| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

একদিন উত্তাপ জেনে যাবে মেঘের জল,
শরীর! রাখবে কি স্মরণে?
নক্ষত্রের ধ্বনি-প্রতিধ্বনি মথিত নিঃশ্বাস!
ঘৃণা কি ভুলে যায় কালের কলস?
যায় কি ভুলে অতৃপ্ত আহ্বান!
রাখালি বাঁশি 
বাঁশির সুর! 
দ্বিধায়-অভিমানে ছোঁয়ে-ছেনে আহত ফুল।
মধুর সুর গেলে ভেঙ্গে! 
ফুলের কি এসে যায়! 
ভ্রমরার অতৃপ্ত আর্তনাদে!
 ফুলের কি এসে যায়!
কি এসে যায়! 
উত্তাপে উষ্ণ পাখির ডানা,
ওম-তা দেয়া সোনালি ডিম,
কে রাখে মনে মথিত চুম্মন শেষে-
মেঘের রোম রোম কোমলতা!
কে রাখে মনে প্রিয় ফুল ঝরিলে?
কে রাখে মনে রাখালি বৃষ্টি-ঝড়!
কে রাখে মনে দৃশ্যের শেষ দৃশ্য! 
আমি তার গড়ে যাই আগামীর ওম।
২| 
২২ শে জুন, ২০২৪  রাত ১০:২৮
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ
৩| 
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৩০
ডার্ক ম্যান বলেছেন: মনে রাখার মতো কেউ কি থাকে
 
২৩ শে জুন, ২০২৪  সকাল ৮:০৪
আরেফিন৩৩৬ বলেছেন: থাকে না তো!
৪| 
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৮
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর...
 
২৩ শে জুন, ২০২৪  সকাল ৮:০৪
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ
৫| 
২৩ শে জুন, ২০২৪  বিকাল ৫:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
 
২৪ শে জুন, ২০২৪  রাত ১২:৫৯
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ
৬| 
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
 
২৪ শে জুন, ২০২৪  রাত ১:০৫
আরেফিন৩৩৬ বলেছেন:
৭| 
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৫৭
হাসান জামাল গোলাপ বলেছেন: কেউ মনে রাখে না, হয়ত রাখতে নেই সেজন্যই।
 
২৫ শে জুন, ২০২৪  রাত ১২:৫৩
আরেফিন৩৩৬ বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২৪  রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: আরেফিন৩৩৬,
চমৎকার একটি কবিতা!
কেউ কিছু মনে রাখেনা.........................