নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । ।

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩০





কাশফুল গুলো দেখলে খুব ইচ্ছা করে একবার ছুয়ে দেখতে

ছোঁয়া হয়না কিংবা পরক্ষনেই ইচ্ছাটা মরে যায় ।

একদিন মায়াবী ভোরে কিংবা অধরা ভোরই বলা চলে

সহজে ভোরের দেখা পাইনা আমি

হাতে হাত রেখে তুমি হাঁটতে চেয়েছিলে

সদ্য শেষ হওয়া গুঁড়ি বৃষ্টির পর

বৃষ্টিফোঁটা লেগেছিল কাশফুলে রাতভর ঝড়া শিশিরের মত

তার মাঝ দিয়ে তুমি আমি, আমরা হেঁটে যাব

জলকনা ছুঁয়ে যাবে আঁচল, মুগ্ধ চোখ ভাষা খুজে নেবে বিষন্ন হলুদে

নিটোল গালে ঝড়ে পড়া হাসি, ছুয়ে দিব আমি

হাতে রেখে হাত, স্বপ্নালু চোখে হারাবো দুজন সীমানা ছাড়িয়ে ।



জীবনের গল্প গুলো লেখা হয় মায়াবী ভোরে

কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । ।



ঝলমলে সকাল গিয়ে কেটে গেছে বেলা

কাঁশবনে হাত ধরে হয় নিকো হাঁটা !!!



মন্তব্য ৬৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩৮

মৃতকবি বলেছেন: আর তুমি, আমি নির্ভাবনায় দুকুল ভাসাই চোখের জলে

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪২

শ।মসীর বলেছেন: জীবনের গল্প গুলো লেখা হয় মায়াবী ভোরে
কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । ।

২| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩৯

জলকণা বলেছেন: ভাইয়া অবশেষে আমাকে নিয়ে কবিতা লিখলেন। :) ভাল লেগেছে।

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৫

শ।মসীর বলেছেন: ধন্যবাদ জলকনা :):)

কাশফুলও আছে, বৃস্টিও আছে..।এক করে দিলাম এই আর কি :):)

৩| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪০

জামিনদার বলেছেন: ভাবছিলাম মুক্তগদ্য এখন দেখি কোবতে। পিপাসা মিঠে নাই।

পোষ্টে প্লাস+++++++++++

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৮

শ।মসীর বলেছেন: এত বৃস্টি, তবুও পিপাসা মিটলনা :(:(

ধইন্যা :)

৪| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪০

আকাশের তারাগুলি বলেছেন: কাশফুল দেখতে আমন্ত্রন যেকোন রোদ্রকরজ্জল দিনে। আসুন ঢাকার দিক থেকে আমিন বাজার পার হয়ে মধুমতি মডেল টাউনের কিছু আগেই।
মধুমতি মডেল টাউনের ভিতরেও রয়েছে প্রচুর। অসাধারন সৌন্দর্য।

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৮

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আমন্ত্রন এর জন্য....।সময় করে আওয়াজ দিব :)

৫| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫১

হুপফূলফরইভার বলেছেন: শরতের কাশফুল যতটা প্রানবন্ত (এইমাত্র গতকাল বিকেলেও দেখে এলাম~) আপনার ছবিটাতে কেমন যেন বিবর্নতা ঝেপে ধরেছে~
কোপ্তে টেরাই আমিও দিছি একখান~ ;)

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৮

শ।মসীর বলেছেন: সবসময় কি আর রং থাকে সব কিছুতে.সময়ও একটা ফ্যাক্ট হয়ত :)

৬| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫২

জসিম বলেছেন: কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে।

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪১

শ।মসীর বলেছেন: হুমমম

৭| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভালো লাগলো। +++

জলকনা ছুঁয়ে যাবে আঁচল, মুগ্ধ চোখ ভাষা খুজে নেবে বিষন্ন হলুদে
নিটোল গালে ঝড়ে পড়া হাসি, ছুয়ে দিব আমি

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৭

শ।মসীর বলেছেন: ধইন্যা জেডা :)

৮| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৫

আকাশের তারাগুলি বলেছেন: প্রেম নারী ছাড়া এখন আর কোবতে হয়না?

০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৩

শ।মসীর বলেছেন: হয় নাকি, জানি নাত :):)


হবেনা কেন....

Click This Link

৯| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৫

চতুষ্কোণ বলেছেন: ++

১০ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৮

শ।মসীর বলেছেন: :):)

১০| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১২

ব্যাপারনা বলেছেন: ভাল লাগল কবিতা
ভালবাসা যেন কাশফুলের নরম ছোঁয়া .....।

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:০২

শ।মসীর বলেছেন: ভালবাসা যেন কাশফুলের নরম ছোঁয়া ....তাই নাকি :)

১১| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৭

কি নাম দিব বলেছেন: +++

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৬

শ।মসীর বলেছেন: :):)

১২| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো। অ নে ক।


ঝলমলে সকাল গিয়ে কেটে গেছে বেলা
কাঁশবনে হাত ধরে হয় নিকো হাঁটা !!!

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১১

শ।মসীর বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই ।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৭

জিসান শা ইকরাম বলেছেন: কাশফুল গুলো দেখলে খুব ইচ্ছা করে একবার ছুয়ে দেখতে

কাল সারাবেলা ছিলাম এই কাশফুলের সাথে।

খুব ভাল লাগল, আজ এই লেখাটা পড়ে । +++

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৩

শ।মসীর বলেছেন: কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । ।

১৪| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৮

নেইলকাটার বলেছেন: কবিতা ভালো লাগলো ভাইয়া।

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২২

শ।মসীর বলেছেন: ধন্যবাদ নেইল কাটার..........

১৫| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১২

আলিম আল রাজি বলেছেন: অনেক ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৩

শ।মসীর বলেছেন: ধইন্যা রাজী .....

১৬| ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৮

সায়েম মুন বলেছেন: বাহ!

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৮

শ।মসীর বলেছেন: আহা....

১৭| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৫

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার।++++

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৭

শ।মসীর বলেছেন: :):)

১৮| ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২২

সুরঞ্জনা বলেছেন: আহা!! কি সুন্দর!!! ভোরে কি ঘুম থেকে ওঠা হয়? যে হাটা হবে? :p

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৬

শ।মসীর বলেছেন: :(:(

১৯| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৯

মেহবুবা বলেছেন: কবিতা ভাল লাগল ।
দুখী কাশফুলের ছবি দেখে মন ভারাক্রান্ত হল ।

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৯

শ।মসীর বলেছেন: জীবনের গল্প গুলো লেখা হয় মায়াবী ভোরে
কাশফুলে জলকনা ঝরে পড়ে আচমকা ঝড়ে । ।

২০| ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:০৮

পল্লী বাউল বলেছেন: আপসুচ নিয়েন না, দোয়া করি খুব শীঘ্রই কাশবনে হাত ধরে হাটাঁর সঙ্গী পেয়ে যাবেন।

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৯

শ।মসীর বলেছেন: কাল পুরুষদা (জ্যোতিষি )বলল ২০১২ :(:(

২১| ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৭

রেজোওয়ানা বলেছেন: খুব চমৎকার......

এই গানটা শুনেছেন?
.................

"কাশফুলের মালা
পড়ামু তোমায় আমি,
সাজামু তোমায় আমি
সাদা পরীর রঙে।"

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:১৮

শ।মসীর বলেছেন: শোনা হয়নাই :(:(
মালা পরানোর কেউ নাইত এই জন্য মনে হয় :)

২২| ১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৮

রেজোওয়ানা বলেছেন: কেউ নাই তো কি হয়েছে, একদিন না একদিন তো হবেই।

আগে থেকে শিখে রাখেন......

১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৭

শ।মসীর বলেছেন: inshaallah :D:D

২৩| ১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৬

অগ্নিলা বলেছেন: + + + +

১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৮

শ।মসীর বলেছেন: ধইন্যা নাতনী :)

২৪| ১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৭

অগ্নিলা বলেছেন: উরে খাইসে! আমি তো খেয়ালই করি নাই এইটা তুমার ব্লগ!

কি নানা? নতুন প্রেম করে কে! আর কবিতা লিখে কে!!!!

ওরে কে কোথায় আছিস নানার জোড়াকে খুঁজে আন...........আমার নানার একলা লাগে ভারী

১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৭

শ।মসীর বলেছেন: প্রেম করে নাতনি, কবিতা লেখে নানা :):)

একলা একলা লাগে - হাসা কথা B-)B-)

২৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩১

অনন্ত দিগন্ত বলেছেন: সেই দিনই কইছিলাম ... কেমুন জানি সন্দেহ হইছিলো ... সেইটারে তো তুমি এইবার পাক্কা না কইরা ছাড়বানা দেখতেসি B-) B-)

অগ্রিম উইকেট পতন মুবারক :P

১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৩

শ।মসীর বলেছেন: আমিত মাঠে, বোলার কই, উইকেট কেডায় নিবো :(:(

২৬| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: লেখা ও ছবি দুইটাই দারুন। অদ্ভুত এই রংটা কিভাবে আনলেন ?

১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৮

শ।মসীর বলেছেন: ২০০৪ সালে তোলা এই ছবি তুরাগের পাড় থেকে। আকাশে তখন মেঘ আর সূর্যের লুকোচুরি, আলোর বিপরীত দিক থেকে তোলা !!!


ধন্যবাদ ভাইয়া..।

২৭| ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৩

জিকসেস বলেছেন: প্লাস।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:২২

শ।মসীর বলেছেন: হ্যালো :):)

ধন্যবাদ.....।

২৮| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৫

মোতাব্বির কাগু বলেছেন: Click This Link

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৩

শ।মসীর বলেছেন: ওকে.....।

২৯| ১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৭

সামছা আকিদা জাহান বলেছেন: তোমার কবিতাটা হঠাৎ করেই চোখে পরলো। আমি পড়তে শুরু করলাম। পড়াও শেষ করলাম । এর রেষ শেষ হতে না হতেই গাড়ীর জানালার বাইরে দেখি চিকলি নদীর তীরে কাশবন যেন আমার মনের কথা বলছে। ভাল থেকো ভাই।

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৭

শ।মসীর বলেছেন: আপু অনেক দিন পরে.......অনেক ব্যস্ত বুঝি.......। ছোট ভাইটির কোন খবরই নেননা :(

৩০| ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৮

জুন বলেছেন: ইসস কাশফুল আমার সবসময় ই খুব ভালোলাগার এক ফুল ...কবিতাটাও শরৎ এর মিস্টি রোদে মনকাড়া এক রাখাল ছেলের বাশীর করুন সুরের মতই লাগলো শামসীর।
প্লাস

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১২:২৯

শ।মসীর বলেছেন: আপু কবিতাটা আসলেই রাখালের লেখা :):)

Click This Link

৩১| ১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাল পোস্ট।

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩০

শ।মসীর বলেছেন: ধন্যবাদ......।

৩২| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১:২০

রাজসোহান বলেছেন: কবিতার চেয়ে ছবিটা ভালো লাগসে বেশি :)

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:১৯

শ।মসীর বলেছেন: দুইটাই আমার, যে কোন একটা ভাল লাগলেই হইল :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.