নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
আপনি মানেন আর না মানেন, জানেন আর না জানেন, মেয়রদের মুল কাজ হচ্ছে ময়লা পরিষ্কার, সাথে রাস্তার বাতি জ্বালানোটাও আছে। এর বাইরে আমি আসলে মেয়রদের তেমন কোন কাজ দেখিনা । অাপনের পানির জন্য যাইতে হবে ওয়াসার কাছে, গ্যাসের জন্য তিতাস আর বিদ্যুতের জন্য ডেসকো ডিপিডিসি, ঐসব জায়গায় ও সরকারের বসানো এক একজন রাশভারী প্রধান আছে, আপনার ভোটে নির্বাচিত মেয়রকে পাত্তা দেয়ার তার কোন বাঁধা ধরা নিয়ম নেই, তার ইচ্ছা হলে যেকোন জায়গায় খোঁড়াখুড়ি শুরু করার ক্ষমতাও আছে । তাই রাস্তার ওয়সার পাইপের মুখ বন্ধ করার জন্য মেয়রের কাছে যেয়ে কোন লাভ নেই । রাস্তার গাড়ি সুশৃংখল ভাবে চালানোর জন্য কোন ব্যবস্হা তার নেই, সিএনজির মিটারে চলাতো দূরের কথা ভাড়া ঠিক করার ও কোন ক্ষমতা তার নেই । প্লটের বেপারীও রাজউক- এমন ক্ষমতাবান মেয়র দিয়া আমরা কি করব !!! পুরা ঢাকায় ওয়াইফাই দিলেইকি জনজীবনে স্বস্তি আসবে ? আর এইসব মেয়র যদি হন বিরোধীদলের তো দরকার পরলে তারে গদিছাড়াও করে দিবে সরকার ।
তুলনামূলক কম জ্যামের একটা শহর, ভাল পাবলিক ট্রান্সপোর্ট, মিটারে চলা সিএনজি ট্যাক্সি, পরিচ্ছন্ন রাস্তাঘাট, হাঁটার যোগ্য ফুটপাত, ভেজালমুক্ত খাবার, গ্রহনযোগ্য বাড়ী ভাড়া, সুন্দর স্বাস্হ্যসেবা, খেলার মাঠ-পার্ক, নিরাপদে পথ চলার নিশ্চয়তা--- কে যে দিতে পারবে আমিও ঠিক জানিনা , এই মেয়ররা কেউ পারবেন বলে মনে হয়না !!! তাদের সেই ক্ষমতাই নেই ।
নগর পিতা নির্বাচন করছি না ময়লা (পরিষ্কার)বাবা নির্বাচন করছি সেটাই আসলে ভেবে দেখার বিষয় । যারা নগরপিতা হবার মাঠে আছেন তাদের কারোরই কি গত ৫ বছরে এমন কোন ট্র্যাক রেকর্ড আছে যেটা দিয়ে বুঝব তিনি আমাদের লোক, সেবা করার কোন মানসিকতা তার আছে !!!
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭
সাদাকালোরঙিন বলেছেন: ময়লা বাবা যদি অন্তত তার কাজটা ঠিক মতো করে তাহলেও অনেক উপকার হয়।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
তাপস কুমার দে বলেছেন: ময়লার মধ্যে তো মজা, ট্যাহ্যা
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
নতুন ভোর বলেছেন: real income from online job: ঘরে বসে আয় করুন.
(real income বলার কারণ হলো অনলাইনে ৯৫% সাইট ই ভুয়া। আমার কাছে ১৫০০ ভুয়া সাইট এর লিস্ট আছে। অত সব নাম না বলে এখানে রিয়াল সাইট গুলোর আলোচনা করা হলো।
* সতর্কতা: এখানে যে সাইট গুলোর নাম দেয়া হলো, Add দেখার সময় হাজার সাইট আসবে। আকরশনীয় ভাবে দেওয়া সে সব সাইটে join না করাই ভালো
। সময় ও টাকা দুই ই লস হয়
।
................. .... ......... ...... ......... ........ .....
★ অনলাইন জব ১ :
এই কাজ টি অন লাইন কপি পেস্ট জব….
সাইট দেখতে click করুনhttp://bit.ly/1IVwno1
* কিভাবে শুরু করবেন?
রেজিস্ট্রেশান করার জন্য "Register" বাটনে ক্লিক করুন"
রেজিস্ট্রেশান ফরমটি ফিলাপ করুনঃ
Username: আপনার পছন্দের একটি নাম লিখুন,
যে নামে আপনি অ্যাকাউন্ট টি পরিচালনা করতে চান
Password: আপনার পাসওয়ার্ড লিখুন
Password confirmation: আবার আপনার পাসওয়ার্ড লিখুন
Email:আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
Sex: Male/Female
Paypal/Payza Email: আবার আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
Paidverts এ কি ভাবে কাজ করনবেন?
আপনার ইমেল আর পাসওয়াড দিয়ে লগিন করুন,তারপর VIEW PAID AD এ যান এখানে BAP তে কিলিক করুন তিন টি লাইন আসবে কপি পেস্ট করুন,তারপর Procced to Advertises Website এ কিলিক করেন নতুন উনডো আসবে 30 সেকেন্ড অপেক্ষা করুন, কাপচা না বুঝলে account > setting এ যান। capcha mathoas change to solve media পালটিয়ে google করে দিন। এক্তা কাজ শেষ , এ ভাবে আপনি প্রতিদিন 16 টা BAP থেকে 16*25= 400 BAP পাবেন, আর এই BAP বিপরিতে আপনি Bonus Ad পাবেন সেটা আপনার ইনকাম,প্রথম দিকে আপনি ছোট মানে ad পাবেন যেমন-0.002, কিন্তু একটু ধরয্য দরে ad গুলু করেন যখণ আপনার Balance 1 dollar হবে সেটা দিয়ে আপনে 3100 BAP কিনতে পারবেন, আপনি পাবেন,1.5 dollar, এ ভাবে BAP কিনে আপনার ইনকাম বাড়ান আপনি এক কিলিক 200 ডলার পর্যন্ত পেতে পারেন।
* আপনার ইনকাম বাড়ান..
Paidverts হচ্ছে BAP এর কাজ আপনার BAP যত বেশি আপনার ইনকাম ততবেশি, আপনি বেশি Value ad পাবেন, so আপনার BAP বাড়ান,
BAP কিনতে পারবেন, 1 ডলার=3100 পাবেন, আর ইনকাম হবে 1.5 ডলার, so 50% লাভ।
খেয়াল করুন:
BAP Group 1 ........ 1600 to 12000
BAP Group 2 ........ 12000 to 24000
BAP Group 3 ........ 24k to 48k
BAP Group 4 ........ 48k to 96k
BAP Group 5 ........ 96k to 180k
BAP Group 6 ........ 180k to 360k
BAP Group 7 ........ 360k to 720k
BAP Group 8 ........ 720k to 1.5m
BAP Group 9 ........ 1.5m to 3m
BAP Group 10 ....... 3m to 6m
BAP Group 11 ....... 6m to 20m
BAP Group 12 ....... 20,000,000+
BAP Group 13 ....... 50,000,000+
BAP Group 14 ....... 100,000,000+
BAP Group 15 ....... 500,000,000+
প্রিয় ইউজার যারা আমাদের লিংকে Paidverts এ জয়েন্ট করছেন কিন্তু কিভাবে কাজ করবেন বুজতেছেন না তারা আমাদের সাথে য়োগাযোগ করতে পারেন,
বুজে শুনে কাজ করলে আপনি Paidverts থেকে মাসে 200-500 ডলার ইনকাম করতে পারবেন আপনার ঘরে বসে,
. এ আপনার 1600 BAP এর বেশি থাকলে ই আপনে বেশি value Ad পাবেন. আমার মতে ০০০৫. ০০০১. ০০০২ এইসব add গুল দেখে সময় নস্ট না করা ভাল। 1600 হলে আপনি ০১. ০২. ০৯. ১০. ১৫ এভাবে বারলে দেখবেন। তবে BAP প্রতিদিন দেখবেন। ক্যাপচা বুঝতে প্রবলেম হলে account > setting e giye solve media থেকে google করে দিতে পারেন।
।..................
★ অনলাইন জব ২ :
উপরের মত এরকম আরেকটি সাইট, সাইট দেখতে ক্লিক করুনlhttp://bit.ly/1aUIgQK
তবে এটিতে কপি পেস্ট নয়, add দেখে কাজ। পয়েন্ট যত বেশি add তত বেশি।
আরেকটি সাইট,
এই কাজ টি অন লাইন জাস্ট view add site.
সাইট দেখতে ক্লিক করুনlhttp://bitly.com/1IDVxuQ
কিভাবে কাজ করবেন
রেজিস্টার করে view add এ যান, ৩ টি রঙ এ add আসবে। সুধু প্রতিটি add এ একে একে কিক করবেন আর load > advertisment valid, you got 0.01 লেখা আসা পরজন্ত অপেক্ষা করুন। এই লেখা আসলে back করে এভাবে আরেকটা দেখুন। তীর আসলে যে তীর নিচের দিক আছে তাতে ক্লিক করুন।
0.6 হলে rent refarral নিতে পারবেন। এটা খুব দরকার। প্রথম ১১ দিনে আপনি ০,৬ পেলেন কিন্তু rent reffaral নেওয়ার পর তা ৭ দিনে পাবেন
আবার রেন্ট নিন।
এভাবে প্রতি সপ্তাহে নিন। direct reffaral এ ভাল ইনকাম নেই তাই দরকার নেই।
মনে রাখবেন ১০ জনের সবাই ক্লিক করবেনা। প্রতি ১০ জনে ৭ জন ক্লিক করলেও লাভ পাবেন। আর ১ জন জদি ৩ দিন ক্লিক না করে recycle করে পারেন। তাতে নতুন রেফার পাবেন। আর rr মেয়াদ শেষ হওয়ার আগে মেয়াদ বাড়িয়ে নিন। মেয়াদ বাড়াতে ও recycle করতে account > rent refarral এ গিয়ে ডান পাশে box [] এ ক্লিক করবেন।
আজ আর নয়। আর নয়। চোখ রাখুন পরবর্তী ব্লগ এ
।
★ কিভাবে Payment/টাকা পাবেন..?
www.payza.com এ সব সঠিক তথ্য দিয়ে register করুন আপনার পাসওয়ার্ড এবং পিন নম্বার সংরক্ষন করুন,
। ভেরিফাই করতে ঝামেলা মনে হলে verify লাগবেনা, একই ইমেইল পাস দিয়ে http://www.simplysendbd.payza.com এ লগিন করে টাকা উঠাতে পারবেন bkash, DBBL mobioe bank, any national bank account এ।। পায়জা নাম আর যেখানে টাকা নিবেন তার নাম একই হতে হবে, এবার আপনার job.account এ cashout Earnings option এ যান payza select করুন আপনা payza email টি দিন,বাস হয়ে গেলো,
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩
তপ্ত সীসা বলেছেন: ভালাই কইছেন।
খেয়াল রাইখেন, এই পরিস্কারের কামডাই জানি ঠিকমতন হয়। ময়লার গাড়িগুলার পিতা জানি যোগ্যলোকই হয়। নাইলে ময়লাও ময়লার যায়গাই থাইকা যাইবো রাস্তার অটল জ্যামের মতন।