নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

আমাদের সরকার কি আসলেই আমাদের ভোটে নির্বাচিত হন ??

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

আমাদের সরকার কি আসলেই আমাদের ভোটে নির্বাচিত হন ??



বেশ জোর গলায় মিডিয়ায় যে আলোচনাটা শোনা যায় তা হল জনগনই সকল ক্ষমতার উতস, ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের সরকার নির্বাচিত করেন। যে কাউকে চাইলে তারা ক্ষমতায় বসাতে বা ক্ষমতা থেকে দূর করে দিতে পারেন । এই কথা আমিও মানি ।



কিন্তু গত কিছুদিনের আমেরিকার রাষ্ট্রদূতের দৌড়ঝাপ দেখে আমি আসলেই দ্বিধান্বিত ।তিনি এক লাফে চলে গেলেন দিল্লী । মজীনা বুঝতে চেয়েছেন প্রতিবেশী বাংলাদেশের ‘ক্রান্তিকাল’ নিয়ে কী ভাবছে ভারত। কারণ, দুই দেশ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে।



আমরা জনগন কি চাই সেটাত মনে হচ্ছে আসলেই কোন ব্যাপারনা, তারা সমাধান দিলে কেবল মাত্র তাই হবে বলে মনে হচ্ছে । একটা সময় শুনতাম এই দেশে কে সরকারে যাবে সেটা ঠিক করেন বাইরের লোকজন, এই দৌড়ঝাপ দেখে এখনতো মনে হচ্ছে আসলেই তা ঠিক ।



আমেরিকা আর ভারত যদি বলে হাসিনাকে , আপনিই থাকবনে- তাহলে দেখা যাবে দুনিয়া উল্টিয়ে গেলেও তিনি তার কথায় অনড় থাকবেন, আর যদি তারা খালেদাকে আশ্বস্ত করেন যে আপনিই আমাদের চয়েজ- তাহলে দেখা যাবে সরকারকে নামানোর জন্য সব কিছুই করা হয়ে যাবে ।



দুই নেত্রী কি তবে বাইরের সিগনালের জন্যই অপেক্ষা করছেন ?? আমজনতার মূল্য আসলেই কতটুকু ??



এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে !!!! আমাদের ভোটের কি আসলেই কোন মূল্য আছে ??



prothom alo report



আপনার প্রতিক্রিয়া জানাতে এখানে জয়েন করতে পারেন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ঢাকাবাসী বলেছেন: প্রশ্নটা অনেক উঁচু মার্গের, আমার লেভেলের চাইতে অনেক উঁচু।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শ।মসীর বলেছেন: :(
তাইলে জানে কারা.........

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

এম ই জাভেদ বলেছেন: ব্যাপক ভাবনার বিষয়।

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শ।মসীর বলেছেন: ভাইবা জানান .....।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

টুরিস্ট আশরাফুল বলেছেন: আমার তো মনে হয়,কেউ হয় দাদাবাবুদের ইশারায় আর কেউ হয় আমেরিকার জেন্টালম্যানদের ইশারায় !! মাঝখান দিয়া পাবলিকের লগে ভোট ভোট লুকুচুরিখেলা !!

সত্যি দেশটা এখনো পরাধীনই রইয়া গেলো !!

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

শ।মসীর বলেছেন: সত্যি দেশটা এখনো পরাধীনই রইয়া গেলো !! :(

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নীরব দর্শক বলেছেন: ভোট আমরা দেই কিন্তু কথা শুনে বিদেশীদের.........

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

শ।মসীর বলেছেন: তাইত দেখি...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.