নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

আমাদের তুই আর প্রিয় খাবার প্রথম আলো !!!

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫









প্রথম আলোর কালিতে ভেজাল !!! হাতে লাইগা থাকে :)





















































মন্তব্য ৭৪ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

তানজিদ_রূপক বলেছেন: এইটা কি মতি শিশু??

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

শ।মসীর বলেছেন: এই শিশুর মতির ঠিক নাই, কখন যে কি করে...

২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!


খানাটা খুব মজাদার!!!!:)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

শ।মসীর বলেছেন: আমার ও তাই মনে হয়, দেখি একদিন খেয়ে দেখতে হবে ;)

৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

লাবনী আক্তার বলেছেন: এতদিন জানতাম মানুষের প্রিয় পেপার এখন দেখছি প্রিয় খাবারও হয়ে গেছে। :P :P :P

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

শ।মসীর বলেছেন: :):)

৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

সোহানী বলেছেন: আরে তাইতো আমার মেয়েরও তো প্রিয় খাবার পেপার.... :) :) :)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

শ।মসীর বলেছেন: ফুড মার্কেটে আলোর দেখি ভালই কদর :)

৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

আল-রোমান বলেছেন: সোহানী বলেছেন: আরে তাইতো আমার মেয়েরও তো প্রিয় খাবার পেপার....

আমি বলছি: আরে তাইতো আমার মেয়েরও তো প্রিয় খাবার পেপার.... তবে আমাদের সময়!!! :D

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

শ।মসীর বলেছেন: খাদ্য হিসেবে পেপারের ভুমিকা নিয়ে একটা আলোচনা করা যায় ;)

৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:


আমাদেরটাতো প্রথম আলো চিবাইয়া খাইতাছে ;)

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

শ।মসীর বলেছেন: হা হা হা সব দেখি একই দশা.....

৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আম্রা ছোড বেলায় খাইছি মাডি :-/ , আর অহনকার ইসমার্ট বাবুগুলায় খায় পেপার B-))

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

শ।মসীর বলেছেন: তাতেও ভেজাল, কালি হাতে লাইগা থাকে ;)

৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

লেখোয়াড় বলেছেন:
+++++++++
দেখতে দেখতে আপনাদের তুই বড় হয়ে যাচ্ছে।
শুভকামনা আপনাদের সবার জন্য।
ভাল থাকুন।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

শ।মসীর বলেছেন: আলহামদুলিল্লাহ..........দোয়া করবেন।

৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

কোবিদ বলেছেন:
"যা কিছু ভালো
তার সাথে
প্রথম আলো"

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

শ।মসীর বলেছেন: ;);)

১০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

জাহিদ ২০১০ বলেছেন: খিদা লাগছে পেরথম আলু কই ????????????????

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

শ।মসীর বলেছেন: আমার বাসাই চইলা আসেন :)

১১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

শিপু ভাই বলেছেন:
যাক ভালই হল। আমিও প্রথম আলো রাখি। আপনার বাসায় বেড়াতে গেলে কেজি ২ প্রথম আলো নিয়া আসুম্নে ভাতিজার জন্য!!!


১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

শ।মসীর বলেছেন: হা হা হা .।ভাতিজা নিশ্ছিত লাইক করবে এই কমেন্টে :)

১২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি ছোটকালে মাটি খাইয়া দিন পার করছি এখন দেখি বাচ্চারা অনেক উন্নত খাবার খায় B-)) B-))
বাচ্চাটা মাশাআল্লাহ কিউট :D :D :D :D :D

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

শ।মসীর বলেছেন: দিনবদলাইছেনা :)

দোয়া করবেন ।

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

আমি ইহতিব বলেছেন: ভাইয়া আমার মেয়েটা পেপারে ছবি দেখার ভান করে এক কোনায় চলে যায় পেপার নিয়ে, তারপর ছোট্ট করে ছিড়ে মুখে দিয়েই গিলে ফেলবে। পেপারে এতো মজাদার কি উপাদান আছে তা প্রথম আলোকে জিজ্ঞেস করে দেখতে হবে। ওদেরকে একটু অনুরোধ করে পেপারের উপাদানটা যদি একটু ভালো করা যায় তাহলে হয়তো আমাদের বাচ্চাদের আমরা পেপার খাইয়েই নিশ্চিন্ত থাকতে পারবো, কি দরকার আর ভাত বা অন্যান্য খাবার নিয়ে ওদের সাথে যুদ্ধ করার।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

শ।মসীর বলেছেন: টুক করে ছিড়ে মুখে দিয়ে দেয়, হা করাইয়া বের করতে হয় :)

হ খাদ্যমান ভাল হলে ঝামেলা কমে যেত !!!

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

সাদা রং- বলেছেন: বাসায় ওর মায় কি অন্য খাবার দেয় না?

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

শ।মসীর বলেছেন: দিলেও খায় না.......।

১৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

শান্তা273 বলেছেন: প্রথম আলু খাইয়া দেখতে হবে, কেমন মজা!

বাবুটার জন্য অনেক আদর ও দোয়া রইল।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

শ।মসীর বলেছেন: খেলে জানাইয়েন :)

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: সবি দেখি আজব কারবার
মতি আলোর শিশু খাবার

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

শ।মসীর বলেছেন: :):)

১৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

ইখতামিন বলেছেন:
মজার খাবার মনে হয়!! :P :P

বাবুটার জন্য স্নেহ, শুভ কামনা ও দোয়া রইল. :)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

শ।মসীর বলেছেন: খেয়ে দেখতে হবে কি বলেন :)

১৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

আমি বন্য বলেছেন: পিচ্চির জন্য শুভ কামনা! আগামী দিনের আলো

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

শ।মসীর বলেছেন: দোয়া করবেন।

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

পাকাচুল বলেছেন: মাশাল্লাহ, ভবিষ্যত বুদ্ধিজীবি হবে মনে হয়। রাতের বেলা টক শো দেখাবেন।

এখন বয়স কত হলো?

আমার ছেলেকে টিভিতে খবর দেখাই মাঝে মাঝে, সে মনে করে ওখানেও একটা মানুষ আছে, তাই সংবাদ পাঠকের সাথে আমার ছেলে অ, আ, গ, উঁ, আ করে কথা বলতে চায়।

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শ।মসীর বলেছেন: :)

১৪ মাস, তার যত আকর্ষন সব ঐ বিজ্ঞাপনের দিকে, এ্যাড দিলে সে গোগ্রাসে গিলতে থাকে ।

২০| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

ঝটিকা বলেছেন: "টেম্বা" তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখছি!! এই তো সেদিন আমাদের তুই লিখছিলান।

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শ।মসীর বলেছেন: :) হুমম ১৪ মাস।

আসলেই মনে হয় সেদিন , সময় যে কিভাবে যায়, দোয়া করবেন ।

২১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ইলেভেন্থ আওয়ার বলেছেন: মাশআল্লাহ। "তুই" বেশ কিউট।
তবে পেপার খেলে পেটের সমস্যা হবে না?

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০০

শ।মসীর বলেছেন: খেতে দিইনাত, মুখ থেকে বের করে ফেলতে হয়, তারপর শুরু করে কান্না।

২২| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মামুন হতভাগা বলেছেন: ভাতিজা তো মাশাল্লাহ খুবই কিউটি কিউটি হয়ে বড় হচ্ছে।অনেক দোয়া রইল।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

শ।মসীর বলেছেন: শুভকামনা

২৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

মোঃমোজাম হক বলেছেন: ছোট কালে কতো কিনা খায়।আমার ছেলে তেলাপোকা খেয়েছিল :)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

শ।মসীর বলেছেন: হা হা হা , আমার বউ দেখলে হার্ট ফেল করবে !!!

২৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

সায়েম মুন বলেছেন: বাবুটা অনেক বড় হয়ে গেছে। ওর জন্য দোয়া রইলো।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

শ।মসীর বলেছেন: সময় যে কেমনে যায়.....

২৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

সাদা কলো বলেছেন: আগামী দিনের সম্পাদক।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

শ।মসীর বলেছেন: :)

২৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

হাছুইন্যা বলেছেন: ভাগ্য ভালো ডাইপার হিসেবে ব্যবহার করে নাই B-)

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

শ।মসীর বলেছেন: ha ha ha

২৭| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

joos বলেছেন: ৯ নাম্বারটা বেশি জোস

দুর্বিনীত তারুণ্যের দাবীঃ প্রথম আলো খাবো!!! :P :P :P :) :D :) :D =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

শ।মসীর বলেছেন: :):)

২৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

নীল-দর্পণ বলেছেন: হা হা হা.......

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

শ।মসীর বলেছেন: হুমমম

২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭

বইয়ের পোকা বলেছেন: মতি ভাইতো দেখলে হার্টফেল করবো!!!!

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

শ।মসীর বলেছেন: টাকা দিয়া কিনছিত ।

৩০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

দূর্ভাষী বলেছেন: আমার মামু তা দেখি মাশাল্লাহ! পুত্তুম আলু ছাড়া তার চলেই না। :)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

শ।মসীর বলেছেন: পুত্তুম আলু ছাড়া তার চলেই না।

৩১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

চতুষ্কোণ বলেছেন: লেখাপড়া কইরা ভাতিজা দেখি ডিগ্রিও পাইয়া ফেলছে! মাশাল্লাহ। :)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

শ।মসীর বলেছেন: তা আর বলতে ;)

৩২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

মাহমুদা সোনিয়া বলেছেন: আডোরেবল, মাশাল্লাহ! :) :)

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

শ।মসীর বলেছেন: :)

৩৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

জুন বলেছেন: কি সুইট শামসীর দেখে খুব মজা লাগলো প্রথম আলোর ক্ষুদে পাঠক আমাদের তুই কে :)
অনেক আদর রইলো বাবুটার জন্য ।
+

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা আপু ।

৩৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: অনেক অনেক আদর আর শুভকামনা।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০২

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

বড় বিলাই বলেছেন: বাহ, বাবাটা দেখি গ্রাজুয়েট হয়ে গিয়েছে। অনেক অনেক অভিনন্দন। :)

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

শ।মসীর বলেছেন: অনেক দিন পর আপনারে দেখলাম, কেমন আছেন।

এই সার্টিফিকেট হাতে :)

৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমাদের তুই বাবুটার বয়স কত হলো ? পত্রিকার সাথে ওর এক্সপ্রেশন গুলো খুব মজার হয়েছে কিন্তু। চুপি চুপি বলি আমিও একটু আধটু কাগজ খেতাম তবে নিউজপ্রিন্ট কাগজ না, হোয়াইট প্রিন্ট B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

শ।মসীর বলেছেন: জানুয়ারির ২৪শে চার হল..........

হাহাহা আপনিও তাহলে কাগজ খেতেন :)

৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: আমি ছোট বেলায় খেতাম না। একটু বড় হয়ে কি নিয়ে যেন টেনশনে পড়ে নখ কামড়াতে কামড়াতে হাতের কাগজও চিবিয়েছিলাম, তারপর সেই থেকে শুরু যেটা ক্লাস সিক্স সেভেনেও ছিল। হাহহা =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

শ।মসীর বলেছেন: হা হা হা আমি এখনও মাঝে মাঝে স্টাপলারের পিন খাই, ছোটবেলায়তো একবার এর জন্য দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়েছিল । এখনও স্টাপলার হাতে পেলে একটা পিন মুখে দিয়ে দেই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.