নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৯
শ।মসীর বলেছেন: আমিও অনেক দিন পর.....তোরাও নাই, আগের সেদিন ও নাই ।
আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন ।
২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:২৮
ঘাসফুল বলেছেন: বাপজানকে দেখে ভালো লাগলো- প্রজাপতির মতো উইরা বেড়ায়...
চিত্র ব্যপক হইছে, চিত্রগ্রাহককে ধন্যবাদ।
১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৯
শ।মসীর বলেছেন: অনেক দিন পর, আছেন কেমন।
৩| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৬
নীল-দর্পণ বলেছেন: মাম্মার জন্যে অ্যাত্ত আদর
১৪ ই মে, ২০১৩ রাত ১:২০
শ।মসীর বলেছেন:
৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:১৭
মোঃমোজাম হক বলেছেন: দেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে এভাবে সবাইকে ছোট থেকেই পরিচিত করা উচিৎ।আপনাকে স্যালুট আঙ্কেলকে আদর।
আমিও ছুটিতে দেশে গিয়ে ছেলেমেয়ে নিয়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু এতো সুন্দর ছবি তুলতে পারিনাই।আপনাকে ধন্যবাদ।
১৪ ই মে, ২০১৩ রাত ১:২৩
শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা , দোয়া করবেন।
৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৩
আমিনুর রহমান বলেছেন:
অনেক সুন্দর +++
আলফী'র জন্য আদর ও শুভ কামনা রইল।
১৪ ই মে, ২০১৩ রাত ২:৫১
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৪ ই মে, ২০১৩ রাত ২:০৮
আমি তুমি আমরা বলেছেন: +++
১৪ ই মে, ২০১৩ রাত ২:৫৮
শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা
৭| ১৪ ই মে, ২০১৩ সকাল ৮:১১
মেহেদী_বিএনসিসি বলেছেন: সেই পুরথম থিক্কা দেখতাছি আপ্নার লগে আমার সব কিছু কাছা কাছি হইয়া যাইতাছে.......(বিয়া....আর নগদে পুলার বাপ হওয়া )। যাউগ্গা.....ভালোই লাগছে বাপজানরে.......আর বেশি ভালো লাগছে কারন.......গত বছর বৈদেশ আসার আগে পাঁচ বছর এই সৃতিসৌধের পাশেই থাকতাম......অখন ব্যাপক মিসাইতাছি
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
শ।মসীর বলেছেন: সেই পুরথম থিক্কা দেখতাছি আপ্নার লগে আমার সব কিছু কাছা কাছি হইয়া যাইতাছে...
আপনেরে ছাড়া আপনের এলাকা ঘুইরা আসলাম
৮| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৩
ঘাসফুল বলেছেন: বেশ ভালো আছি
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
শ।মসীর বলেছেন:
৯| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৬
বড় বিলাই বলেছেন: আলফীর হাঁটা আর নাচ দুটোই সুন্দর।
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
শ।মসীর বলেছেন:
১০| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আরজু পনি বলেছেন:
।।আমাদের তুই।। এর জন্যে অনেক আদর রইল।
১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯
শ।মসীর বলেছেন: শুভকামনা
১১| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০৫
আমিভূত বলেছেন: আমার ছেলেবেলার প্রতিটি বিকেল এই স্মৃতিসৌধে কেটেছে !
বাবুর জন্য দোয়া রইল ।
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৯
শ।মসীর বলেছেন: জটিল ব্যাপার.......সৌধ এর নানা রং দেখার সুযোগ হয়েছে আপনার।
১২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩
বোকামন বলেছেন:
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।
২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯
শ।মসীর বলেছেন: শুভ কামনা রইল।
১৩| ০১ লা জুন, ২০১৩ ভোর ৫:২০
ফারজুল আরেফিন বলেছেন: ভাতিজা তো দেখি বড় হয়ে গেছে।
পতাকার ছবিটা বেশি ভালো লাগলো।
+++++
০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৫১
শ।মসীর বলেছেন: আল্লাহর রহমতে বড় হচ্ছে ধীরে ধীরে........।
শুভকামনা।
১৪| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৭
টুম্পা সাড়া বলেছেন: bhaiya apnar ey post e amr akorshoniyo chobita chilo 2 shaliker vaggish 1 shalik er pic den nai ...dekhi diner sesh vag ta kemon jai D
০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩০
শ।মসীর বলেছেন: শালিক নিয়ে আমি মারাত্মক মানসিক সমস্যায় ভুগি
Click This Link
১৫| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:২০
শিপু ভাই বলেছেন:
দারুন!!!
আলফি বাবাতো এখন নিজের পায়ে দাড়িয়েছে!!! হাহাহাহাহ
আমার গর্ব, মহান মুক্তিযুদ্ধের স্মারক জাতীয় স্মৃতি সৌধের সাথে ওকে পরিচয় করিয়ে দেয়ায় অনেক সাধুবাদ!!!
শুভকামনা আপনার পরিবারের জন্য ভাই!!!
০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩
শ।মসীর বলেছেন: আপনার জন্যও সবসময়ই শুভকামনা ভাই । পিচ্চি বাবাটা কেমন আছে।
১৬| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন। বা'জানের জন্য আদর।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৭
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ। কেমন আছেন।
১৭| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
~মাইনাচ~ বলেছেন: sundirere shate arek shundor, mane baboti
++++++++++
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩
শ।মসীর বলেছেন:
১৮| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
চতুষ্কোণ বলেছেন: ভাতিজার নাচ তো পুরাই গ্যাংনাম স্টাইল
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
শ।মসীর বলেছেন: আরো কত স্টাইল যে আছে
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম ৷ আছেন কেমন?