নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

সু-শীল (ভালো নাপিত)

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১০

বুঝে না কিছু; ওল-কে বলে লিচু !!!
৩৯,৮৭৪ জন ছাত্র-ছাত্রী মধ্যে প্রায় ৭৮% অর্থাৎ ৩১,১০১ ছাত্র-ছাত্রী ডাকসু নির্বাচন'২০২৫ এ ভোট দিয়েছে; ছাত্র শিবির প্যানেল জিতেছে। ভুত-পেত্নী'রা কী ওদের ভোট দিলো ??
ছাত্র শিবিরের এ বিজয়ে চেতনাবাজ, ব্লক হেডেড, তল্পীবাহক কবি-লেখক-সাহিত্যিক-শিল্পী (নিজে নিজে) যেন আকাশ থেকে পরলো; তারা অসুস্থ্য হয়ে যাচ্ছে; জাত চলে গেল !!?? কেন শিবিরের এ উত্থান, তা নিয়ে চিন্তা বা গবেষনা নয়; গবেটের দল আন্তাজে উল্টাপাল্টা মন্তব্য করছে।
এদেশে বাম শ্রেণীর দল আর নিম্নমানের মিডিয়াগুলো (৯৯ ভাগই খুনীদের দোসর, লুটেরাদের পা চাটা আর মুক্তিযুদ্ধের চেতনার ফেরীওয়ালা) কখনও সুস্থ্য ও সুন্দর এবং অহিংস বাংলাদেশ দেখতে চায়না। এরা প্রকৃতই ব্লক হেডেড এবং চরম অপরাধীও বটে !!
বর্তমানে বিএনপি'র সিনিয়র নেতাদের মুখের ভাষা এতটাই কদর্যতাপূর্ণ; সাধারন জনগন ওদের নিয়ে কি ভাবে; তা তারা জানে না। ডাকসুর নির্বাচনের এ ফলাফল ওদের ঘারে রদ্দা মেরে দিয়েছে।
আপনারা যেন রাজার পুত্র !! এসি রুমে বসে গরমে ঠান্ডা হাওয়া খাবেন, ঠান্ডায় গরম বাতাস, পার্কে ঘুরবেন, ভিডিও কনফারেন্স করে ফরমান জারী করবেন- এদেশের দরিদ্র বাবা-মা'র সন্তান, দরিদ্র জনতা বুলেটের সামনে দাড়িয়ে নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে খুনীদের হটিয়ে আপনাকে এ দেশের লর্ড অব দি লর্ড বানাবে- তেমনটি কেন হবে ??!! জনতার রক্ত পায়ে মাড়িয়ে আপনারা সিংহাসনে বসবেন !! কি মজা; আহ কি মহা মজা !!! কতটা নির্লজ্জ ও স্বার্থপর হলে একজন নেতা এমনটা পারে !!!
জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইতে খলীল জীবরান (ভূবন বিজয়ী শিল্পী, লতা মঙ্গেশকর এর প্রিয় লেখক) এর সন্তারদের নিয়ে লেখা অত্যন্ত চমৎকার একটা কবিতার রেফারেন্স আছে (তোমাদের সন্তানেরা); সময় থাকলে পড়তে পারেন !! আর কিছু না হলেও নিজের সন্তান-সন্তুতি নিয়ে টেনশন কমে যাবে; সন্তানদের মানসিকতা বুঝে সঠিক গাইডলাইন দিতে পারবেন।
আগামীর বাংলাদেশে; যোগ্যতাহীন নপুংস নয়; দেশপ্রেমিক, সাহসী, যোগ্য নেতৃত্বই বেশী প্রয়োজন !!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪

ঢাবিয়ান বলেছেন: চেতনা ব্যবসায় পার্মেনেন্টলি সিল মেরে দিয়েছে ঢাবিয়ানরা। আবিদ ও ছাত্রদলের গুন্ডা পান্ডারা যে ধরনের আচরন গতকাল করেছে , তা ক্যম্পাসের সেই পুরাতন ক্যডারভিত্তিক কুৎসিত ছাত্র রাজনীতিকেই স্মরন করিয়ে দেয়। ঢাবিয়ানরা বুঝিয়ে দিয়েছে যে, সেই সব দিন এখন অতীত।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সু-শীলরা কি নিম্নাঙ্গের লোম কাটে?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান??

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬

কামাল১৮ বলেছেন: এই সরকারের অধিনে নির্বাচন হলে জামাত পাশ করবে।এটা বিএনপির বুঝতে সময় লাগবে।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইতিহাসের ওলোটপালোট। অনেকেরই পিত্তি জ্বলছে! ভোটাররা নির্বাচিত করলে তাদের পিত্তি জ্বলার কারণ কী?

আসল কথা হলো ডাকসু দেশে উন্নয়নে কোন ভুমিকা রাখতে পারেনা হুদায় একটা ব্যবস্থা, আমার পছন্দ না।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি লিখেছেন আপনি নিজেই জানেন না । শিবিরের মুখের ভাষা বিএনপির যে কোনো নেতার চেয়ে ১০০ গুণ খারাপ। যাই হউক ঢাবির পোলাপান যাদের ভোট দিয়েছে তারাই হয়েছে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@বাগছাস এর কি খবর ? আপনি তো চেয়েছেন ভিপি সাদেক কায়েম না হোক, :)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০

কলাবাগান১ বলেছেন: যারা ছুপা জামাতি তারা মুখে মুখে শুধু বলে বাগছাস এর সর্মথক কিন্তু তলে তলে....

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ক্ষমতার প্রতি তারেক চোরার অতি লোভের মাশুল দিলো ছাত্রদল। ছাত্রলীগ নাই, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে ছাত্রদল একটা পদও পায় নাই.............ভাবা যায়? এবার ছাত্ররা জবাব দিলো, ফেব্রুয়ারীতে ছাত্র-জনতা একসাথে জবাব দিবে। তবুও তারেক চোরা আর বিএনপি'র বুইড়া খাটাশ নেতাগুলার লজ্জা হবে না। আকাশে উড়তেছিলো, মাটিতে নামানোর প্রক্রিয়া মাত্র শুরু!!!!!! =p~

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: সু-শীলরা কি নিম্নাঙ্গের লোম কাটে?
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান??

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: ঢাবিয়ান আপনি জামাতী না বিএনপি?

আর লেখক আপনি কি লেখেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.