| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগীত ও শরীর চর্চা শেখানোর জন্য প্রাথমিকে ৫১৬৬ শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছিল !! কোন্ পাগলে বলে আর কোন্ ছাগলে এমন সিদ্ধান্ত নেয় !!! সারা বাংলাদেশ সুঁই দিয়ে খোটালেও কি ৫১৬৬ জন শরীর চর্চা আর সংগীতের শিক্ষক মিলবে ??? শরীর চর্চা শেখানো না হয় বুঝলাম কিন্তু সংগীত দিয়ে কি হবে ??!! যদি প্রতিটি স্কুলের 10 জন শিশু-ও সংগীত শিখতে চায় তাদের ভবিষ্যত কী ?? গত হয়ে যাওয়া সেই আব্বাস উদ্দিন, আব্দুল আলীম, ফিরোজা বেগম, আব্দুল জব্বার, শাহনাজ পারভীন, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রথীন্দ্র নাথ, ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী এমন কি হালের কুমার বিশ্বজিৎ এর গান- 60 বছরের উর্দ্ধে ছাড়া এ দেশে কেউ কি এখন শোনে ?? তারাও শোনে মাঝে-মধ্যে হয়তোবা। যে ভারতীয় বাংলা-হিন্দী গান এক সময়ে বাংলাদেশের বহু মানুষের হৃদস্পন্ধনের মতো ছিলো; বর্তমানে তারও প্রায় একই অবস্থা !! ব্যান্ড-রিমিক্স, উঠতি কিছু ভারতীয় শিল্পীর নকল করে গান গাওয়া ইত্যাদি ভারতীয় বাংলা-হিন্দী গানের তেইশ মেরে দিয়েছে !! কোথায় মান্না-জগজিৎ আর কোথায় শ্রীকান্ত !! রফি, মুকেষ, যশোদাস নেই, হেমন্ত-ও নেই; নেই লতা, প্রতিমা, আরতী !! নেই অন্তরের কথাগুলো হীরা-মুক্তা-মানিক্য দিয়ে সাজিয়ে গীত তৈরী করা সেসব গীতিকারেরা !! এ যুগে আর তৈরীও হচ্ছেনা অমন মোহময় গীতিকার-শিল্পী; না ও দেশে, না এ দেশে !! তবে হ্যা, এ দেশের অনেক যুবকরা-ই এখন এসব গান শোনে- ‘‘আমি পারিনা আর পারিনা, আমি কেন মরিনা, আজরাইল কি আমারে চিনে না’’!! তেমন শীল্পি আর গান হলে চলতেও পারে !! দেশ শিল্প-সাহিত্যে ইউরোপ-আমেরিকা-কে ছাড়িয়ে যাবে !! ইনভেস্টমেন্ট আসবে অঢেল !! আসলে প্রগতিশীলতার নামে কিছু বুড়ো বদমাইশ এ দেশের শিশুদেরও পঙ্গু করে দিতে চায় !!
বাংলাদেশে 6 বছর বয়স থেকে শিশুদের প্রাথমিক স্কুল শুরু হয়। 6-10 বছর পর্যন্ত চলে প্রাথমিক স্কুল। এ 6-10 বছর পর্যন্ত ছোট শিশুরা কি এমন শরীর চর্চা আর সংগীত শিখবে ?? এ দেশে কি কয়েক কোটি সংগীত ও নৃত্ত শিল্পী দরকার ?? সংগীত শেখার জন্য ওই শিশুদের ব্যক্তিগতভাবে কি হারমোনিয়াম-তবলা’র প্রয়োজন হবে না !!?? তার পয়সা অভিভাবকদের কি করে জুটবে ?? নাকি স্কুলে বসে 5-7শ শিশু নাচ-গান শিখবে !! স্কু্লের সে সময় কোথায় ?? ধরে নিলাম এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে সব মিলিয়ে বছরে 3 শ শিশু-কিশোর-যুবক শুধু সংগীত-কে পেশা হিসেবে নিলো; কিন্তু তাতে ওদের ভাত-কাপড় জুটবে কী ?? বাসায় বাসায় গিয়ে ওস্তাদেরা গান শিখাবে ?? ব্লক হেডেড ক্রিমিনালগুলোর এ কেমন চিন্তা ?? এ মূর্খের জাত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্ংস করে দিচ্ছে !!!
এদেশের শিশুরা বদমেজাজী, লেখাপড়া বিমুখ, তার্কিক, অবাধ্য হয়ে যাচ্ছে। নোংড়া রাজনীতিবিদ গুলোর ন্যাকরা হয়ে, পরিশ্রম ছেড়ে, ঘরে-রাস্তায় বসে টাকা কামাতে চাইছে। তৈরী হচ্ছে ভয়ঙ্কর কিশোর গ্যাং !! এগুলো থেকে ফেরানোর কোনও প্রয়াস, গবেষণা শিক্ষা বিভাগের নেই। যেখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন একজন ‘‘আচরন শিক্ষাগুরু’’ সেখানে এরা চাইছে সংগীত শিক্ষক !! নিজের সন্তান ছাড়া উঁচু উঁচু আসনে বসে থাকা ওই নরকের কীটেরা অন্যান্যদের সন্তান-কে গিনিপিগ বানিয়ে ব্রেনডেড করে দেয় !!!
কি করে এ দেশে ভালো মানুষ তৈরী হবে ??!! কবে ??
০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮
সামছুল আলম কচি বলেছেন: কাকের পুচ্ছে ময়ুরের লেজ !! বিজ্ঞানের ‘বি’-ও বোঝেন কিনা জানিনা.. তবে ভদ্রতা জানেন না !!!
আইনস্টাইন কেন নোবেল পেয়েছিল -জানেন কি ?? নেট দেখে জেনে নিয়েন। তাকে বলা হতো তাত্ত্বিক পদার্থবিদ। তার থিওরি অব কোয়ান্টা'য় একজন ব্যক্তির বস্তু দর্শনের ব্যাপারে একটি বিশেষ ও চমৎকার ব্যাখ্যা দেয়া আছে !!! সেটি কি জানেন ?? জানেন না...!! করেন তো খালি কপি আর (টুথ)পেস্ট !!! জামাত-জামাত করতে করতে ব্লক হেডেডে হয়ে গেছেন !!! আরে মশাই জামাতের মতো একটা ইসলামী ব্যাংক করে দেখান না!! জীবনেও পারবেন না; পারবেন ব্যাংক দেউলিয়া করে দিতে!!
আমি কত মিউজিক আর গান জানি, তা আপনার ছেউড়া বিজ্ঞান কল্পনাও করতে পারবে না !! আমি ৯৭ এ বিটিভিতে নাট্য শিল্পী হিসেবে এনলিস্টেড; লোক নাট্যদলের এ্যাকটিভ মেম্বার ছিলাম।
হুজুরদের বকেন; মৃত্যুর পর আপনার বা তাদের জানাজা পড়াবে কোন্ বিজ্ঞানী ???? অবশ্য স্টিফেন হকিং এর আশরীরি আত্মা- আসলেও আসতে পারে !! সারা জীবন হুজুরদের বকাঝকা করে; কবরে ঢোকার সময় এরা খোলস বদলায়; ইসলামী লেবাস পরে !!!!
২|
০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫
কলাবাগান১ বলেছেন: মেধা-মনন, ডিসিপ্লিন এর বিকাশে সংগীত যে রোল প্লে করে সেটা রাজাকার জাতীয় লোকজন জীবনেও বুঝবে না...।মোটা দাগের চিন্তা ছাড়া এরা কিছুই জানে না শিখে না....সব কিছুতেই ধর্ম কে খুজে। উন্নত বিশ্বে মিউজিক স্কুলে মাস্ট ..সেখানে কি সবাই মাইকেল জ্যাকসন হওয়ার জন্য যাচ্ছে? অবশ্যই না....মিউজিক মানেই কি শুধু কন্ঠ শিল্পী??? পিয়ানো থেকে তবলা সবই মিউজিকের আন্ডারে....আজকাল মায়ের পেঠে থাকা বাচ্চাকেও মিউজিক শুনানো হয় কেননা বিজ্ঞানীরা জানে যে মিউজিক কিভাবে শিশুর ব্রেইন তৈরীতে সাহায্য করে.......অবশ্য বাংলাদেশ এর মাথা মোটা জামাতি-হুজুর গুলি কোনদিন এই সব মনন শীল কাজ বুঝে ও না ..করেও নাই..করে শুধু লাঠি-তলোয়ার-ছুরি দিয়ে এরে ধর এরে মারো