নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

ওরা পিএটিসি-সাভার এর কু-শিক্ষায় প্রশিক্ষিত !!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১


এটি কল্যাণপুরের একটি সিএনজি স্টেশন। পরিবেশ এবং বিস্ফোরক অধিদপ্তর মিলে-ঝুলে এ ধরনের সিএনজি স্টেশনের অনুমতি দেয়। একজন সিনিয়রের সাথে তার গাড়ীর গ্যাস আনতে গিয়ে ‍সিএনজি অপারেশন এন্ড ডেলিভারী সেন্টার দেখে খুব খুব আশ্চর্য হলাম !! সে সময়টাতে গ্যাসের চাপ কম ছিল।
চিত্রে দেখা যাচ্ছে নড়বড়ে মই ও প্রায় ভেঙ্গে পরা চাল; তা বেয়ে উপরে উঠে বহুতল আবাসিক ভবনের কাছাকাছি স্থাপিত সিলিন্ডারগুলো সার্ভিসিং এর জন্য টেকনিশিয়ান'রা প্রস্তুতি নিচ্ছে !! আহা অপারেশন এন্ড ডেলিভারী সেন্টারের কি ভয়াবহ অবস্থা !!! এসবের লাইসেন্স যারা দেয়; তাদের বেশীর ভাগই বিসিএস কর্মকর্তা। ঐ মিয়ারা কি খেয়ে এমন একটা পরিবেশে, এত বেশী নিরাপত্তা হুমকীর মধ্যে সিএনজি স্টেশন করার অনুমতি দেয় ?? এটার মালিকের কাছে; কর্মচারীদের জীবন যেন খুবই তুচ্ছ বিষয় !! কোনও দূর্ঘটনা ঘটলে ওই ব্যাটাকে ধরার জন্য নয়; রক্ষার জন্যই কুলীনেরা আগে এগিয়ে আসবে !!
আসলে যেখানেই যত ক্যাডার সার্ভিসের চাকুরে দেখি; তাদের বেশীর ভাগ- যেন দূর্নীতি, লুটপাট আর এ দেশের ক্ষতি করার জন্যই বিসিএস দিয়ে চাকরিতে ঢুকেছে !!! এ ব্যাপারে একটি গবেষনা হওয়া প্রয়োজন। একটি বিষয় সুস্পষ্ট ; পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (পিএটিসি), সাভার এ ভালো কিছু শিক্ষা দেয়া হয় না !! নয়তো সরকারি কর্মকর্তাদের কু-কর্মে দেশের আকাশ-বাতাস-পরিবেশ এত ভারী কি করে ?? ওখানে কী শিখায় ?? কে শিখা্য় ?? কেন শিখায় ??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: টিনের চালে পা দিলেই তো পপাৎ ধরণীতল হয়ে যাবে!!! :(

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

আলামিন১০৪ বলেছেন: ওরা গু খায় এবং কেউ ধরা পড়লে ওদের দলের আরেক গু খাদক তদন্তের ভার পায়। এভাবেই চলছে দেশ

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.