নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
তুরস্কে সেনা ক্যু এর খবরে কাল রাত থেকে একটু টেনশনে পরে গেছিলাম । ছেলের জন্য যেসব ডায়াপার কিনি তার বেশীরভাগ ই মেড ইন তুরস্ক, ক্যু সফল হইলে নানা নিষেধাজ্ঞার কারনে হয়ত ডায়াপারের সাপ্লাই এ স্বল্পতা হলে দাম বেড়ে যাবার সম্ভাবনা ছিল !!! এই যাত্রায় বাঁচা গেল ।
এই মুহুর্তে দেশের সবচেয়ে বুদ্ধীমান প্রাণী মনে হইতেছে সুন্দরবনের বনদস্যুদের । তারা আসল বাস্তবতা বুঝে গেছে । ছয়দিন সুন্দরবনে থেকেও যেহেতু সেখানে কোন বাঘ দেখি নাই, সো বনে বাঘ আছে কিনা এই নিয়ে আমার ডাউট আছে । যা আছে তা হল নানারকম গাছ । রামপাল হইলে এই বনও থাকবেনা, দস্যুদের জীবিকা নিয়াও সমস্যা হবে । সময় থাকতে তাই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পন করছে একে একে ।
এইটা আমাদের জন্যও লার্ণিং । সময় থাকতে স্বাভাবিক জীবনকে বেছে নিন !!!
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪
শ।মসীর বলেছেন: দস্যুদের কাছ থেকে বুদ্ধী নিতে হবে......
২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭
৪০৪ পাওয়া যায় নি বলেছেন: আত্মসমর্পণকারী বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে চাই সরকারের তড়িত উদ্যোগ। তা না হলে হতাশা থেকে আবার পুরোনো পেশায় ফিরে যাবার প্রবণতা সৃষ্টি হবে।
৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৬
আমি তুমি আমরা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: জীবনের তো কোন গ্যারান্টি নাই, স্বাভাবিক থাকবো কিভাবে।