নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর স্বাধীনতা

এইচ রহমান শামিম

আমি আর স্বাধীনতা

এইচ রহমান শামিম › বিস্তারিত পোস্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মা ছেলের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১২



ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ছোট বাকাইল গ্রামে উদ্ধার হওয়া মা ছেলের মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রচার হলেও এখন তা হত্যাকান্ড বলে দাবি উঠেছে। পূর্ব শত্রুতার জের ধরে দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তাদের পরিবার। এদিকে পুলিশ বলছে বিষয়টি নিবিড় তদন্ত হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সদর উপজেলার মজলিশপুরে ছোট বাকাইল গ্রামের জলাশয় থেকে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনর স্ত্রী সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দিলারা বেগম ও তাদের পুত্র ইমামুল হক পলাশের লাশ উদ্ধার হয়। নিহতের স্বামী আনোয়ার হোসেন জানান, তার স্ত্রী ও ছেলে ছাড়া ওইসময় বাড়িতে কেউ ছিল না। তিনি সকালে শহরে কাজে বের হন দুপুরে বাড়ি ফিরে দেখেন ঘরে কেউ নেই। খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী পুকুরে তাদের লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি দাবি করেন ঘটনাটি হত্যাকান্ড। নিহতের ছেলে নাইমুল হক জানান, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচা নূর হোসেনের সাথে তাদের বিরোধ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তার মা ও ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হতে পারে বলে তিনি অভিযোগ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদশক মাহফুজুর রহমান জানান, মা ও ছেরে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্তে তা বেরিয়ে আসবে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদও মডেল থানার ওসি মাইনুর রহমান জানান, ঘটনাটি নিবিড় তদন্ত হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.