| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

খামোখা !!!
বুলেটের আঘাতে রক্ত ঝরিয়ে;
আন্দোলনের সাথী বা বন্ধুর কোলে,
রাস্তায় কিংবা মেডিকেলে;
প্রাণ যায়-
এ দেশের কত শত দূরন্ত কিশোর-যুবকের !
আহতদের কেউবা হাসপাতালে পৌছে;
কেউবা সড়কেই ঢলে পরে মৃত্যূর কোলে !
যে লাশও গুম করে দেয় রক্তখাকী পিচাশেরা !
কারও তকমা জোটে বেওয়ারিশ,
কেউবা পরে থাকে মর্গে; অচেনা হয়ে !!
খামোখা !!!
যার গেল- শুধু তার-ই গেল !!
যুগে যুগে এমনই গিয়েছে আত্মাকে ব্যথিত করে,
জীবনকে শুন্য করে;
প্রিয় সোনা মুখ আমাদের !!
যেন কেবল বাঁচিয়ে রাখতে;
নিজ মৃত্যূর ভয়ে ভীত-
সোনার চামচ মুখে নিয়ে জন্মা-
গুটি কয়েক ব্যক্তিকে !!
খামোখা !!!
©somewhere in net ltd.