নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

বর্ষা চরিত্রহীন - অনন্ত , অনন্ত অর্থ লোলুপ ও নারী লিপ্সু - বর্ষা !!!! ;)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫





বর্যা এবং অনন্ত একে অপরের বিরুদ্ধে থানায় ডায়েরি করেছেন। পুরো বিষয়টি জানতে আমরা প্রথমে অনন্তকে ফোন দিই । শুরুতে কিছু বলতে না চাইলেও পরে অনন্ত মুখ খোলেন, বেরিয়ে আসে নানা অজানা তথ্য ।আবেগরুদ্ধ অনন্ত বলে যেতে থাকেন, এই বর্ষাকে কে চিনত, তাকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার ছবির নায়িকা বানিয়েছি, দেশ বিদেশে ঘুরিয়ে এনেছি একের পর এক। অস্বীকার করবোনা আমি তার প্রেমে পড়েছিলাম, আর তাই ঘরনি করতেও দ্বিধা করিনি। মিডিয়ায় কতজনইত স্বীকৃতি না দিয়ে নানা সম্পর্কে জড়ায়, আমি তেমনটি করিনি ।তাকে সন্মান দিয়ে বউ করে ঘরে এনেছি, মুভিতে অভিনয়ের সময় আমি তাকে বউ হিসেবে নয় শীল্পি হিসেবে বিবেচনা করে তার সকল পারিশ্রমিক দিয়ে দিয়েছি । আজ এই সব ভাল মানুষিই আমার কাল হল।

কত স্বপ্ন ছিল তাকে নিয়ে অথচ আজ সে সব ভেঙ্গে দিল। কিসের অভাব ছিল আমার। আসলে সে আমাকে উপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে এখন চলে গেছে। আমার দেয়া সুযোগ নিয়ে আজ তার নাম হয়েছে অর্থ হয়েছে, সো এখন তার আর আমাকে প্রয়োজন নেই । আজ সে কর্পোরেট মডেল, অথচ একবার ও চিন্তা করলোনা আমার জন্যই সে এ সুযোগ পেয়েছে।

বাষ্পরুদ্ধ কন্ঠে অনন্ত বলেন আরো উপরে উঠার জন্য সে এখন নতুন একজন প্রযোজকের স্মরনাপন্ন হয়েছে, আর তাই আমাকে এখন আর তার দরকার নেই । পরিচালকের সাথে সে ঘুরে বেড়াচ্ছে, আমি আপত্তি জানানোতেই আমার নামে মামলা। দরকার পড়লে আমি তাকে সে ব্যবস্হা করে দিতাম , কি দরকার ছিল অন্য পুরুষের সাথে যাওয়ার !!!

আমি তাকে ফিরে পেতে চায়, এই কথা বলে অনন্ত ফোন রেখে দেন। মামলা কেন করলেন এই নিয়ে তিনি কিছু বলেননি !!!

বর্ষার কাছে আমরা বিস্তারিত জানতে চেয়ে ফোন করলে সে ক্ষোভে ফেটে পড়ে বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল অনন্তকে বিয়ে করা। ওর কথায় মুগ্ধ হয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি, ওর ছবি করাও আমার ঠিক হয়নি। সে চরিত্রহীন আর অর্থলোলুপ। টাকা ছাড়া কিছু বোঝেনা। তার এত মুভি করে দিয়েছি সে আমাকে একটা টাকাও দেয়নি। ইদানিং নতুন ছবিতে সুযোগ দেয়ার কথা বলে সে বিভিন্ন মেয়ের সাথে ডেটিং করে বেরাচ্ছে, তার এসব কাজে বাঁধা দেয়ায় সে আমার গায়ে হাত তোলে। তার উপর মডেলিং করে পাওয়া আমার টাকাও সে তাকে দিয়ে দেয়ার জন্য নিয়মিত চাপ দিচ্ছিল । এমন একটা ফালতু ছেলের সাথে ঘর করা যায়না। তার নোংরা কাজে বাঁধা দেয়ার কারনেই সে আমার বিরুদ্ধে উল্টা থানায় মামলা করেছে । সব মেয়েরই উচিত ওর কাছ থেকে দূরে থাকা !!!



বিঃদঃ : এই হলুদ রিপোর্টটি কপি রাইট মুক্ত, যেকোন পত্রিকা চাইলেই ছাপিয়ে দিতে পারেন, নিশ্চিত ভাল কাটতি হবে । ।



পর সংবাদ এই যে বর্ষা আর অনন্ত এক ছাদের নিচে বসে নতুন একটা তামিল মুভি দেখছিলেন, যেটাকে কপি করে তারা পরবর্তী ছবি বানাবেন কিন্তু কোথাও স্বীকার করবেননা আপাদমস্তক কপি করা ।

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

টানিম বলেছেন: রাষ্ট্রপতির মৃত্যু নিয়া একটা লিখা । পড়ে আসুন । Click This Link

২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: খাইছেরে

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

শ।মসীর বলেছেন: কোন পেপারে যোগ দেয়া যায় বলেন :)

৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

বিডি আইডল বলেছেন: খবরটা দ্যা ডেইলা গানা -তে হুবহু ছাপা হয়েছে দেখলাম



২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০

শ।মসীর বলেছেন: :):)

৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যোগ বিয়োগ বাদ, নিজের পেপার বানান আম্রাই যোগ দিমু B-))

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

শ।মসীর বলেছেন: :):) সেটাই ভাবতেছি..।

৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আমিতো পুত্তুমে বিশ্বাসই কইরালাইছিলাম :P

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

শ।মসীর বলেছেন: ;) ঘটনাতো এমনই :):)

৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

আতিকুল০৭৮৪ বলেছেন: borshake vala pai..cute ace... :D

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

শ।মসীর বলেছেন: তা আর বলতে.......আমার লগে ছবিও আছে ;)

৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

:-* :-/

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

শ।মসীর বলেছেন: আপনের কি হইল :)

৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

চৌকশ বলেছেন: মাইরের বৃষ্টি ঝড়ায় দিসে বর্ষার উপর। হালারপুত আসলেই মনে হয় গার্মিসে কাম করতো।

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

শ।মসীর বলেছেন: কই দেখলেন !!!

৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

শ।মসীর বলেছেন: কি হইল ;)

১০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

ফাহিম আহমদ বলেছেন: ঘানা থেকে জেল খানা.... ;)


২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

শ।মসীর বলেছেন: পম

১১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

ক্লোরোফিল বলেছেন: ভিন্ন রকম কষ্টের একটি লিঙ্ক দিলাম, পড়ে আসতে পারেন - Click This Link

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

শ।মসীর বলেছেন: হুমমম

১২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: শামসীর ভাই আপনি আবার এর মধ্যে আসলেন কেন?

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

শ।মসীর বলেছেন: সাংবাদিক হবার খায়েস জাগল একটু ;)
আবার বর্ষার সাথে আমার ও একটা পিক আছেত, লোকে যাতে উল্টা না ভাবে তাই আগেই :)

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

লেখোয়াড় বলেছেন:
অল্প বিদ্যা ভয়ঙ্কর এরা তার প্রমান।

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

শ।মসীর বলেছেন: কি আর করা ।

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

েমেেঘলা আকাশ বলেছেন: হাহাহা...।আমিতো প্রথমে ভাবলাম কোন অনলাইন ম্যাগাজিন থেকে কাট পেস্ট মারছেন.।মজা লাগলো..।

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

শ।মসীর বলেছেন: :):)

নিজে একটু টেরাই দিলাম আর কি ;)

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

বাংলাদেশের আইডল বলেছেন: পারসোনাল বিষয়

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

শ।মসীর বলেছেন: তাইত ব্লগে দিলাম ।

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

কি যে হইল ভাইয়া অনন্ত আর বর্ষা কে দেইখা মনে হয়।

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

শ।মসীর বলেছেন: কি হইল ;)

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

আমি ইহতিব বলেছেন: আপনার ব্লগে এমন পোস্ট??? :|

মাজেজা বুঝলামনা ভাইয়া। (মাথা চুলকানোর ইমো জানি কোনটা?)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শ।মসীর বলেছেন: দুই জনরে খুব ভালা পাইতাম, মনটা খারাপ হইয়া গেছে তাদের এমন কান্ডে । পরে ভাবতেছি মিডিয়ার সবই কি এমন ত্যাড়াবেড়া নাকি , কেউ দেখি ভাল থাকতে পারেনা :(

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা.. চুকচুক

পম গানা গাইবে না আর ঘানা

ম্যানসিসটার ইউনির শিক্ষা জলে গেল...

অল হেভ লিসনিং পবলেম!!!

অংহকারীর পরিণতি!!! লেজেগুবরে!!!

সরি পম গানা তুমার দুষকে দুষকিত হইতে পারলাম না!!!!

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

শ।মসীর বলেছেন: :(

১৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মোঃমোজাম হক বলেছেন: :) ;)

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

শ।মসীর বলেছেন: :(:(

২০| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

সাইফ হাসনাত বলেছেন: এইসব নোংরা কাদা ছুড়াছুড়ি ভালো লাগেনা...

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

শ।মসীর বলেছেন: মিডিয়ার লোকজন এই সব ছাড়া মজা পায়না মনে হয়........।

২১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

শিপু ভাই বলেছেন:
অনন্ত বর্ষার এমন কিছু হলে আসলেই খুব কষ্ট পাব।

এটা যদিও ফান পোস্ট কিন্তু আমার কেন জানি ব্যাথা লাগছে!!!

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

শ।মসীর বলেছেন: লেখক বলেছেন: দুই জনরে খুব ভালা পাইতাম, মনটা খারাপ হইয়া গেছে তাদের এমন কান্ডে । পরে ভাবতেছি মিডিয়ার সবই কি এমন ত্যাড়াবেড়া নাকি , কেউ দেখি ভাল থাকতে পারেনা(

২২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

নায়করাজ বলেছেন: এত দিন যে এক সঙ্গে ছিল, এই তো বেশি। মিডিয়াতে সংসার না টেকার সব উপাদানই আছে।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

শ।মসীর বলেছেন: :(

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

s r jony বলেছেন: হে হে হে

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০

শ।মসীর বলেছেন: :)

২৪| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

চতুষ্কোণ বলেছেন: আমি আগেই সন্দ করছিলাম, এই সংসার টিকব না!

B-))

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

শ।মসীর বলেছেন: :(

২৫| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

হুমায়ুন তোরাব বলেছেন: boro loker kaj karbar,ami fokinni,ei tai valo.

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

শ।মসীর বলেছেন: ;)

২৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

দি সুফি বলেছেন: তলে তলে আরো কত কি যে দেখতে হবে!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

শ।মসীর বলেছেন: সেটাই

২৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

শায়েরী বলেছেন:  হে হে হে

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

শ।মসীর বলেছেন: হ হ হ

২৮| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

জুন বলেছেন: সত্যি কাহিনী শামসীর। একটুও মনে হয়না কল্পিত :)
+

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শ।মসীর বলেছেন: সংবাদিক হয়ে যাব ভাবছি ;)

২৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: স্যাটায়ার হৈলেও এমনটা ঘটতেই পারে!!!! :P

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শ।মসীর বলেছেন: :)

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

ঘুমন্ত আমি বলেছেন: টেলিফোনের একপর্যায়ে অনন্ত বর্ষার নাম উল্লেখ করে বলেন এই সুখ তোর কপালে সইবেনা কালনাগিনী !

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

শ।মসীর বলেছেন: :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.