাভ বা ক্ষতি, এ গুলো নিয়ে হচ্ছে বিস্তর হিসেব নিকেশ। তাঁর জয়ে যা ঘটতে পারে তা আলোকপাত করার আগে জেনে নিই তাঁর প্রথম দিনের কার্যতালিকার ক্রমঃ
১) প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের জন্যে জাতিসংঘকে চিঠি।
২) করোনা ভাইরাস মোকাবিলায় ন্যাশনাল সাপ্লাই চেইন কম্যান্ডার নিয়োগ।
৩) প্যান্ডেমিক টেস্টিং বোর্ড গঠন।
৪) সরকারী কর্মচারীদের ইঊনিয়ন করার অধিকার ফেরত দেয়া।
৫) বাস্তুহারাদের জন্যে পদক্ষেপ গ্রহণ।
৬) যুদ্ধে ক্ষতিগ্রস্ত এবং পালিয়ে আসা অধিক সংখ্যক রিফিওজি গ্রহণের নির্দেশনা দান।
৭) ট্রাম্প প্রবর্তিত মুসলিম দেশ সমূহ থেকে ট্রাভেল নিষেধাজ্ঞা প্রত্যাহার।
সুত্রঃ নিউইরক টাইমস (৮/১১/২০২০)।
জো বাইডেনের জয়ে আমেরিকার ফরেন পলেসিতে কিছু কার্যকর পরিবর্তন আসবে - ইরান নীতি, চীন নীতি, ইরাক নীতি, আফগানিস্তান নীতিতে পরিবর্তন আসতে পারে। আমারিকা তাঁর আভ্যন্তরীণ অর্থনীতিকে পুনর্জীবিত করতে দেশের বাহিরে বিভিন্ন যুদ্ধে পরোক্ষভাবে তাদের ভুমিকা বৃদ্ধি করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি যুদ্ধে জড়াতে পারে। উল্লেখ্য ট্রাম্প জমানার ভাল দিক ছিল, ট্রাম্প দেশের বাহিরের যুদ্ধ অনেকটাই গুটিয়ে এনেছিল।
২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩১
রাজীব নুর বলেছেন: বাহ!
৩| ০৯ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাইডেনের সময় বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান অস্বস্থিকর অবস্থায় পড়তে পারে। তুরস্কের এরদোগান ও উত্তর কোরিয়ার কিম জং উন, এবং সৌদি মহম্মদ বিন সালমানকে ট্রাম্প যেভাবে ছাড় দিয়েছিলো বাইডেনের সময় সেই সুবিধাটুকু এই তিনটি রাষ্ট্র পাবে বলে মনে হয় না। মোদী ইতিপূর্বে যতই ট্রাম্পের পদলেহন করুক, তার পাল্টি খেতে সময় লাগবে না এবং শিগ্রই বাইডেনের পা চাঁটা শুরু করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্লেবয় ইমরানের কি হয় তা সময়ই বলে দেবে, তার বাইডেনের কাছে থেকে আর্থিক সাহায্য খুবই প্রয়োজন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে থেকে তুলে আনার জন্য।
বাইডেন, পুতিন ও শিজিনপিং এর মধ্যে রসায়ন কি হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে সারা বিশ্ব
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন যে, বাইডেনের সাময়, আভ্যন্তরীণ অর্তনীতিকে চাংগা করার জন্য যুদ্ধে যাবে?