নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার নাভীমূলে নজরে মুখথুবড়ে যুবকের মৃত্যু
কিংবা অনাগত লক্ষ শিশুর।
টইটম্বুর রগরগে কমনিচটক অবয়বখান।
বর দিবা? ভোটহীন হাহাকারে কামে-মৈথুনে
আগুনঢালা যুবকীয় শৃঙ্গার রসে উষ্ণ শপথ,
যদি বর দাও গণতন্ত্রহীন থাকবো লক্ষ বছর!
এক জীবন কাটিয়ে দেবো আফিমের ঘোরে।
তোমার সুডৌল স্বপ্নের ওমে একশো জাল ভোট দেবো,
আখক্ষেতে ছাগল বন্দি না হোক কামে-ওমে
বার্জার রঙের চার দেয়ালে দিব্যি বন্দী হবো।
তোমার সোনালি আঙুলে গোলামীর বলিরেখা দেখেছি
দেখেছি শিল্পের মৈথুনী চমৎকার হাত স্বৈরপক্ষে
বিশ্বাস করো দেখে দেখে আমার মহাভারত গেছে।
তুমি শুধু আহ্বান করো রাজপথের বিছানায় মিছিল দেবো,
একান্ত তুমি আর আমি চলে যাবো শাজাহান ওমরে
শরমের মাথা খেয়ে বিশ্বকে ঘোর লাগা কাম শেখাবো।
বর দাও ফিরেও তাকাবো না ডান্ডাবেঁড়ী পায়ে পিতার জানাজায়,
ওসব আমায় ছুঁবে না ঐ হাতে ছুঁও যদি আমার ভোটদন্ড।
বর দাও ফিরেও তাকাবো না শপথ স্যান্ডেলিনার
ধুইয়ে মুছে দেবো গণতন্ত্রের যত নাম নিশানা।
উৎসর্গঃ অভিনয় শিল্পী জয়া আহসান-কে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
আরেফিন৩৩৬ বলেছেন: রগরগে ভালোবাসা, এখন কমপক্ষ ভারী যাই হোক গণতন্ত্র পক্ষে। কামই ভুলে থাকার হাতিয়ার।
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা...
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
আরেফিন৩৩৬ বলেছেন: শুভ সন্ধ্যা
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: আল মাহমুদের একটা কবিতা পড়েছিলাম। ''যা কিছু ভালো ''। আপনার কবিতার সাথে মিল আছে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩০
আরেফিন৩৩৬ বলেছেন: কাব্যধারায়ও?
৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬
এম ডি মুসা বলেছেন: আমি এ ধরনের কবিতা বেশি একটা পড়ি না
৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: আমার দুঃখ হয় আমি কবিতা লিখতে পারি না।
৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২
ক্রেটোস বলেছেন: বাহ্ আরেকটি দারুণ কবিতা। তবে এখানেও আমার ঐ একই আপত্তি !!
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: কি রগরগে কবিতা রে বাবা!!
একবারে ১৮ ++!!