নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

ফুল ও পুরুষ

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০০

ফুলেরা নয়;
প্রজাপতি,
মৌমাছি,
কীট-পতঙ্গেরা-ই,
ছুটে যায় ফোটা ফুলের দিকে !
রমণী’রাও ছুটে !
পুরুষেরা কী কম ছুটে ?
তা কেন ?
মালিরা সব তো পুরুষরা-ই হয়
তবে, সুন্দরের সৃজনে-
পুরুষরা-ই কী দাবীদার বেশী ?
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
সে সত্য কেবল ফুলেরা-ই জানে !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



বাড়বকুন্ডের কেমিক্যাল ফ্যাক্টরী ও পেয়ারা খেয়ে কবিতা লিখছেন? ভালো!

কেমিক্যালের বিল্ডিংগুলো ও জমিগুলো এখন কার দখলে আছে?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭

সামছুল আলম কচি বলেছেন: জেনারেশন একাত্তর; লুটপাট শ্রেণীর লোকেরাই নিজের আসল ছবি না দিয়ে, নিজের নাম হাইড করে সামহোয়ারইনব্লগ-এ লিখে; কিন্তু এটা সামহোয়ারইনব্লগ কি করে এ্যাপ্রুভ করে জানিনা !!!
দেখেছি; একাত্তর জেনারেশন’রা ৭১ থেকে ১৯৭৪/৭৫ সাল পর্যন্ত জোর-জুলুম করে পাবলিকের রেশন চুরি/ব্ল্যাক মার্কেটে বিক্রি করে খেত !! পরে তাদের খুবই করুন অবস্থা হতে দেখেছি। আর ওই প্রজন্ম, ৭১, মুক্তিযুদ্ধের দোহাই, রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এ ..াল আর মানুষ খায় না !!!
৫ আগস্ট’২০২৪ পরবর্তী প্রমাণ যা কিছু মিলেছে, তাতে দেখা গেছে; মুক্তিযুদ্ধের/একাত্তরের চেতনাবাজ’রা-ই এ দেশের সবচেয়ে বেশী ক্ষতি করেছে !! ২২৯ বিলিয়ন ডলার ১৫ বছরে দেশ থেকে চুরি/লুটপাট করে বিদেশে নিয়েছে !!
এ বর্ণচোরার মন্তব্যে সিসিসি নিয়ে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমন করা হয় !! পয়সা দিয়ে কিনে পেয়ারা খেয়েছি; জেনারেশন একাত্তরদের মতো মাগনা/চুরি করে নয়।
সিসিসি-তে সম্ভবত আপনি কি ছিলেন জানিনা; তবে ওয়ার্কার বা জুনিয়র লেভেল হয়তো।
সিসিসি বন্ধের কারন কি ছিলো তা আমি বল্লে, বিসিআইসি’র অনেক সিনিয়রের ঘুম এখন হারাম হয়ে যাবে !!! সিসিসি বন্ধের কারন উদঘাটনের জন্য অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছিল; কিন্তু আশ্চর্যের ব্যাপার- কোনও কমিটিই প্রশাসনের কারও কোনও মন্তব্য শুনতে/জানতে চায়নি !!! শুধু এটুকুই বলি, চায়নিজরা যথাযথ গ্যাস সাপ্লাই না পাওয়ার কারনেই ৪২ ঘন্টা পর পিজিটিআর ফেইল করে..!!!! কেন গ্যাস সাপ্লাই কম পেল ??? দায়ী কে ছিলো ??? কেঁচো খুঁড়তে চাও... !!??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.