নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
মীর তকীকে নারী প্রেমের কবি বলা যায় সঙ্গতভাবে, তবে সে নারীপ্রেমর সুরের মধ্যে মারফতী তথা ঈশ্বর প্রেমের অনুরনন ও শোনা যায় । গালিব কে বলা হয় মুশকিল পছন্দ (দুরুহতা প্রিয়) কবি, তুলনায় মীর কে বলা হয় গম-পছন্দ (দুঃখ প্রিয়) কবি । মীরের জীবন বৃত্তান্ত যতটুকু পাওয়া যায় তার উতস হল ' জিক্র ই মীর' অথবা মীর চর্চা । মুহম্মদ তকী তার লেখন নাম কিংবা তখল্লুস হিসেবে বেছে নিয়েছিলেন শুধু মীর । তবে আরেক সুপরিচিত কবি মীর দর্দ থেকে পৃথক করার জন্য তাকে উল্লেখ করা হয় 'মীর তকী মীর' নামে ।
৩৬
যদি কোথাও পৌঁছে থাকো তাহলে যেনো সবাই খুদার দিকেই চলেছে
পথ যতই ভিন্ন হউকনা কেন গন্তব্য একই । ।
৩৭
সে যদি কখনও হাসিমুখে আসে, মনে হয় যেন বসন্ত এলো ধরায়
তার আগমনে যেন সকল ঋতুরই সমাগম । ।
৩৮
এসো আমরা পরষ্পরে আসক্ত থাকি চিরদিন
না যেন হারাই আগ্রহ , না আসে উদাসীনতা । ।
৩৯
শেষ পর্যন্ত তো হয়েই যাবে প্রেম ও কামনার মাঝে কিছু পার্থক্য
এখন তোমার মনটা পরীক্ষা করে নিতে প্রস্তুত । ।
৪০
তবু তার আসাতেই আমার যে কী কী গেল জানতে চেয়োনা,
আমার শান্তি ও ধৈর্য , শক্তি ও স্বাস্হ্য , যৌবন ও উদ্যম, আরো কত কী !
৪১
প্রত্যাখান তো মিলনের আকাঙ্খাকে বাড়িয়েই তোলে।
তোমার " না " শুনে কবেই বা আমার হৃদয়কে ফিরিয়ে নিই ?
৪২
কখনও সর্বক্ষনই কথা হতো কানে কানে, এখন একেবারেই কথা বন্ধ ।
এ ও এক কাল এসেছে, সেও এক যুগ ছিল ।
৪৩
প্রেমাস্পদের কাছে হৃদয় কত কি যে চায় !
প্রেমিকের প্রার্থনার কোন অন্ত নেই । ।
৪৪
তোমার মতন সহস্র মানুষকে তিনি আশা দিয়ে সর্বনাশ করেছেন,
এমন সরল বিশ্বাস রেখোনা যে এই যুগ তোমার বন্ধু । ।
৪৫
রুপসীদের জগত এক অপার রহস্য
তোমার এই রহস্যের সাগরে ডুব দেয়া দরকার। ।
৪৬
আমার বন্ধুর কেশদাম ও বয়ান যারা দেখেছেন
তাঁরা আর ফিরেও তাকান না সন্ধ্যা কি প্রভাতের দিকে । ।
৪৭
আহা জগতে যদি প্রেম না থাকত
এ যে না দেয় প্রেমিক কে অব্যাহতি না প্রেমাস্পদকে । ।
৪৮
বন্ধুত্বের হেরফেরে সবাই পড়ে, তুমিই প্রেমে পড়ে হলে ছন্নছাড়া,
মীর সাহেব একবার নিজের দিকে চেয়ে দেখো, ককি হাল হয়েছে তোমার। ।
৪৯
গোলাপ ফুলের সৌরভ, বুলবুলের করুণ গান
এবং আমার জীবন, হায় কী দ্রুত শেষ হয়ে গেল । ।
৫০
পরমায়ুর রবি অস্তগত প্রায়
যা করবার করে ফেল মীর, দিন অল্পই বাকি আছে । ।
৫১
অবস্হা তো এই যে দুঃখ থেকে আমার অব্যাহতি নেই,
অন্তর্দাহে হৃদয় এমন জ্বলছে যেন প্রদীপ । ।
৫২
কোথাও এখানে একটু দাঁড়াবার ঠাঁই পেলামনা
আমি যেন দুনিয়ার বাগিচায় প্রভমান একটি জলধারা । ।
৫৩
সেই বাঞ্চিত মুক্তাটি আর পেলাম না আমি
এমনি করে খুজে খুজেই মরলাম অবশেষে । ।
৫৪
এই ফাঁদে পড়া হৃদয়ের দরদী তো পেলামনা এখানে
এই বেদনা নিয়ে যাব তাঁর কাছে যিনি সব বেদনার অবসান ঘটান । ।
৫৫
হয় কাঁদলাম নয় কাঁদালাম-আমারতো এমনি করেই কাটল,
সুখী সহধুরীদের কথাই আলাদা । ।
৫৬
ফোসকা পড়ার কান্না এখন থেকেই ?
বন্ধু , দিল্লী এখনও যে অনেক দূর । ।
৫৭
প্রেমে তো আমি অপদার্থই সাব্যস্ত হলাম, কেউ এডিকে ফিরেও তাকাবেনা !
সে যদি চোখ তুলে চায় তাও তার সৌজন্য মাত্র । ।
৫৮
সব কাজেরও একটা শোভন রীতি আছে,
অপরাধ করবার জন্যও কুশলী হতে হয় । ।
৫৯
হায় উপদেস্টা বন্ধু, আমার হৃদয়ের সমস্যা তোমাকে আর কী বলব ?
তুমিত কারূর কেশজালের কুন্ডলীতে ধরা পরোনি । ।
৬০
হৃদয়ের চেয়ে ও সুন্দর প্রাসাদ কি কোথাও তৈরি হয় ?
একবার একটু চোখে দেখে নিয়ে তবে না হয় একে ধ্বংস করতে । ।
মীরের গজল থেকে -২
২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩২
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
২| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬
জামিনদার বলেছেন: অনুবাদ কি আপনার হাতের ভাই। সুন্দর মর্মকথা।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
শ।মসীর বলেছেন: আরে না, আমি আবার উর্দু জানি নাকি.......।
আবু সয়ীদ আইয়ুবের "মীরের গজল থেকে" ।
৩| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন কাজ করেছেন। দেশের বাইরে ছিলাম বলে মিস করেছিলাম। প্লাস। সোজা প্রিয়তে।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
শ।মসীর বলেছেন: আমিত মনে মনে ভাবছি- আপনি কেন দেখা দিচ্ছেন না
৪| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯
আিলমুল বলেছেন: ভালো হইছে মামা।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
শ।মসীর বলেছেন: থ্যাংকু ভাগিনা
৫| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
আিলমুল বলেছেন: তোমার মতন সহস্র মানুষকে তিনি আশা দিয়ে সর্বনাশ করেছেন,
এমন সরল বিশ্বাস রেখোনা যে এই যুগ তোমার বন্ধু ।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
শ।মসীর বলেছেন: কাজেই সাবধান
৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কথা গুলো তো দারুন!!!! ভালো লাগল পোষ্টটা।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
৭| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
বোকামন বলেছেন:
সালাম ভাই
৭ম ভালোলাগা।।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
শ।মসীর বলেছেন:
৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
আমি ইহতিব বলেছেন: গজল খুব ভালো লাগে কিন্তু ভাইয়া সময় স্বল্পতায় আগের পর্বগুলো পড়া হয়নি, তবে চিন্তা নেই আপনিতো আমার অনুসরণ লিস্টেই আছেন। গজলের পর্বগুলো এক এক করে পড়ব।
গোলাপ ফুলের সৌরভ, বুলবুলের করুণ গান
এবং আমার জীবন, হায় কী দ্রুত শেষ হয়ে গেল । ।
প্রেমাস্পদের কাছে হৃদয় কত কি যে চায় !
প্রেমিকের প্রার্থনার কোন অন্ত নেই । ।
এই দুটো দারুন লাগলো।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
শ।মসীর বলেছেন:
তোমার মতন সহস্র মানুষকে তিনি আশা দিয়ে সর্বনাশ করেছেন,
এমন সরল বিশ্বাস রেখোনা যে এই যুগ তোমার বন্ধু । ।
৯| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: দারুণ তো! গজল বেশ ভালোই লাগে শুনতে। ++++++
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
শ।মসীর বলেছেন:
১০| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই মীর সাহেব কোন দেশের, মীরাক্কেলের মীর নাতো আবার??
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
শ।মসীর বলেছেন: হা হা হা...।
১১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২
মাহমুদা সোনিয়া বলেছেন: lokta drun romantic chilo boja jay!
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪
শ।মসীর বলেছেন: প্রেমের কারনেইত এত লেখা...।দুনিয়ায় যা হয় সবই প্রেমের কারনেই
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++ রইল