নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

কুলটা

০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬



১। বান্দা স্বতন্ত্র প্রার্থী হবার চাচ্ছে না; হু হু করি কান্দিচ্ছে !!!
২। ৫ মিনিট দেরী হওয়ায় মনোনয়ন পত্র জমা দিবার পারেনি; হায় হুতাশন !!!
৩। সে এক মহা মগা পরিকল্পনার কথা জানাচ্ছে !! ৫০ লক্ষ থেকে ১ কোটি কার্ড বিলি কইরবে !!! বোলতেছে কার্ডধারী প্রত্যেক-কে ২ থেকে ৩ হাজার করে প্রতি মাসে দিবে !!! এত্তো এত্তো টেকা; কোথা থেকে আসিবে, কার টেকা !!! ১৫ বছরে ইংল্যান্ডে এতো এতো টাকা কামাই হলো কী ?? এরা তো ২৪ এর গন অভ্যুত্থান অস্বীকারকারী-নিকম হালাল (!!!) দল !!! অশিক্ষিতরা নতুন করে চেনতার মধ্যে মাথা ঢুকাচ্ছে !! বের হচ্ছে ক্ষমতার লোভ, হিংসা, বিদ্বেষ, রক্তচক্ষু !! জিয়া-খালেদা বিক্রি শেষ; পুঁজি আর কিছু আছে কী ??
৪। হীনভাবে বা নির্লজ্জভাবে তোষামোদ করা, কাউকে খুশি করার জন্য অতিরিক্ত ও নিচু স্তরের প্রশংসা বা সেবা করা; যা সাধারণত চাটুকারিতা বা চাটুকার আচরণ বোঝাতে ব্যবহৃত হয়। এটি এমন এক ধরনের আচরণ যেখানে একজন ব্যক্তি নিজের সম্মান বিসর্জন দিয়ে অন্যের বা নিজের সুবিধা আদায়ের চেষ্টা করে। এরাই মূলতঃ “পা চাটা''র দল। আমাদের দেশের শতকরা ৯০ ভাগ সাংবাদিক এ “পা চাটা''র দলের অন্তর্ভূক্ত। একেক জন বিশ্ব সেরা “পা চাটা' !!! নিজের আত্মসম্মানকে নিলামে তুলে এরা শত রং ও বর্ণের সাংবাদিকতা (??) করে বেড়ায় !!!
কোন্ ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ড ফলো করে মিডিয়ায় রিপোর্টার নিয়োগ দেয়া হয় ???!!! ওই ব্যাটারা ঠিকভাবে শব্দ উচ্চারন দূরে থাক; কথাও বলতে পারেনা !!! বিশেষ লক্ষনীয় যে, এদের লেজ হিসেবে এক শ্রেণীর পুলিশ অথবা ওই সব পুলিশের লেজ হয়ে এরা নানা প্রকার ব্ল্যাক মেইল, মিথ্যা গয়রানী মামলা, মিথ্যার বেসাতি করে বেড়ায় !!! মেরুদন্ডহীন, শঠ রাস্ট্রীয় ব্যবস্থাপনা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয় না, নিতে পারেনা; না সাংবাদিকের বিরুদ্ধে আর না পুলিশের বিরুদ্ধে !!! আর বিচারকদের একচোখা বিবেক; বসে বসে জামিন আর রিমান্ড গুনে....গুনে....গুনে !!
আফসোস !!! এদেশ কোনও দিনও ভালো হবার নয় !!! যে রাস্ট্রীয় ব্যবস্থাপনার টপ চেয়ারগুলোয় দেশপ্রেমহীন প্রশাসক আর রাজনীতিবিদেরা থাকে- সে দেশের নাগরিকেরা খুব খুব দূর্ভাগা !!!


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪২

রাবব১৯৭১ বলেছেন: ঠিক সময়ে ঠিক কথা বলেছেন দাদা।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.