| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ দেশ তৈরী করতে পারেনি-
সুখ্যাত চিকিৎসক, বৈজ্ঞানিক, শিক্ষক, সাংবাদিক;
সৎ ও দেশপ্রেমিক নেতা !!
সৃজন করতে পারেনি-সুরক্ষাও দিতে পারেনি;
ক্ষনজন্মা কিছু দেশপ্রেমিক নাগরিকদের !
কেবলই বানিয়েছে ; ভুয়া কিছু কর্মচারী-
যারা শুধুই জালিমদের আর ওদের একে অন্যের সেবক !!
২|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫
বাকপ্রবাস বলেছেন: সেই সিড়ি দিয়ে তার পাছায় বাড়ি মারা উচিত ছিল
৩|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৪
মেঠোপথ২৩ বলেছেন: এত এত তরুন রক্ত দেবার পরেও যদি সিস্টেমে বিন্দুমাত্র পরিবর্তন না আসে , তাহলে কি লাভ হল এই রক্তদানের ? তরুনদের শ্লোগানে পরিবর্তন আসা উচিত। সরকারের সকল সেক্টরে বসে থাকা গনশত্রুদের বিরুদ্ধে শ্লোগান দেয়া উচিত।
৪|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এই বিষয় গুলো আসলে হাস্যকর।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: সরকারি অফিসার , উহারা একালের জমিদার ।
।