![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ীর দেয়াল কাঁটাতার দিয়ে ঘিড়ে ইলেক্ট্রিফাইড করে রাখলে তাতে ধরা পরে মৃত্যূ বা মৃত্যূ যন্ত্রনা, হয়তো এমন কাঁটায় পরে মৃত্যূর চেয়ে শ্রেয় ! কি ভয়াবহ আর হিংস্র উপায় !!
যে মানুষরূপী পিশাচ দৈনিক বাংলা এলাকায় এমন কান্ড ঘটালো; তাকে বাধা দেয়ার মতো মানুষ; এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী কারও নজরে এলোনা ?? মানবতার বিষয় বাদ দেই; আইনের দৃষ্টিতেও কি এমন নিরাপত্তা বেষ্টনী বৈধ ??
২| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৭
জনারণ্যে একজন বলেছেন: @ চেঙ্গিস ওরফে চাঁদ ওরফে সোনা, ঘরে বউয়ের সাথে ঝগড়া করে এখানে এসে মন্তব্য করার দরকার নেই।
চুপসানো পশ্চাৎদেশে আপনার বৌয়ের দেয়া লাথি অম্লানবদনে সহ্য করে এখানে এসে ঝাল ঝাড়বেন, এবং অন্যরা তা সহ্য করবে, তা ভাবেন কিভাবে!
ভালো পোস্ট এটা। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য, কচি।
৩| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: !
৪| ৩১ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৫৬
সামছুল আলম কচি বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
চেংগিস খান বলেছেন:
লেখা দেখে বুঝা যায় যে, সরকারী চাকুরী করতেন! লেখার কোন ছিরি নেই।