নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
আমি পরিস্কার ভাবে বলতে চাই, শেখহাসিনা বাংলাদেশকে শাষণ করেছেন, কিন্ত ভালোবাসেননি। তিনি যদি দেশকে ভাল বাসতেন, তাহলে দেশকে সরকারবিহীন করে পালিয়ে যেতেননা। তিনি কোন এক্সিট প্ল্যান না করে, তার কয়েক লাখ কর্মীকে বিপদে ফেলে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছেন। যে প্রশাষন তাকে রক্ষার জন্যে আন্দোলনকারীদের উপর, সাধারণ মানুষের উপর স্টিমরোলার চালিয়েছেন, তিনি তাদেরকে বিপদের মুখে রেখে পালিয়ে গেছেন। সারা দেশে আওয়ামীলিগের কর্মীরা আজ জীবনের ঝুকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই কর্মীরাই তাকে জীবনের থেকে বেশী ভালবাসত।
এখানেই বেগম জিয়ার সাথে তার পার্থক্য, বেগম জিয়া ১ দিনের জন্যেও দেশ ছেড়ে যাননি। নিজের জীবন বিপন্ন করেছেন, তারপরেও দেশে আছেন, তার অনুসারীদের ভরসার প্রতিক হয়ে তিনি দেশের মধ্য থেকে শেখ হাসিনার নির্যাতন ভোগ করেছেন। তিনি শেখ হাসিনার মত লজ্জ্বাজনক ভাবে পালিয়ে যাননি।
২| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৪
আরেফিন৩৩৬ বলেছেন: অসাধারণ বলেছেন। এখন এ বিপদে পড়া ছেলেপিলে গুলো রাস্তায় রাস্তায় ঘুরবে, আর ঘুরে দাঁড়াতে পারবে কি না সন্দেহ। সবাইকে ছেড়ে যখন গেছে, অনেকেই কেঁদেছে। আর কিছু নির্বোধ টাইপ এখনো দেখি হোদা কথা বলে, এরা সত্যিই নির্বোধ।
---খালেদা জিয়া কোনদিন এত খারাপ পরিস্থিতি ক্ষমতার জন্যে তৈরি করতেন না। তিনি ঐ চিন্তা মাথায়ও রাখে না। উনাকেও হাসিনার মতো ক্ষমতায় থাকতে উৎসাহ দেননি এমন বলা যাবে না।
তিনি সরাসরি বলেছেন এমন ক্ষমতা আমার চাই না। অথচ সরকারহীন করে কত লোক বিপদে ফেলে চলে গেলো, আর উনাকে কত প্রস্তাব দেয়া হইছে। কত সম্মান দেয়ার চেষ্টা হইছে, মির্জা ফখরুল ইসলাম সাহেব যখন কথা বলতেন আমরাই অবাক হতাম।
আর এখন তার যেতে হলো নির্লজ্জ বিদায় নিয়ে।
উনার চোরের মতো পিছন দরজা দিয়ে পালাতে হলো। নির্মম অসম্মান।
৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৯
রাসেল বলেছেন: দুঃখিত, খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি ওনার ছেলেদের জন্য। আমাদের মতো সাধারণ মানুষদের উচিত হবে না জাতীয় কোনো ব্যক্তিত্বকে অন্ধভাবে সমর্থন করা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাজনৈতিক দলগুলোর বিশ্বের নেতৃস্থানীয় দেশের উপর নির্ভরশীলতা লক্ষ্য করা গেছে, যা দেশের অস্তিত্ব নিয়ে তাদের মানসিকতা প্রকাশ করে।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৭
সোনাগাজী বলেছেন:
অনেকদিন আগে, এক দুর দেশে ১টি দেশ ছিলো।