নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
গতকাল মাঠে পাকিস্তান কে কলকাতার দাদা দিদি দের আদিখ্যেতার একটাই কারন , তারা জানে এই অঞ্চলে পারুক আর না পারুক তাদের কথার- কাজের উচিত/অনুচিত জবাব দেয়ার একমাত্র ক্ষমতা রাখে পাকিস্তান । শুধু বন্ধুতার জন্য না শত্রু হবার জন্যও একটা সমান সমান যোগ্যতা লাগে । পাকিদের সেটা আছে, আর তাই শক্তিশালী শত্রু হিসেবে তারা সন্মান পায় । আমরা না বন্ধু না শত্রু- সবখানেই ব্যর্থ , নতজানু বন্ধু/ শত্রু কারোরই ভাল লাগেনা , সেখানে জোশ আসেনা, উল্টো ঝামেলা প্রতীয়মান হয় । গ্রামের উঠতি ক্ষমতাবান -সব মাতবরেরই শত্রু, তার পক্ষে কেউ থাকেনা ।
আমাদের হিসেবটা তাই খুব সোজা, সবদিক দিয়ে ক্ষমতাবান না হলে কেউ গোনায় ধরবেনা । ভারত পাকিস্তান এই অঞ্চলের ভুস্বামী ভাবে নিজেদের, আপন দুই ভাই তারা, আর আমরা হচ্ছি সতভাই, যে অধিকার ছিনিয়ে নিয়ে বড় হচ্ছি । কাজেই হিসেবটা সোজা, আমাদের কি করতে হবে তাও পরিষ্কার । প্রশ্ন হচ্ছে আমরা সেটা করব কিনা , আমরা সেটা চাই কিনা , নতজানু না হয়ে ঘাড় উঁচিয়ে দাঁড়াব কিনা । ।
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত !
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯
শ।মসীর বলেছেন:
৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
আহসানের ব্লগ বলেছেন: ঘাড় উঁচু করে বাঁচুন ।
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
শ।মসীর বলেছেন: সেটাই.....।
৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
হাফিজ বিন শামসী বলেছেন: মনের কথাটাই বলেছেন। না শত্রু, না মিত্র হচ্ছে নিরামিষ পর্যায়ের।মূল্যহীন।হিসেবের বাহিরে।
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২
শ।মসীর বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
কাঠফুল বলেছেন: বলেছেন দারুণ! ”শুধু বন্ধুতার জন্য না শত্রু হবার জন্যও একটা সমান সমান যোগ্যতা লাগে “। আমরা তো কোনোটাই হতে পারি নাই। যে বন্ধুত্বের কথা প্রচার করা হয় তার চেয়ে বরং উপযুক্ত শত্রু হতে পারাটাও অনেক ভালো ছিলো..
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: অভিনন্দন!