নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
ঢাকা শহরের যানজট নিরসনে তিন চার লেনের এই রাস্তার কনসেপ্ট বাদ দিয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদা লেন প্রবর্তন দরকার, লেন গুলো শক্ত ফেন্স দিয়ে আলাদা করা থাকবে। বাস বাধ্য হয়ে তার সিঙ্গেল লাইনে চলবে, রিক্সা তার লাইনে, কার-মাইক্রো তার লাইনে। সবসময় চলতে হবে কোন ওভারটেকের সুযোগ থাকবেনা সিঙ্গেল লেনে। নরমাল এখনকার কনসেপ্টের চেয়ে নিশ্চিত ভাবে আরো আগে গন্তব্যে যাওয়া যাবে , কেউ কারো রোড ব্লক করতে পারবেনা, উল্টা চলাচলও বন্ধ হবে, সবাই নির্দিষ্ট জায়গা ছাড়া থামতে কিংবা ইউটার্ন ও নিতে পারবেনা ।
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শ।মসীর বলেছেন: লেন একদমই ছোটত আর হবেনা , পাশ কাটাইয়া যাবার সুযোগ থাকবে সেই সাথে উদ্ধার করার দ্রুত ব্যবস্হাও রাখতে হবে । সাময়িক সমস্যা তৈরি করলেও ঐ জ্যামের চেয়ে আগে যাওয়া যাবে। এই হার নিশ্চয় খুব বেশী ও হবেনা ।
২| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
ট্রাম চালুন করলে ঢাকার সমস্যা কমবে।
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শ।মসীর বলেছেন: ট্রেন লাইন সিস্টেম ছাড়া আর উপায় নেই ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
অদৃশ্য প্রতিভা বলেছেন: ঢাকা কে বিকেন্দ্রীকরণ ই হবে যথাযথ পদক্ষেপ!
সেন্ট্রালাইজড হওয়াই আজকের এ দুর্দশাগুলোর কারণ!
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীন, জাপান কে দিয়ে দিলে বিদ্যমান পরিস্থিতিতেই যানজট নিরসন সম্ভব। আমাদের এত সময় কই? আমরা তো টক শো নিয়ে ব্যস্ত থাকি। রিক্সা বন্ধ করতে ভয় পাই। রিক্সাওয়ালাদের পুনর্বাসন করলেই হয়। সিটি বাস নামাতে ভয় পাই...
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর নিকৃস্টতম শহরের মহা অদক্ষ অকর্মন্য মানুষ দিয়ে এসব জীবনেও হবেনা! এদেশে মানুষ আইন না মানাকেই আইন হিসেবে নেয়!
৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৫
আলআমিন১২৩ বলেছেন: এদেশে মানুষ আইন না মানাকেই আইন হিসেবে নেয়।কথাটা সঠিক। যারা মানতে আগ্রহী তাদেরকে দুবল বলে গন্য করা হয়।
৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬
ধুতরার ফুল বলেছেন: ঢাকা থেকে মানুষের চাপ অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। বিকেন্দ্রিকরন ছাড়া আর কোনো উপায় নাই।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: কোনো কিছুতেই লাভ হবে না। সব হলো চোর।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
শ।মসীর বলেছেন: আসল সমস্যাতো ঐখানে
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
পদ্মপুকুর বলেছেন: আরেকটা ব্যাপার, আমাদের দেশের জন্য মনে হয় গণতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্রই বেশি উপযোগী। গণতন্ত্রের নাম করেই যাবতীয় অন্যায়, চুরি, দুর্নীতিগুলো হচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
কলাবাগান১ বলেছেন: আর সামনে কোন এক্সিডেন্ট আর গাড়ী নস্ট হলে, জ্যাম সরাবেন কিভাবে?