![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি এ আধার ঘন বরষার রাতে,
তুমি আর আমি মিলে,
চল ভিজি দুজনে,
করি কিছু পাগলামি,
উড়ে যাই এই বাতাসে,
ছুঁয়ে দিক এই বরষার বিন্দু তোমায় আর আমায়।
তোমার তপ্ত গালে ছুঁয়ে যাওয়া বিন্ধু,
ঠোঁট ছুঁয়ে দেওয়া বিন্দু গুলো দিব মুছে,
শিহরনে ছুঁয়ে দিয়ে তাকাবে তুমি,
তোমার ওই অপলক চাহনিতে হারাব নিজেকে,
উড়ে যাব দুজনে মিলে দূর থেকে দূরে,
বাদলের এই কালো বাতাসে।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯
shamny khan বলেছেন: জী আসলেই ঠিক।
২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কাওসার চৌধুরী বলেছেন: কবি রুমান্টিক কি না, জানা নেই। তবে কবিতাটি বপশ রুমান্টিক। তরুণ-তরুণীরা পড়লে উপকৃত হবে।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫
shamny khan বলেছেন: ধন্যবাদ , হাহা হয়তোবা ঠিক বলছেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: বরষার রাত খুবই রোমান্টিক