নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
বাংলাদেশে অর্থনীতিবিদ নিয়োগ দেবে তার জন্যে ভাইভা চলছে।
১ম জনকে প্রশ্ন, ২ এ ২ এ কত হয়?
চিন্তা করে ভাবতেছে ২ এ ২ এ তো চার হয়। এত সহজ প্রশ্ন কি করবে? না। তাহলে বলে দেই ২২ হবে।
প্রশ্নকর্তাঃ আপনি এত অতিরিক্ত চিন্তা করেন, অবাস্তব চিন্তা করেন, আপনি বাদ।
২য় জনকে প্রশ্নঃ ২এ ২এ কত হয়?
স্যার ২এ ২এ গুণ করবো নাকি ভাগ করবো?
প্রশ্নকর্তাঃ আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর না দিয়ে উল্টো আমাকেই প্রশ্ন করেন? আপনি অর্থমন্ত্রী হয়ে নিজে কিভাবে সিদ্ধান্ত নিবেন?
৩য় জনকে প্রশ্নঃ ২এ ২এ কত হয়?
স্যার হয় তো ৪। গুণ করলেও যোগ করলেও। কিন্তু আপনার কত দরকার? প্রশ্নকর্তা ভেবেছে ও আমার চাহিদা বুঝেছে।
এমন চাহিদা বুঝা লোক হলো উনার নিয়োগকৃত। অতএব ড. ইউনূস সাহেবের রক্ষা নাই।
তুমিই অর্থমন্ত্রী যাও।
আপনি একজনের হুকুমের দাস, চিন্তায় ও চোখে। চোখের দেখা নির্ভর করে অন্যের মর্জির উপর।
তাহলে আপনিই তো সেই লোক যিনি সরাসরি চিন্তা করেন, দেশে ইউনূসই একমাত্র সুদখোর।
বাকি সবাই সাধু এবং আপনি আর আপনার উনি হলেন এক নম্বর সাধু।
সাধুদের সাধুবাদ। সাধুদের মন খাতার মতো সাদা যা তা লিখা যায়। ওখানে ভালো কিছু লিখা নাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮
আরেফিন৩৩৬ বলেছেন: একদম
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩২
কামাল১৮ বলেছেন: সারা বিশ্বই সুদখোর।সুদখোর কোন সমস্যা না।ইউনুসের সমস্যা অন্য জায়গায়।কোর্টের রায়ে তা প্রমান হবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮
আরেফিন৩৩৬ বলেছেন: কোর্টের নাম পেটিকোট
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬
জ্যাক স্মিথ বলেছেন: ড. ইউনুসকে আমার খুব একটা সুবিধার লোক মনে হচ্ছে না, ধীরে ধীরে উনার থলের বিড়াল সব বের হয়ে আসছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
আরেফিন৩৩৬ বলেছেন: তাই নাকি?
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: ইউনূস লোকটাকে খারাপ মনে হয় না।
খারাপ হলে সে নোবেল প্রাইজ পেতো না। সমস্যা হয়তো অন্যখানে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৯
আরেফিন৩৩৬ বলেছেন: ঠিক তাই
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: ড. ইউনূস-কে সারা দুনিয়ার মানুষ বোঝে, ভালোবাসে, শুধু তার যত সমস্যা বাংলাদেশে। তাকে নিয়ে কাদের গাত্রদাহ হচ্ছে সেগুলো কোন গোয়ালের প্রাণী তা সবাই বোঝে বলে আমার ধারনা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১০
আরেফিন৩৩৬ বলেছেন: তাই-ই
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস!