নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক খ গ

শামসুদ্দীন হাবিব

আমি অতি সাধারন একজন মানুষ,নিজকে নিয়ে খুব বেশি প্রত্যাশা নাই।পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার,একসময় নাটকে ক্যামেরার পেছনে কাজ করেছি।টুকটাক লেখালেখি করি।হাসতে ভালোবাসি,ভালোবাসি হাসাতে।এই তো।

শামসুদ্দীন হাবিব › বিস্তারিত পোস্টঃ

শুয়োরের বাচ্চাদের স্বর্গরাজ্য

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

আমাদের এই বাসভূমে,অগনিত শুয়োরের বাস
শুধু শুয়োর নয়, বুনো শুয়োর।
ব্যভিচার থেকে শুরু করে;মানবতার জীভ ধরে টানাটানি
গনতন্ত্রের পশ্চাদ্দেশ মেরে চলেছে প্রতিনিয়ত।
যুদ্ধের পরে যুদ্ধ,শেষ হবার নয় কোনকালে।
আমাদের পরিচিত শুয়োরেরা আজকাল
হিংস্র হয়ে উঠছে বেশী পরিমানে;
উলংগ করে দিচ্ছে মাতৃকার সম্ভ্রম।
পত্রিকার পাতায় উৎকণ্ঠায় ঠাসা খবর,
একের পর এক-
শুয়োরের বাচ্চারা বেশ্যা বানায় “মা” কে।
সরকারী সব পোষ্য শুয়োরেরা
বুনো হিংস্রতায় তল্লাটে তল্লাটে পাপাচার করে
রক্তাক্ত করে ফেলে জাতির মাথা ও দেহসর্বসঃকে।
বিরোধী আর সরকারী দলের লজ্জাহীন পোন্দাপুন্দী।
সাধারন মানুষের পশ্চাদ্দেশ দিয়ে রক্ত ঝড়ে অবিরত,
শুয়োরের বাচ্চারা একবার এসে দেখে যা
আমরা কতটুকু ভালো আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.