নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

জাতীয় স্মৃতি সৌধে এক বিকেলে- আলফী'র প্রথম বাইরে হেঁটে বেড়ানো :)

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:১১

































































মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম ৷ আছেন কেমন?

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৯

শ।মসীর বলেছেন: আমিও অনেক দিন পর.....তোরাও নাই, আগের সেদিন ও নাই ।
আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন ।

২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

ঘাসফুল বলেছেন: বাপজানকে দেখে ভালো লাগলো- প্রজাপতির মতো উইরা বেড়ায়...



চিত্র ব্যপক হইছে, চিত্রগ্রাহককে ধন্যবাদ।

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৯

শ।মসীর বলেছেন: অনেক দিন পর, আছেন কেমন।

৩| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৬

নীল-দর্পণ বলেছেন: মাম্মার জন্যে অ্যাত্ত আদর :)

১৪ ই মে, ২০১৩ রাত ১:২০

শ।মসীর বলেছেন: :)

৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:১৭

মোঃমোজাম হক বলেছেন: দেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে এভাবে সবাইকে ছোট থেকেই পরিচিত করা উচিৎ।আপনাকে স্যালুট আঙ্কেলকে আদর। :)

আমিও ছুটিতে দেশে গিয়ে ছেলেমেয়ে নিয়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু এতো সুন্দর ছবি তুলতে পারিনাই।আপনাকে ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৩ রাত ১:২৩

শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা , দোয়া করবেন।

৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:

অনেক সুন্দর +++

আলফী'র জন্য আদর ও শুভ কামনা রইল।

১৪ ই মে, ২০১৩ রাত ২:৫১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৪ ই মে, ২০১৩ রাত ২:০৮

আমি তুমি আমরা বলেছেন: +++

১৪ ই মে, ২০১৩ রাত ২:৫৮

শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা

৭| ১৪ ই মে, ২০১৩ সকাল ৮:১১

মেহেদী_বিএনসিসি বলেছেন: সেই পুরথম থিক্কা দেখতাছি আপ্নার লগে আমার সব কিছু কাছা কাছি হইয়া যাইতাছে.......(বিয়া....আর নগদে পুলার বাপ হওয়া :P :P )। যাউগ্গা.....ভালোই লাগছে বাপজানরে.......আর বেশি ভালো লাগছে কারন.......গত বছর বৈদেশ আসার আগে পাঁচ বছর এই সৃতিসৌধের পাশেই থাকতাম......অখন ব্যাপক মিসাইতাছি :( :(

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শ।মসীর বলেছেন: সেই পুরথম থিক্কা দেখতাছি আপ্নার লগে আমার সব কিছু কাছা কাছি হইয়া যাইতাছে...:):)
আপনেরে ছাড়া আপনের এলাকা ঘুইরা আসলাম :)

৮| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৩

ঘাসফুল বলেছেন: বেশ ভালো আছি :)

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

শ।মসীর বলেছেন: :)

৯| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৬

বড় বিলাই বলেছেন: আলফীর হাঁটা আর নাচ দুটোই সুন্দর।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শ।মসীর বলেছেন: :):)

১০| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আরজু পনি বলেছেন:

।।আমাদের তুই।। এর জন্যে অনেক আদর রইল।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯

শ।মসীর বলেছেন: শুভকামনা

১১| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০৫

আমিভূত বলেছেন: আমার ছেলেবেলার প্রতিটি বিকেল এই স্মৃতিসৌধে কেটেছে !
বাবুর জন্য দোয়া রইল ।

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৯

শ।মসীর বলেছেন: জটিল ব্যাপার.......সৌধ এর নানা রং দেখার সুযোগ হয়েছে আপনার।

১২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

বোকামন বলেছেন:
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯

শ।মসীর বলেছেন: শুভ কামনা রইল।

১৩| ০১ লা জুন, ২০১৩ ভোর ৫:২০

ফারজুল আরেফিন বলেছেন: ভাতিজা তো দেখি বড় হয়ে গেছে। :)

পতাকার ছবিটা বেশি ভালো লাগলো।

+++++

০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৫১

শ।মসীর বলেছেন: আল্লাহর রহমতে বড় হচ্ছে ধীরে ধীরে........।

শুভকামনা।

১৪| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৭

টুম্পা সাড়া বলেছেন: bhaiya apnar ey post e amr akorshoniyo chobita chilo 2 shaliker vaggish 1 shalik er pic den nai ...dekhi diner sesh vag ta kemon jai D

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩০

শ।মসীর বলেছেন: শালিক নিয়ে আমি মারাত্মক মানসিক সমস্যায় ভুগি :(

Click This Link

১৫| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:২০

শিপু ভাই বলেছেন:
দারুন!!!

আলফি বাবাতো এখন নিজের পায়ে দাড়িয়েছে!!! হাহাহাহাহ

আমার গর্ব, মহান মুক্তিযুদ্ধের স্মারক জাতীয় স্মৃতি সৌধের সাথে ওকে পরিচয় করিয়ে দেয়ায় অনেক সাধুবাদ!!!


শুভকামনা আপনার পরিবারের জন্য ভাই!!! :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩

শ।মসীর বলেছেন: আপনার জন্যও সবসময়ই শুভকামনা ভাই । পিচ্চি বাবাটা কেমন আছে।

১৬| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন। বা'জানের জন্য আদর।

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৭

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ। কেমন আছেন।

১৭| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

~মাইনাচ~ বলেছেন: sundirere shate arek shundor, mane baboti




++++++++++

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩

শ।মসীর বলেছেন: :)

১৮| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

চতুষ্কোণ বলেছেন: ভাতিজার নাচ তো পুরাই গ্যাংনাম স্টাইল :)

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩

শ।মসীর বলেছেন: আরো কত স্টাইল যে আছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.