![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জালিম রাজনীতিবিদদের ক্ষমতা পাকাপোক্ত এবং দীর্ঘকাল ধরে রাখার জন্য বিশ্বব্যাপী জালিম ও জালিমদের বংশধর-অনুসারী'রা এক পেট হয়ে বিশেষত: নিরীহ-নিরপরাধ মুসলমানদের উপর নির্মম নির্যাতন এবং হাজার হাজার নির্দোষ মুসলিম নর-নারী হত্যা এবং লক্ষ লক্ষ মুসলমান-কে গৃহহীন করেছে ! শুধুমাত্র ফিলিস্তিন-গাজায়, ইসরায়েল-আমেরিকান খুনীরা ৭ অক্টোবর'২০২৩ থেকে এ পর্যন্ত ৫০ হাজার মানুষ হত্যা করেছে !! ১৭ জানুয়ারী'২০২৫ এ যুদ্ধবিরতির পর গাজাবাসী যখন একটু স্বস্তি নিয়ে তাদের ধ্ংসস্তুপ বাসস্থানগুলোয় ফিরছিল; বিশ্বাস হন্তাকারী ইসরাইল আমেরিকার প্রত্যক্ষ মদদে চুক্তি ভঙ্গ করে আবারও হায়েনার মত গাজাবাসীর উপর ঝাপিয়ে পরে ! আবারও মৃত্যূর মিছিলে সামিল হয় নিরপরাধ শত শত ফিলিস্তিনী ! আসলেই তো সুদূর অতীত থেকে ইহুদী-খ্রীস্টান-নাসারাদের ওয়াদা ভঙ্গের এমন নজীর ভুরি ভুরি আছে !! আসলেই ইহুদী-খ্রীস্টান-নাসারা'রা পূর্ব পরিকল্পিতভাবেই এমনটি করেছে। যুদ্ধ বিরতিতে ফিলিস্তিনি'রা ঘরে ফিরবে। তারপর আবারও ওরা চালাবে হত্যাযজ্ঞ !! আমেরিকা খুনী; তা উল্লেখের কারন ব্যাখ্যা করা প্রয়োজন মনে করিনা। সাজানো অনেক যুদ্ধে সব স-ব খুনের সাথে ওরা সরাসরি জড়িত কিংবা মদতদাতা !!
আচ্ছা পৃথিবী জুড়ে মানবতার প্রতি (মুসলমানদের নাম বাদই রাখি) যে সব অন্যায়-অবিচার সংগঠিত হচ্ছে; নিরীহ-নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে - তার বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়া-পত্রপত্রিকাগুলোর ভুমিকা কী ?? দু'একটা পত্রিকা-মিডিয়া হাউজ একটু আকটু লিড নিউজ করলেও বাকীগুলো সব গর্তে মুখ লুকিয়ে রাখে কেন !! এদের তো দেখলাম না ব্যানার হাতে রাস্তায় নেমে কোনও অন্যায়ের বিরুদ্ধে একটু প্রতিবাদ করতে !! সব মিডিয়ার খবর কপি আর পেস্ট, কপি আর পেস্ট ; ভিডিও গুলোও একই। আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের দেশের এসব প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার বিদেশী কোনও পেশাদার সংবাদ প্রতিনিধি নেই !! হঠাৎ-সঠাৎ কোনও দেশে কোনও ঘটনা ঘটলে কাউকে মাইক ধরিয়ে দেয়; সে ব্রডকাস্ট করতে থাকে ত-ব ত-ব করে !! লাইভ টেলিকাস্ট তো না-ইই !! তারপরও কি হামবরা ভাব !!!
কোন্ কোন্ ক্রাইটেরিয়া ফুলফিল করলে অন লাইন প্রিন্ট বা নিউজ মিডিয়া খোলা যাবে আর তা কি এদের মালিকেরা পরিপালন করে কি-না, সে সব কে দেখে ?? খবর প্রচারের সাথে সাথে সঠিক শব্দের প্রয়োগ, দেশপ্রেম আর সার্বভৌমত্বের নীতি অনুসৃত হয় কি-না, তা-ই বা দেখার দায়িত্ব কার ??!! প্রিন্ট-নিউজ মিডিয়া সেন্টার তো স্কুলে; যেমন খুশী তেমন সাজো'র জায়গা নয় !!
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৭
সামছুল আলম কচি বলেছেন: অনেক ধন্যবাদ। এটা আসলে ১৯ মার্চ থেকে কার্যকর হয়েছে।
২| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: কয়েকজন চাটুকারের নাম বলুন?
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১০
করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন। ১৭ ই জানুয়ারী নাকি মার্চ হবে?