নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন মানুষ আপনাকে ক্ষমতায় না চাইলে আপনি আর ক্ষমতায় থাকবেননা। গত তিন সপ্তাহে প্রায় চার শতাধিক ছাত্র জনতা জীবনদানের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা আপনাকে আর ক্ষমতায় দেখতে চায়না। বাংলাদেশের ছাত্র সমাজ আপনাকে ক্ষমতাচ্যুত করতে অসহযোগ আন্দোলন করছে। আপনি যে কোন ভাবেই হোক গত ১৬ বছর যাবত ক্ষমতায়। দীর্ঘ সময় যে কোন একভাবে ক্ষমতায় থাকলে যে সমস্যা তৈরি হয়, আপনারও তাই হয়েছে। স্তাবক পরিবেষ্টিত হয়ে একধরনের ব্যাপোরোয়া ভাব তৈরি হয়েছে আপনার মাঝে। যা আপনাকে বর্তমান সময়ের এক নিকৃষ্টতম ঘৃনিত শাষকে পরিণত করেছে। মানুষ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায়না। দেশের তরুণ সমাজ যারা জেন জেড নামে অধিক পরিচিত, তাদের কাছে আপনার অপশাষণ, চাতুর্যতা, ধুর্ততা ধরা পড়ে গেছে। এরা আপনাকে ঘৃণা করে। এদেরকে হত্যার মাধমে আপনি ঘৃনার আগুন আরও বাড়াচ্ছেন।
আপনি বংগবন্ধু কন্যা, আপনি জাতির জনকের কন্যা, আপনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী। আপনি ছাত্র হত্যার মাধ্যমে ক্ষমতাকে প্রলম্বিত করার যত চেষ্টা করবেন, আপনার সাথে জড়িত বাংলাদেশের তিনটি মহান ব্যাক্তি, ঘটনা, সংগঠন ছাত্র সমাজের ঘৃনার লক্ষে পতিত হবে। ছাত্র হত্যার মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টায় আপনি শুধু আপনাকে ধ্বংস করছেন না, বরং আপনার সাথে জড়িত জাতির জনক, মহান মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশ আওয়ামীলীগ, ইতিহাসের এই তিন অধ্যায়কে কলংকিত করছেন। ১২ই জুলাই পরবর্তী ঘটনা প্রবাহের কারণে জনগণের অধিকাংশই (এই হার ৮৫% এর বেশী হবে) আপনাকে ঘৃণা করে।
রাজনীতিবিদদেরকে অনেক সময় ছোট ভুলের জন্যে বড় মাশুল দিতে হয়। আর এটি দিতে দেরী করলে বড় ভুল সংঘটিত হয়। ছোট ভুলের জন্যে বড় মাশুল দিলে রাজনীতিতে ফেরত আসার সম্ভাবনা থাকে। কিন্ত বড় ভুল হয়ে গেলে, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।
আপনি আপনার দেয়া কথা রাখুন, ক্ষমতা থেকে পদত্যাগ করুন আজই। আল্লাহ চাইলে আবারও ক্ষমতায় আসতে পারবেন। কিন্ত এবার দেরি করলে আপনিই শুধু ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন না, আপনার সাথে জড়িত বাংলাদেশের ইতিহাসও কলংকিত হবে। সিদ্ধান্ত আপনার।
লিংক: পিএম তার ক্ষমতা ছাড়ার কমিটম্যান্ট:
https://www.facebook.com/reel/370348216164339
২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: বড্ড বেশি দেরি হয়ে গেছে। যত দেরি তত লস।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯
কামাল১৮ বলেছেন: ক্ষমতার পালা বদল হলে খারাপ ছাড়া ভাল কিছু হবে না।এটা বুঝতে পারবো পালাবদলের পর।
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী চাটুকারদের জন্য এরকম ভুল করেছেন। মানুষ মাত্রই ভুল হয়, হবে কিন্তু চাটুকারদের চাটামির জন্য ক্রমাগত করে যাওয়া ভুল আর বেফাঁস মন্তব্য দিয়ে সাধারণের মন বিষিয়ে দিয়েছেন। চলমান পরিস্থিতিতে ঘটনা যে কোন দিকে যাবে বুঝা মুশকিল। আজকে যে পরিমাণ মানুষ নিহত হয়েছে, মানুষের ভিতর যে ক্ষোভ দেখা গেছে, এটা সত্যিই বিপজ্জনক। সরকার দেশের প্রশাসন, অর্থ, ফোর্স, গোলা-বারুদ সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করে সংবিধান লংঘন করেছেন। কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। শত শত মানুষ মারা যাচ্ছে। হাজার হাজার জখম হচ্ছে। এর শেষ কোথায়?
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫১
অস্বাধীন মানুষ বলেছেন: সময়ের সাথে ভালো একটা লেখা। আপনার লেখার সাথে সহমত।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২১
মায়াস্পর্শ বলেছেন: কোথাও সেইফ এক্সিট পাচ্ছে না। পদত্যাগ করে যাবে কোথায়?
পঁচে গিয়েছে অনেক আগেই। মনে হয় না কোন দেশ (ভারত সহ) তাকে আশ্রয় দিবে।