নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
আলফী সাকিবের মোটামুটি বিশাল ভক্ত, যার ফলে সে ডানহাতি হয়েও বাম হাতে ব্যাটিং করে । ফলো করার লেভেল দেখে আমি একটু চমকে গেলাম। টি২০ পুরষ্কার বিতরনের সময় সাকিব চেকের কার্ডটা একজনের হাতে দিতে গিয়েও সেটা কিছুটা ছুড়ে দিয়ে সাক্ষাতকার দিতে গেল । আর পরে মাশরাফি কার্ডটা আরেকজনের হাতে দিয়ে তারপর গেল সাক্ষাতকার দিতে । ছেলে তখনই আমার কাছে জানতে চাইল বাবা সাকিব পুরষ্কার ফেলে দিয়ে গেল আর মাশরাফি হাতে দিয়ে গেল কেন । আমি হালকার উপর দিয়ে বোঝাতে চাইলাম সাকিব মনে হয় খেয়াল করে নাই...............
বাসার ড্রেসিং টেবিলের উপর একটা ৫০ টাকার নোট দুই টুকরা হয়ে পড়ে আছে । কালকে ছেলের মা বলল ছেলে নাকি আরেকটা টাকাও এমন করে ছিড়ে ফেলেছে । কিছুক্ষন পর ছেলে এসে জানতে চাইল বাবা টাকা ভাংতি করা মানে কি ? আমি বোঝানোর চেস্টা করলাম................................কি বুঝছে জানিনা, সে রিপ্লাই দিল আমিত ভাবছিলাম টাকা ভাংতি করা মানে টাকা দুই টুকরা করে ছিড়ে ফেলা !!!!!!!
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭
শ।মসীর বলেছেন: আছি ভাই চলে যাচ্ছে । আপনি কেমন আছেন । ব্লগিংটা আর করা হয়ে উঠেনা
২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯
বিজন রয় বলেছেন: কেন ব্লগিং করা হয়ে উঠছে না কেন? সময়ের অভাব?
চাইলেই একটু তো করা যায়।
আসুন, আসুন, আপনি অনেক পুরানো ব্লগার!!
যাবেন না।
১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪
শ।মসীর বলেছেন: যাই নাই ত
একটু সময় পেলেই চলে আসি !!!
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১
অতঃপর হৃদয় বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮
শ।মসীর বলেছেন:
৪| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
ধ্রুবক আলো বলেছেন: বাচ্চাদের মন তো, এইজন্যই খুব আদর করে ভালো ভাবে বুঝতে হয়।
লেখাটা খুব ভালো লাগলো। +
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯
শ।মসীর বলেছেন: ধন্যবাদ ।
৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৭
অগ্নি সারথি বলেছেন: শ।মসীর কেমন আছেন? অনেক দিন পর দেখলাম।
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯
শ।মসীর বলেছেন: অনেক দিন পর । আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ।
হুমম অনেক দিন পর মাঝে মাঝে আসি
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
বিজন রয় বলেছেন: হা হা হা ............. শিশুরা তো এমন অনেক কিছুই করে!!
তা আপনি কেমন আছেন?
শুভকামনা রইল।