নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
কর্ণফুলীর মোহনা- আমার অনেক পছন্দের একটা জায়গা । নেভাল এর এই জায়গায় বসে দিগন্ত বিস্তৃত সাগর দেখার অন্যরকম একটা মজা ছিল । গত কয়েকবছর ধরে এই আনন্দটা নস্ট করে দিচ্ছে লাইটার জাহাজগুলো । দল বেঁধে তারা ঠিক মোহনার জায়গাটাতে পার্ক করে থাকে , পোর্টের ক্ষমতাবান সৌন্দর্যপিয়াসী কেউ যদি এই ব্যাপারটা লক্ষ্য করে জাহাজগুলোকে আরো ভেতরে পার্ক করতে বলত......
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
শ।মসীর বলেছেন:
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯
রাজসোহান বলেছেন: কেমন আছেন শামসীর ভাই?
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
শ।মসীর বলেছেন: আছি ভালোই, তোমার খবর কি....
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
ফারিহা নোভা বলেছেন: আসলেই দেখার কেউ নেই।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
শ।মসীর বলেছেন: আমাদের কপাল..কি আর করা । ।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাল বলেছেন, ২০১৪তে গিয়ে অনেক চেষ্টা করেও একটা জাহাজবিহীন ছবি তুলতে পারি নাই।
আমার মনে হয়, পর্যটন কর্পোরেশন পর্যটকদের জাহাজ দেখা এবং ছবি তোলার জন্য অনুরোধ করেছে জাহাজ মালিকদের
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
শ।মসীর বলেছেন: হতে পারে
৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
আমি তুমি আমরা বলেছেন: আহ, কর্ণফুলী, জাহাজ ছাড়া কখনো দেখলাম না।
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
শ।মসীর বলেছেন: আমি অনেকবার দেখেছি.........
৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১
বোকামানুষ বলেছেন:
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
শ।মসীর বলেছেন:
৭| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
হাফিজ বিন শামসী বলেছেন: কর্ণফুলী দেখার সৌভাগ্য আমার হয়নি।তবে 'কর্ণফুলীরে তোরে সাক্ষী রাইখারে......' গানটা বেশ ভাল লাগে। গানটা শুনলে চোখের সামনে সুন্দর মায়াবী একটা দৃশ্য ভেসে আসে। যাকে নিয়ে গানটা এত ভাল লাগে নিশ্চয় সেও অনেক সৌন্দর্যময়।
আজকাল আমরা এমন হয়ে গেছি যে, নিজেদের জীবনটাকে বিলাসবহুল করতে গিয়ে নিজেরাই নিজেদের গলা টিপে ধরছি।
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
শ।মসীর বলেছেন: অনেক সুন্দর একটা নদী । বিশেষ করে যখন পাহাড়ের মাঝ দিয়ে এটা বয়ে চলে....
৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23
অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।
ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।
৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
এহসান সাবির বলেছেন: দারুন শেয়ার।
শুভেচ্ছা ভাই।
১০| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
আমি এ আর বলছি বলেছেন: ভাল লাগলো
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
১১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
১২| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: সচেতন নয় কেউ।
কেমন আছেন?
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
শ।মসীর বলেছেন: এইত ভাই চলছে জীবন, জীবনের নিয়মে
আপনি কেমন আছেন ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: কে দেখবে বলেন এই সব।দেখার কেউ নেই।