| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
ওগো (........)
কত নামেইতো তোমাকে ডাকি । একবার ভেবেছি মাধুরী ডাকব ।যখন তুমি হাস তখন না ঠিক মাধুরীর মতনই লাগে। জান একসময় এই মাধুরীর জন্য মনে হত জীবন দিয়ে দিতে পারব।তোমার জন্য কিন্তু আমি জীবন দিতে পারবনা। জীবনই যদি চলে যায় তবে তোমাকে পাব কি ভাবে। একি রাগ করলে নাকি !!! ধুর বোকা এটা এমনি এমনি বললাম। আমি ছাড়া তুমি, তুমি ছাড়া আমি- এমনটা আমি কখনও ভাবতেও পারিনা। থাক, নাম নিয়ে আর নয়। ঐটা ফাঁকা থাক, তোমাকে আমার যখন যা ইচ্ছা তাই ডাকব। ঐশ্বরিয়া কখনও ডাকবনা। ও খুব খারাপ। আমাকে কত রাত জাগিয়ে রেখেছিল ওর মুখের দিকে তাকিয়ে থাকার জন্য। শেষে কিনা আমাকে বোকা বানিয়ে আরেক জনকে নিয়ে সাতপাক ঘুরল, জান টিভিতে যখন ওর সাতপাক দেখাচ্ছিল রাত এগারটায় ,ঠিক তখনই অফিস থেকে ফোন করে বলল এখনই অফিসে আসতে হবে। কি আর করা ভালই হল, এমনিতেও রাতে ঘুম আসতনা ঐ দুঃখে , তো কাজ করে পার করে দেয়ায় ভাল।
কি করছ এখন । নিশ্চয় ঘুম না গিয়ে গল্পের বইতে মুখ ডুবিয়ে বসে আছ। আচ্ছা শরৎচন্দ্রের পরিণীতা পড়েছ। এই বইটা না আমি অনেক বার পড়েছি । আমি জীবনে অন্যের একটা বই ই মেরে দিয়েছি , আর তা হচ্ছে এই পরিনীতা । আমাদের বাড়ীওয়ালার মেয়ে থেকে বইটা এনে আর দিইনি -এত ভাল লেগে গিয়েছিল, কি আর করা। তুমিত আর শরৎ পড়বানা, তোমারত আবার ঐ সব ভাল লাগবেনা। কি যে পড় , এখনকার লেখকদের বই গুলা পড়ে আমি কোন আগ্রহই খুজে পাইনা । একটা ছেলে আর একটা মেয়েকে যেমনেই হউক পরিচয় করাইয়া দিবে, তারপর কিছুক্ষন কচলাকচলি করার পর প্রেম-এইগুলা কোন লেখা হইল। ওদের এইসব লেখা দেখলে মনে হয় আমিও লেখক হয়ে যেতে পারব !!!
আমিত আর লেখার কিছু খুজে পাচ্ছিনা। কি যে বিপদে ফেললে, সারাদিনইত ফোনে কথা হয়, এরপর আর কিছু লেখার থাকে। কই থেকে যে তোমার এই শখ চাপল , ও আচ্ছা, টিভিতে প্রেম পত্র বিষয়ক অনুষ্ঠান দেখে। প্রোগ্রাম দেখলা তুমি , আর বিপদে পড়লাম আমি , কাজটা ঠিক হল।
যাই হউক ঘুম পাচ্ছে - আজ আর নয় ।
ইতি
...................................................
একি চিঠিটা মুখের উপর ছুড়ে মারলে যে, আমি কত কস্ট করে লিখেছি।
কস্ট করে লিখেছ তাই না !!! চিঠি লিখেছ না মাধুরীর গুন গান করছ ।
আরে ভাল লাগলে একটু বলতে পারবনা নাকি ?
তো বলত ঐ বাড়ীওয়ালার মেয়েকে কেমন লাগত , যে তার বইখানায় মেরে দিলা।
আরে মেয়েকে কেমন লাগত মানে কি । বই ভাল লাগছে তাই বই মেরে দিয়েছি।
হুমমম বুঝি আমি সবই বুঝি !!!
বলছে তোমারে, তুমি একটু বেশীই বুঝ !
কি বললা !
না কিছু বলিনাই ।
তুমি একটা চিঠিও লিখতে পারনা দেখি । আমারে একদিন না দেখলে ভাল লাগেনা , অথচ আমার জন্য একটা চিঠি লিখতে পারনা। টিভিতে আজীজুল হাকীমের বউ বলল, সে তার জন্য বিশাল বিশাল চিঠি লিখত , আর সে সারাদিন ঐ সব চিঠি পড়ত।
হ আমার আর খাইয়া দাইয়া কাজ নাই চিঠি লিখে তোমার সর্বনাশ করি। তুমি কাজকর্ম বাদ দিয়ে সারাদিন চিঠি নিয়া পড়ে থাক।
তুমি চুপ কর।
আমিত চুপ করেই আছি !!!
হ্যাঁ চুপ করেই থাক। এইটা একটা চিঠি, মানুস হাবিজাবি লিখলেওত এর চেয়ে ভাল হয় । আমি ভাবছিলাম সারাজীবন সংগ্রহে রাখব ।
আরে আমি থাকতে তোমার চিঠি সংগ্রহে রাখার দরকার কি ?
তোমারে চুপ থাকতে বলছিনা।
কি একখান চিঠি আমার।শুরুতেত নাম নাই, শেষে ইতিতেও কিছু লেখা নাই।
আরে বাবা ইতিতে কি লিখব সেটাত খুজে পাই নাই ।
মানে কি !!!
মানে হইল নিজের নাম লিখব, না অন্য কিছু লিখব সেটাই বুঝতে পারতেছিলাম না। তুমিত আমরে কিছুই ডাকনা। আমার নাম ধরেও ডাকনা, অন্য কোন নামেও ডাকনা । এই , উই কইরা চালাইয়া দাও।
ইতিতে কি 'এই ' উই লিখব নাকি ???
একদম চুপ। চিঠিটা দাও।
ঐটা দিয়া কি করবা, ভাল হয়নাইত।
না হউক, আমি গেলাম ।
এখনই যাবা ।
হুমমম !
হুমমম ।
ঠিক মত চিঠি না লেখায় আগামী দুই দিন আর দেখা হবেনা ।
বল কি ?
হুমমম , বাই !!!
.................................................................................
ধুর কি বিপদে পড়লাম। টিভির পরিচালকের মাথায় একটা বাড়ী দেয়া দরকার। হারামজাদা আর টপিকস পেলনা।
আমার এস এম এস ই ভাল, কোন ঝামেলা নাই।
একটা এস এম এস পাঠায় , দেখি রাগ ভাঙ্গে কিনা !!!
amare dia chiti lekha hobena ! ami sorry . rag korena plz.........dorkar porle 100ta sms pathaite bolo, tobu chiti likhte boilona
না এমনে লেখলে আরও ক্ষেপে যাইব, শুধু একটা কথায় লিখি
sorryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy . kalke kokhon dekha hobe .
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:০৬
শ।মসীর বলেছেন: পুত্তুম ধইন্যা ![]()
২|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আফসুস....... মাথাটা পুরা গেছে ![]()
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:০৪
শ।মসীর বলেছেন: কালকে বাংলাদেশ দলের প্রায়ই জিতে যাওয়া ম্যাচে হারার পর মেজাজটা বিলা হইয়া গেল.............পাশে কই জানি বাজতেছিল- একটা গান লিখ আমার জন্য।
বিলা অবস্হায় মনে হল যারে দিয়া যা হবেনা তারে তা করতে বলার কোন মানে নাই ![]()
![]()
৩|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৮
রাজসোহান বলেছেন:
চিঠি খুবই সুন্দর হয়েছে,
এরই মাঝে রাত নেমেছে,কতদিন গেছে চলে।
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:১৪
শ।মসীর বলেছেন: ঐ দূর পাহাড়ে লোকালয় ছেড়ে
মন কেড়েছিল এক মিস্টি ময়ে সেই কবে.........
৪|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৯
রাজসোহান বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা
কাল্কখন দেখা হইব??
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:১৮
শ।মসীর বলেছেন: অফিসে চইলা আস............ ![]()
![]()
৫|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:০২
সমুদ্র কন্যা বলেছেন: আহারে লোকজন চিঠি লেখা ভুলেই গেছে। এখন টিভিতে প্রোগ্রাম করে চিঠি লেখা শিখানো লাগে!!
শরৎচন্দ্র পড়ে না! মেয়েতো বহুৎ বোকা। শরৎ না পড়লে কি রোমান্টিকতা শেখা যায়?
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:১০
শ।মসীর বলেছেন: এখন টিভিতে প্রোগ্রাম করে চিঠি লেখা শিখানো লাগে!! - ঠিক সেটা না হলেও চিঠি নামক একটা জিনিস যে আছে কিছুদিন পরে সেটা টিভিতেই কেবল শোনা যাবে......
অবশ্য এইটা কোন ব্যাপারইনা.।সবই যুগের হাওয়া.......যখন যেমন !!!
৬|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:০৩
রোহান বলেছেন: লুকটার মাথাটা তাইলে পুরাডাই গেছে... আফসুসের উপরে ডাবল আফসুস.. আহারে বড় ভালা লুক আছিলো...
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:২০
শ।মসীর বলেছেন: আহারে বড় ভালা লুক আছিলো...![]()
৭|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:০৯
রেজোওয়ানা বলেছেন: আহারে....
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:২১
শ।মসীর বলেছেন: এস এম এস ই ভাল, কোন ঝামেলা নাই।
৮|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:১৬
আশীষ কুমার বলেছেন: আমি এইমাত্র একটা ইলেকট্রনিক চিঠি লিখে জিমেইলে ড্রাফট করে রেখেছি। আরো কিছু লিখব। তারপর পহেলা বৈশাখে এক সাথে ত্রিশটা চিঠি সেন্ড করব। দেখি, বালিকা খুশি হয় কিনা?
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:২৫
শ।মসীর বলেছেন: আশা করি খুশি হবে..........না হলেও মন খারাপ করবেননা...........। বহমান জীবনে সবকিছু বয়ে যাবার জন্যই, যেভাবেই হউক । ।
৯|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:১৭
পথিক মানিক বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৩:৫৪
শ।মসীর বলেছেন: ধন্যবাদের সহিত বুঝে নিলাম ![]()
১০|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:২১
আরিফ আমীন বলেছেন: আমাকে এখনো চিঠি লিখতে হয়।আর আমি প্রতি সপ্তাহে একটা করে চিঠি পাই.....
মজা লাগল পড়ে
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:২৮
শ।মসীর বলেছেন: আর আপনারটা জেনে হিংসা হল ![]()
![]()
১১|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:২৮
করবি বলেছেন:
গাছের পাতা নড়ে চড়ে
তোমার কথা মনে পড়ে
এইভাবে লিখতে হইতো মনে হয়
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৫:২৬
শ।মসীর বলেছেন: লিখলে মেন হয় খারাপ হইতনা ![]()
১২|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:৩৪
রোহান বলেছেন: অট: আমি কিন্তু ডিজুস জামানার শুরুর দিকেও চিঠি কালচার বজায় রাইখাই প্রেম প্রীতি চালাইয়া গেছিলাম... চিঠির ফ্লেভারটাই আলাদা... এসএমএস আর ভয়েস কল দিয়া কি সেই ফ্লেভার আসে??? আরে কই আগরতলা আর কই চকির তলা...
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:৪০
শ।মসীর বলেছেন: নাতী ত আমার বিয়াপক লুমান্তিক .......টিভি অনুষ্ঠানে তোমারেও পাঠান লাগবো .....।
১৩|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:০০
বিষন্ন নীল বলেছেন:
চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও
নইলে থাকতে পারবো না।
গানটা মনে পড়ে গেল...........
ঠিক মত চিঠি না লেখায় আগামী দুই দিন আর দেখা হবেনা। ঠিকই আছে..... ![]()
দুধের স্বাদ কি আর ঘোলে মেটে..........
আহ! চিঠি........ কেমন যেন!!!!!!!
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:১০
শ।মসীর বলেছেন: দুধের স্বাদ কি আর ঘোলে মেটে..........
১৪|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:০৩
আরজু বলেছেন: হুমমমম। ভাল লাগল , চিঠির ফ্লেভারটাই আলাদা , আমার আফসোস আজকাল আমরা চিঠি লিখার কথা চিন্তা ও করিনা। চিন্তাশীল সব কাজ ই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমি তা বলে মোবাইল এর বদনাম করছিনা, আরেকটা কথা মনে পড়ে গেল , আমরা ক্যাম্পাসে শুধু চিঠি নিয়ে একটা পত্রিকা মত বের করেছিলাম । আহা সে দিন গুলো।
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:১৭
শ।মসীর বলেছেন: যারে লেখবা তারেত ঘরে নিয়া আসছ এখন আর চিঠি লেখার কথা আসে কেমনে। তবুও একটা ট্রাই দিতে পারোস।
আর চিঠি লেখার ক্ষেত্রে তোরাত জীবন্ত কিংবদন্তী । ৩৮ পৃষ্ঠা, ৫৪ পৃষ্ঠা -আল্লাহ কেমনে সম্ভব................পাল্লা দিয়া চিঠি চালাচালি। আমার কিন্তু হিংসা হইত তখন.......... ![]()
![]()
চিঠি নিয়ে ঐ সংখ্যাটা জোশ হইছিল..........।
১৫|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:৩০
অক্রুর মাঝি বলেছেন: আহ শামসীর ভাই, উহ শামসীর ভাই!
০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
শ।মসীর বলেছেন: কি হইল মাঝি ভাই ..................
আপনেতো আরও আরও এক ধাপ এগিয়ে-
সব সখীরে পার করিতে নেব আনায় আনায় .....
১৬|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:৩৫
আরজু বলেছেন: এখনও মাঝে মাঝে খুব লিখতে ইচ্ছে করে, শুধু যে বউ কে লিখতে হবে তা তো আর না ।
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:৩৭
শ।মসীর বলেছেন: ব্লগেই লেখা শুরু কর !!! ব্যাপারটা মন্দ হবেনা............এটলিস্ট মনের কথা গুলোত লেখা হয়ে যাবে............
১৭|
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:০০
পল্লী বাউল বলেছেন: রোমান্টিসিজমের কল্পনার জগত থেকে কবে যে বদ্দারে বাস্তবে রোমান্টিক হতে দেখবো ???
বদ্দা ঘটনা তাড়াতাড়ি ঘটিয়ে দেন, পোলাপাইনের যন্ত্রনায় আর পারা যায় না................
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:১৬
শ।মসীর বলেছেন: বদ্দা পোলাপানের একটা গতি না করে কিছু করলে যে শান্তি পাবনা.........।
ঘটনা ঘটায় দেবার পর পোলাপান কি নিয়া থাকবে আপাতত এই বিষয়ে চিন্তিত ![]()
![]()
আছেন কেমন.......।কতদিন দেখা হয়না ![]()
১৮|
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৩৮
তাজা কলম বলেছেন: ভাল লাগল। তয় চিটিটা কি রিইউজ করার পারমিশন দিবেন? একজনকে লেকবার চাই, কিন্তু আমি তো অত সোন্দর লেকবার পারি না
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৪৪
শ।মসীর বলেছেন: কিন্তু আমি তো অত সোন্দর লেকবার পারি না - যা বললেন দাদা, চিঠিটা যাকে দিতে চান আমি শিউর তিনি ও বিশ্বাস করবেন না .......।তাকে একবার আপনার কবিতাগুলো পড়তে দিয়েন, চিঠি লাগবেনা, তখন প্রতিদীন কবিতা দিতে হবে ![]()
![]()
রিইউজ কেন শুধু লাগলে আরও দশটা লিখে দিব ![]()
১৯|
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৪৫
আহমেদ রাকিব বলেছেন: কিছু কমু না। আমি কিছু কইলেইতো মনে হয় ইঙ্গিতপূর্ণ। তয় চিডি লিখতে আমার খুব ভালো লাগতো। এখনো যদি এমন কোনো মানুষ থাকে যে চিঠি পড়তে পছন্দ করবে, তাইলে হয়তো এখনো লিখতাম।
একখান চিঠি না পইড়া থাকলে পড়তে পারো।
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৫:০১
শ।মসীর বলেছেন: আরে কইয়া ফেল.........আমি কি ডরাই
তোগো ভবিষ্যতের কথা ভাইবাইতো একলা বইসা আছি
ইচ্ছা হইলে লিখা ফেলবি.।ব্লগে আমরাতো আছিই......
২০|
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৩০
হিমেল নাগ রানা বলেছেন: এই পেইন টা তে আমার একবার পড়তে হইছিল। আমি চিন্তা করলাম একবার না হয় ঠিক আছে কিন্তু না রাগায়া এটা রে বন্ধ করা যয় কেমনে! ২২ পাতা সাইয এর একখান জিনিস নামায়া দিলাম ঐটার মধ্যে লাইন ছিল মনেহয় ২০-২৫টা বাকি গুলা কাটাকাটি , আঁকাআঁকি আর কার্টুন। বাস!! ২ বছরেও আর চিঠির নাম নেয় নাই।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৮
শ।মসীর বলেছেন: ![]()
![]()
![]()
২১|
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৪৬
বড় বিলাই বলেছেন: ওরেব্বাস, এগুলা কী রে?![]()
![]()
![]()
০৩ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৫২
শ।মসীর বলেছেন: কই
কি
আমিত কিছুই দেখতেছিনা ![]()
![]()
২২|
০৩ রা মার্চ, ২০১০ রাত ৯:৩১
শয়তান বলেছেন: ন ...... ক
:!>
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:২২
শ।মসীর বলেছেন: মাথার উপরে দিয়া গেল আপনার চিঠি ![]()
২৩|
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৪
তায়েফ আহমাদ বলেছেন: এই রকম নুতু-পুতু প্রেমের প্লট মাথায় আহে কৈত্থে?
আমি তো মইরা গেলেও প্রেমিকার লগে এই জাতীয় বিজাতীয় ডায়ালগ্ থ্রো করবার পারুম না!![]()
তয়, চিঠি লিখনের দিনগুলা মিস্ করি। ২০০৪ সালে শেষবার চিঠি লিখছি, কাউরে.......![]()
তারপরেই এস.এম.এস এর যুগ ইস্টার্ট হইয়া গ্যাছে!![]()
০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:১৯
শ।মসীর বলেছেন: প্রেমিকার লগে পারুমনা বলেইত মাথায় আহে.....কথায় আছেনা অলস মাথা ![]()
২০০৪ সালে শেষবার চিঠি লিখছি, কাউরে.....দেশী বিস্তারিত বয়ানের অপেক্ষায় ![]()
![]()
এসএমএস যুগ ই ভাল , পর ডিলিট কর........চইলা গেলে মুছে দাও ![]()
২৪|
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২৫
নীল ভোমরা বলেছেন:
ছাত্র অবস্থায় হলে থাকাকালীন প্রত মাসে বাবার কারছ চিঠি লিখতাম...
"টাকা নাই...টাকা চাই
ইতি..... কানাই''
এখনতো চিঠি লেখা ভুলেই গেছি!
০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:২৯
শ।মসীর বলেছেন: ভার্সিটি লাইফের প্রথম ৬মাস বাবা মার কাছে চিঠি লিখেছি, তার পরই শুরু হল মোবাইল যুগ ২০০১ থেকে.....
চিঠি পড়া আসলেই ব্যাপক মজার একটা জিনিস...
২৫|
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:২৭
শয়তান বলেছেন:
নস্টালজিক কিছু স্মৃতিরকথা মনে করায়া দিসেন ![]()
[ কোডেড কমেন্টটা ইমোর জন্য ধরতারবেন মনে করছিলাম ]
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:৫৫
শ।মসীর বলেছেন: আহারে............ ![]()
![]()
ইমোর ব্যাপারে আমার জ্ঞান ভীষন দুব্বল.....
২৬|
০৪ ঠা মার্চ, ২০১০ দুপুর ১:০৩
ফেরারী... বলেছেন: "amare dia chiti lekha hobena ! ami sorry . rag korena plz.........dorkar porle 100ta sms pathaite bolo, tobu chiti likhte boilona
..."
--- কোন হরিণী এই এস এম এস দিয়েছিলো জাতি তা জানতে চায়...
০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩২
শ।মসীর বলেছেন: হরিণী ত সুন্দর বনে....।ঐখানে নেটওয়ার্ক নাইরে...।
২৭|
০৫ ই মার্চ, ২০১০ সকাল ৯:২৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মন্তব্যে যা লেখতে চাইছিলাম পোষ্টেই তা দিয়া দিছেন!
০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৪
শ।মসীর বলেছেন: হায় হায় ![]()
![]()
২৮|
০৭ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩১
রিমি (স. ম.) বলেছেন: বাড়িওয়ালার মেয়ের কাছ থেকে বই এনে ফেরত না দেয়া...![]()
![]()
০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৬
শ।মসীর বলেছেন: বই ভাল লাগছে তাই বই মেরে দিয়েছি ![]()
![]()
![]()
২৯|
১২ ই মার্চ, ২০১০ রাত ১:৪০
জলকণা বলেছেন: ভাইয়া চিঠিটা খুব মজার হয়েছে। পরের লেখাটা আরও বেশী মজার।![]()
ভালো থাকবেন।
১২ ই মার্চ, ২০১০ রাত ২:৩৮
শ।মসীর বলেছেন: আপনিও ভাল থাকুন । ধন্যবাদ.....।
৩০|
১২ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫৯
পুরাতন বলেছেন: ভালোই ....চালায়া যান
১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৮
শ।মসীর বলেছেন: ![]()
![]()
৩১|
১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৪২
চতুষ্কোণ বলেছেন: @ লেখক: sorryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy . kalke kokhon dekha hobe .
পুরাতন বলেছেন: ভালোই ....চালায়া যান
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৫
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ