নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

গোপন ভূমিকম্প

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২২

শরমে কইতেও ফারি না ফুলীর মারে লাগে আঁর ভালা।
দিলটা আঁর কুহু কুহু করে।
চশমার নীচ দিয়া দেহি সোনার কইতর বাকুম বাকুম করে।
ছাত্রদলের পেম পিরিতি ভালাই লাগে না,
মুনঞ্চায় কইয়া দেই --
যাহা লীগ তাহাই দল।
সব জনগণ আঙ্গো পিছে চুঙ্গা ভইড়া মু*।
এইবার বুঝ, দিছি না প্যাঁচ লাগাইয়া?

দূর হালা! করতে চাই রাজনীতি খালি লাগানোর কতা আহে!
পেটটা আর চ্যাটটা লইয়া রাজনীতি করি ভূমিকম্পের।
আরে মিয়া আঁই তো গাছ লাগানোর কতা কই!
এই দ্যাশে আযাযিল ফেরেস্তা দেহো না মিয়ারা?
ঐডাই তো বীর, বীর।

বেডারা মালডা চিনলো না--
ও সরি মেডা না সরি মেধা।
চিনলো না, জাঙ্গিয়ার নীচে কত থাকলাম
চিনলো না।
বেডারা কত সুন্দর ঘুরে
হালার রাজনীতি!
হঠাৎ কইরা ডাক দিছে আগামুতার পানি নেই নাই।
খাঁড়াইয়া যাও নামাজ!
এই খাঁড়া কি ভাল্লাগে!
কও তো!
আঁর খাড়াইছেডা কি!

মনডায় চায় নয় মাত্রার গোপন ভূমিকম্প করি।
জাঙ্গিয়ার তলের আযাযিল ফেরেস্তা মনে করিয়া --
শালির বেটিরা কেউ আমারে খেলায় নেয় না।
এদিকে পরানডায় আমার চিলির ভূমিকম্প।

পেটটা আর চ্যাটটা লইয়া রাজনীতি করি ভূমিকম্পের।
পাশে থিকা ছাইড়া যাওয়া বন্ধু সাবেক বীর,
বলে!
আর যামু না তোর জমাতে,
লাগবো না তোর চানাচুর!
লেও ঠ্যালা
যাহা লীগ তাহাই দল,
আমগো এট্টু জায়গা দেও খেতারতলে মূতি

[ রম্য চ*টি রচনা, কারো সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাহাঙ্গীরনগরের সামান্য তর্কাতর্কি ভইরাল করে যারা ঐক্যও চায়, তাগো উৎসর্গ করলাম। ]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন ভাই ❤️

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: OMG কবিতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.