![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাইটেল এর সাথে ছবি কিংবা লেখার কোনই মিল নেই। মিল থাকতেই হবে এমন কোনও শর্তও নেই। লেখাপড়া বা শিক্ষার সাথে কর্ম বা চাকরীর মিল নেই। সংসারে স্বামী-স্ত্রী-সন্তান; আর সমাজে কারও সাথে কা-র-ও মত, আদর্শের মিল নেই। বিচারকদের সাথে উকিলের মিলে না, ট্রাফিক পুলিশ আর গাড়ী চালকদের ঝগড়া চলছে-চলবেই। অতএব শিরোনামের সাথে বক্তব্যের মিল না থাকলেই বা কি যায় আসে !!
তবে ভিন্নার্থে; কেউ কেউ মিল খুঁজে পেতেও পারে।
অনেকেই হতবাক ! বাংলাদেশের এতগুলো সেনা কর্মকর্তাকে গুম-খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেফতারের হুলিয়া জারী করা; আগে কখনও ঘটেনি !! কি হয়, কি হবে !! যা ঘটার ঘটুক; সত্য বেরিয়ে আসুক !!
ইয়েস; তবে বাংলাদেশ কেন- নিজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হাজার হাজার নিরীহ জনসাধারনকে বছরের পর বছর আলো-বাতাসহীন ক্ষুদ্র সেল-এ বন্দী রেখে নির্মম, অমানবিক নির্যাতন অত:পর ক্রস ফায়ারে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসেও নেই। খুনীদের পক্ষে যারা কথা বলে; তাদের জীবনেও যেন এমন নিষ্ঠুর ব্যাপার না ঘটে।।
আয়না ঘর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত ভিডিও প্রতিবেদনটি দেখেছেন ????? ঐ ভিডিও ক্লিপ দেখা ও তার কন্টেন্ট শোনার পর পলিটিক্যালি ব্লক হেডেড, শিশু, পাগল ও মস্তিস্ক বিকৃত মানুষ ছাড়া; এ পৃথিবীর কোনও সুস্থ্য, ক অক্ষর শিক্ষিত এবং অন্তত লতাপাতা দিয়েও লজ্জাস্থান ঢাকে- এমন কোনও ব্যক্তি; চোখের পানি ধরে রাখতে পারবে না, নিজেকে স্থির রাখতে পারবে না !!!! কতটা নির্দয়, পশু হলে মানুষ মানুষের প্রতি এমন আচরন করতে পারে !! ওরা কি আসলেও বাংলাদেশে জন্মেছে ?? কোন্ পাপ কর্ম ওদেরকে এমন পশুর চরিত্র এতে দিলো !!! ওদের এ বর্বর আচরনের বিচার চাই !!!
এ দেশে এমন রাজনীতিকে চিরদিনের জন্য মাটির পাঁকের গভীরে পুতে ফেলা উচিৎ !!! আয়না ঘর সৃষ্টির কারিগরেরা, নির্যাতনকারীরা বহু বহু জনম; সাধারন মানুষের মনে চরম ঘৃনিত হয়ে থাকবে !! ওদের এবং ওদের অনুসারীদের মুখে মানুষ থু-থু ছিটাবে !! এমন মানবতাহীন নির্মম অত্যাচার ও শত শত নিরপরাধ মানুষকে খুনের জন্য; ওদের সন্তানেরাও তাদের পিতাকে ঘৃণা করবে !!
বিএনপি আর জামাত; এ দু'টো জাত-ই এ ব্যাপারে চুপচাপ !! কেন ??
****হুমায়ুন আহমেদ এর ফেলে যাওয়া স্ত্রী শাওন; ফিলিস্তিনের পক্ষে ফ্লোটিলায় উঠে প্যালেস্টাইনে যাওয়ায় শাহিদুল আলম-কে বিদ্রুপ করে ফ্লোটিলুল আলম বলেছে !!! হায়রে অমানুষের অমানুষ !!!
****আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর মি: তাজুল ইসলাম-কে খুনেদের সহযোগীরা মারাত্মক সব হুমকী দেয় !! চীফ প্রসিকিউটর মি: তাজুল ইসলাম-কে মহান আল্লাহ সত্য উদঘাটনের সুযোগ, সময়, সাহস এবং নিরাপত্তা দিন।
জীবন বাজী রেখে ; সত্যের পথে হেঁটে যাওয়া সকল পথিকদের প্রানভরা শ্রদ্ধা !!
প্রতি ঘন্টায় ৭ হাজার হতে ১৯ হাজার গতিতে ছুটে চলা মিসাইলকে সংক্ষেপে MACH: 10.0-25.0 বলে। এবারে গুম-খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেফতারের হুলিয়া ; খুনীদের প্রতি ধাক্কাটা চরম গতিতে লেগেছে; ওদের ধ্বংস অনিবার্য !!
২| ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪২
মেঠোপথ২৩ বলেছেন: হুমায়ুন আহমদের পাপের প্রায়শ্চিত্য হইতেছে এই শাওনরে দিয়া।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৯
রাসেল বলেছেন: আপনার এক মন্তব্যের সাথে সুর মিলিয়ে বলি--- কত জঘন্য রাজনীতি; কত ঘৃণ্য তাদের ফলোয়াররা