| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০ বছরে প্রায় ১৪ হাজার ৬ শত ২৩ কোটি টাকা ব্যয় করে গত ১ নভেম্বর মিসরের কায়রো শহরের দক্ষিন-পূর্বে এবং নীল নদের পশ্চিম তীরের গিজা শহরে উদ্বোধন করা হলো গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (GEM) !! আরে জেম মানে তো জেম-ই !!! পৃথিবীর লক্ষ কোটি মানুষ উদ্বাস্তু, গৃহ-পানি-খাদ্যহীন; আর মিসরীয় সামরিক জান্তা হাজার কোটি টাকা ব্যয় করে শত শত ভাষ্কর্যে ভরপুর যাদুৃঘর বানিয়ে যেন জাতে উঠে গেল !! ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখার ফাঁকা বুলি !!
হযরত ঈসা আলাইহী ওয়া সাল্লাম এর জন্মের ৩৮০০ বছর পূর্বের ফারাহ খুফু'র পিড়ামিড এখন প্রায় ধ্বংস প্রাপ্ত !! পিড়ামিড নিয়ে গবেষনা করে করে বিজ্ঞানীরা ক্লান্ত; প্রাপ্যতা-ও প্রায় শুন্য। পিড়ামিড ঐতিহ্য মানুষের কোনও উপকারে এসেছে কী ?? হয়তো কিছু টাকা-পয়সা আয় হবে কিন্তু গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম মিসরীয়দের আর কোনও কাজে আসবে কী ?? জোর করে মিসরের ক্ষমতা দখলকারী কাপুরুষ এক সামরিক জান্তা সিসি- ইসরাইলের ভয়ে এতটাই কম্পমান; ফিলিস্তিনের সাথে তাদের ছোট্র একটু সীমান্ত রাফাহ ক্রসিং (৭২ হাজার স্কয়ার মিটার এলাকা) বিগত ১৫ বছর ধরে বন্ধ করে রেখেছে !! মনুষ্য আকৃতিতে পৃথিবীতে এরাই মানবতাহীন প্রাণী !! জীবিতদের হেলাফেলা করে- মৃত, বিলুপ্ত, পরিত্যাক্তদের উদ্দেশ্যে যাদুঘর বানায় !! যারা এ যাদুঘর বানালো; তাদের যে কবে এখানে ঠাই হবে !!
বাংলাদেশের শাহবাগে একটি যাদুঘর আছে। শাহবাগ থেকে সাইন্সল্যাব যেতে সে যাদুঘরের দেয়ালে কিছু রং হারানো পোস্টার, জং পরা একটি ট্যাংক, রং চটা একটি বিমান দেখতে পাওয়া যায় !! ঐতিহ্য ধরে রাখতে গিয়ে বেচারা যাদুঘর নিজেই ঐতিহ্য হলো প্রায় !!!
এরপরও ৫ আগস্ট পরবর্তী, গনভবন-কে ভেঙ্গেচুরে নতুন করে এক বিশাল যাদুঘর বানানো হচ্ছে !! এখানে কে, কিভাবে, কি রাখবে; জানিনা। এ যাদুঘর বাংলাদেশের আপামর মানুষের কোন্ কাজে আসবে তা-ও বুঝছিনা ??!! এ খাতে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে !! কি সে আয়োজন !! রাজার মিস্ত্রি'রা কেমন যেন নতুন এক প্রকারের ইট লাগাচ্ছে !! কেন এমন একটি যাদুঘর প্রয়োজন হলো ??!! অনুৎপাদশীল এ খাতে ভবিষ্যতে আরও আরও কত টাকা খরচ হবে ?? এ রাস্ট্রীয় আবাসিক বাসস্থানকে আরও বেশী সম্ভাবনাময় কাজে লাগানো যেতোনা কী !!?? আমাকে বকাঝকা না করে, আগস্ট বিপ্লবী'রা নিজেরা-ই বিষয়টি নিয়ে ভাবেন। স্মৃতির স্থান তো মস্তিস্কে; পকেটে বা দালান কোঠায় নয় !!
২|
০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি ও আপনার সমসাময়িক কিছু অফিসার মিলে বাড়বকুন্ড কেমিক্যালকে ধ্বংস করেছেন; এখন ব্লগে এসে "থিংক ট্যাংক" হয়ে গেছেন?
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৬
জেনারেশন একাত্তর বলেছেন:
কিসব গার্বেজ পোষ্ট করেন অকারণে? সামনের পাতায় এত ছবি কার দরকার?