নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ চালাতে কি আলাদা আলাদা সংঘবদ্ধ কোন জোট আছে? যেমন হোয়াটসঅ্যাপ? কথা চালালি হয়, নানা বিষয় সিদ্ধান্ত হয়?

০৫ ই মে, ২০২৪ রাত ৩:১৮

ইদানিং ব্লগারদের সকল বাম,ডান,অতি বাম,মধ্য বাম, মডারেট মুসলিম সকলের আরচণে মনে হয় ব্লগে কি করবে না করবে! সব সংঘবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে এবং বলে। কোন বিষয়ে এক সাথে ঝাঁপিয়েও পড়ে। এমনটি হলে ব্যাপার ভালো সংবাদ নয়। মানুষ মাত্রই তার আদর্শের বাস্তবায়ন চান। তবে বাস্তবায়নের জন্যে সংঘবদ্ধ অনৈতিক ঝাঁপিয়ে পড়া বাজে, খুবই বাজে।
সবার লিখা হয়তো পড়া হয়ে উঠে না, তবে কমও পড়া হয় না। এমন আচরণ একটা পক্ষকে আরেক পক্ষ পুরোপুরি প্রত্যাখ্যান করে, সে ভালো লিখুক আর খারাপ লিখুক। বড় প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় একেকজন একেকজনের বিরুদ্ধে। সুযোগ পেলে রিপোর্ট মারে। অতি বাড়াবাড়ি রকমের কমেন্ট তো সব পক্ষের আছেই।
এসবে শেখার জায়গা ও সহনশীলতার জায়গা ছোট হয়ে আসে।
আশা করি জোট করেন আর যাই করেন, নিজের ভাষা,সংস্কৃতি ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৪ ভোর ৬:৪৫

কামাল১৮ বলেছেন: একটা উদাহরন দিলে ভালো হতো।কার উপর দলবেধে ঝাপিয়ে পরছে।

০৫ ই মে, ২০২৪ সকাল ৭:১৩

আরেফিন৩৩৬ বলেছেন: অনেকের উপর দেখি, উদাহরণ দেয়ার দরকার নাই। যেসব ব্যাক্তিরা করছে উনারা বুঝবেন।

২| ০৫ ই মে, ২০২৪ সকাল ৭:১৬

রানার ব্লগ বলেছেন: আপনার ধারনা ভুল

০৫ ই মে, ২০২৪ সকাল ৭:১৯

আরেফিন৩৩৬ বলেছেন: হয়তো

৩| ০৫ ই মে, ২০২৪ সকাল ১১:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: এমন গ্রুপিং বহু কাল আগে থেকেই ছিলো, আছে, এবং ভবিষ্যতেও থাকবে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগের বাইরে কথা চালাচালি হয়, এর প্রমান বহু ব্লগারের বিভিন্ন মন্তব্যে পাবেন। পারসোনালী অনেকেই যোগাযোগ মেইন্টেন করেন, অনেকে অনেকের বাসায় দাওয়াতও খান।

২০১৪ এর দিকে আমি একটা গ্রুপের এমন সদস্য ছিলাম। আমরা একাধিক কার্যক্রম আলাদা ভাবে করেছিও!

০৫ ই মে, ২০২৪ দুপুর ২:৫১

আরেফিন৩৩৬ বলেছেন: আমি লিখার চেয়ে অনেক বেশি পড়ি তো, এমন কি মন্তব্য গুলো বেশি পড়ি। এতে এই বিষয়টা আমার কাছে ধরা পড়েছে।

৪| ০৫ ই মে, ২০২৪ রাত ৮:৩৮

কামাল১৮ বলেছেন: কিছু ব্লগারকে হত্যা করে যোগাযোগটা বন্ধ করে দিয়েছে।হত্যার পিছনে কিছু ব্লগার জড়িত ছিলো।

০৫ ই মে, ২০২৪ রাত ১১:২৮

আরেফিন৩৩৬ বলেছেন: আমার তো ধারণা সরকারই এগুলো স্যাবোটেজ করেছে। সাপও মেরেছে, লাঠিও ঠিক রেখেছে। যাই হোক, আমরা জাতি হিসেবে বেশি ক্রিয়াশীল হয়ে যাচ্ছি।

৫| ০৫ ই মে, ২০২৪ রাত ৯:০০

শায়মা বলেছেন: চালালি কি ভাইয়া??

কথা চালাচালি লিখতে চেয়েছো??

যাইহোক তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি- :)

ব্লগ চালাতে কি আলাদা আলাদা সংঘবদ্ধ কোন জোট আছে? যেমন হোয়াটসঅ্যাপ? কথা চালালি হয়, নানা বিষয় সিদ্ধান্ত হয়?

ব্লগ চালানোর জন্য কোনো জোট ঘোটের দরকার নেই তবে চাইলেই ব্লগারেরা ফেসবুক হ্যোয়াটস আপ এসবে কানেকটেড হতেই পারে। ব্লগ নিয়েও কথা বলতেই পারে। কারু বাড়ির নেট, ফোন, মুখ তো বন্ধ করে রাখার কাজ ব্লগের না।

পোস্ট পড়ে আমারও কিছু প্রশ্ন তোমার কাছে ভাইয়া-

ইদানিং ব্লগারদের সকল বাম,ডান,অতি বাম,মধ্য বাম, মডারেট মুসলিম সকলের আরচণে মনে হয় ব্লগে কি করবে না করবে!
কি করবে? স্পষ্ট স্পেসিফিক করে বলো। আধা আধা কথার প্রশ্ন বা উত্তর কিছুই বুঝা যায় না! :(

সব সংঘবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে এবং বলে। কোন বিষয়ে এক সাথে ঝাঁপিয়েও পড়ে।
- ওহ এমনটা তোমার মনে হয়!! সে মনে হতেই পারে। আবার যে কেউ চাইলেও অন্য কোথাও কানেকটেড হয়েও কথা বলে নিতেও পারে কি আর করা!!

এমনটি হলে ব্যাপার ভালো সংবাদ নয়। মানুষ মাত্রই তার আদর্শের বাস্তবায়ন চান। তবে বাস্তবায়নের জন্যে সংঘবদ্ধ অনৈতিক ঝাঁপিয়ে পড়া বাজে, খুবই বাজে।
- ভেরী গুড উপলদ্ধি! তবে শুধু বাজে খুবই বাজে বললে তো চলবে না ভাইয়া। সমস্যা বললে তো হয়না সমাধান বলো। কি সমাধান দিতে পারো? ব্লগ রুল করবে কেউ কারো সাথে কোথাও কানেক্ট হতে পারবে না?? এই রকমটা করাকি ঠিক হবে নাকি বোকামী হবে!!

সবার লিখা হয়তো পড়া হয়ে উঠে না, তবে কমও পড়া হয় না। এমন আচরণ একটা পক্ষকে আরেক পক্ষ পুরোপুরি প্রত্যাখ্যান করে, সে ভালো লিখুক আর খারাপ লিখুক। বড় প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় একেকজন একেকজনের বিরুদ্ধে। সুযোগ পেলে রিপোর্ট মারে। অতি বাড়াবাড়ি রকমের কমেন্ট তো সব পক্ষের আছেই।
এসবে শেখার জায়গা ও সহনশীলতার জায়গা ছোট হয়ে আসে।

সবার লেখা না পড়েও যা বললে ভাইয়া তাতে মনে হচ্ছে তুমি অতি বিচক্ষন দক্ষ ও জ্ঞানী ব্যক্তি। যাই হোক এই পক্ষ কেমনে সৃষ্টি হলো সেটা নিয়ে ভাবলেই দেখবে এটা এই সমাজ সংসার ও জগতের নিয়ম। যার যার নীতি, পছন্দ অপছন্দ মতাদর্শ এসব লিখতে গেলে এখানে লেখায় ও কমেন্টে ফুটে ওঠে। তখন নিজের অজান্তেই মানুষ নিজের মতাদর্শের মানুষগুলোকে খুঁজে নেয় বা পছন্দ করে। আর ঝাঁপিয়ে পড়ার কথা বললে যাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারাও ধোয়া তুলসী না। ধোয়া তুলসী না হয়ে অন্য তুলসীকে ধুতে গেলে তো ইট মারলে পাটকেলটি খেতেই হয়। :) কাজেই এই সব ঝাঁপিয়ে পড়া দলাদলি শিশুসুলভ কথা বলে লাভ নেই। লাভ সেখানেই হবে নিজের আচরণ সংযত করতে শিখলে।

আশা করি জোট করেন আর যাই করেন, নিজের ভাষা,সংস্কৃতি ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শুধু বলেই খালাস হলে চলবে নাতো ভাইয়ামনি! তোমাকে তার পথিকৃত হয়ে কিছু ভালো লেখা দেখাতে হবে শিখাতে হবে তবেই না অন্যেরা শিখবে।

সমস্যার অভ্যন্তরে না ঢুকে উপরে উপরে উড়ে উড়ে কিছু একটা বলে দিলেই তো হবে না !:)

আশা করছি তোমার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো!!
অনেক ভালোবাসা!!!

৬| ০৫ ই মে, ২০২৪ রাত ১১:২৩

আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। আমি সাধারণ খুবই। খারাপ দিকগুলো যেন না ঘটে এটা আলোচনায় আনা, এটুকুই। আপনি অসাধারণ চিন্তাশীল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.