| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বকা কোনও লেখার টাইটেল হতে পারে না। তাই ঐ বকার ভাবার্থই টাইটেল-এ লিখলাম।
সে কোন্ রাজনৈতিক দলের পান্ডা জানিনা; তবে ওই কুলাঙ্গার, ভোট চাইতে এলে জামায়াতে ইসলামের নারী কর্মীদের -ছায়া- খুলে ফেলতে বলেছে !! তেমনি নোংরা ভাষা আরও এক কুলাঙ্গার বলেছে; তবে সে কিছুটা সভ্য সেজে শুধু -কাপড়- খুলে রাখতে বলেছে !!
সন্দেহাতীতভাবে বলা যায়, এরা আসলে কোনও নারীর গর্ভে জন্ম নেয় নাই; শিয়াল কিংবা অন্য কোনও প্রাণীর সন্তান এরা !!
ঘরছাড়া নারীবাদী কিছু বুড়ি; সারাক্ষন-নারীর জাত আগলাতে সংবাদ সম্মেলন, মিছিল নিয়ে ব্যস্ত থাকে !! সে সব ঘাটের মরা গুলোকে এমন কুরুচিপূর্ণ কথা নিয়ে কোনও উচ্চবাচ্য করতে শুনলাম না !!!
সর্বশেষ- বিএনপি’র নির্বাচনী রিল বানানোর সভায়; যেখানে তারেক রহমান উপস্থিত ছিলো- সেখানে সে-ই বিকৃত মানসিক রোগীটাকে ইনভাইট করা হয়েছিলো; যে বলেছে-প্রবাসীরা যারা জামায়াত-কে ভোট দিয়েছে, তারা নাকি দেশে অবস্থিত তাদের বৌ-দের জামাতের আমীরের কাছে ইজারা দিয়েছে...!!! কি জঘন্য ভাষা; তা-ও আবার অন-লাইনে প্রেচার করছে !!! তারেক রহমান নাকি এমন কনটেন্ট ক্রিয়েটরের পোস্টও দেখে !!!
বিকৃত মানসিকতা/রুচির এসব বদমাইশ/পান্ডা; যারা অন্যের মা-বোনকে ইজ্জত-সম্মান দিতে পারে না- ওদেরকে কে, কেন-ই বা মনে রাখবে !!??
অবৈধ ঋণ খেলাপিদের আশ্রয় দেয়া, মনোনয়ন দেয়া মেরুদন্ডহীন নির্বাসন কমিশন কোন্ ভারে আক্রান্ত; কেন এদের বিরুদ্ধে টু শব্দটিও করে না !!!???
চারদিকে শুধুই অ-সুন্দর, হিংসা আর নোংরামির প্রতিযোগীতা !! আর তথাকথিত গুন্ডা-বদমাইশ রাজনীতিক, এলিট আর প্রশাসনের কুলীনেরা তাকে যেন উৎসাহ দিচ্ছে !!
এ দেশ কখনও ভালো হবার নয় !!!
©somewhere in net ltd.