নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

আমরা জানতে চাই

২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬


বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠন করছে। সাধুবাদ,
তারা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করছে। কমিটির সদস্য কাদের নেয়া হয়েছে এবং হচ্ছে, তাদের নির্বাচন মানদণ্ড কি? যিনি সদস্য হতে চাচ্ছেন, তিনিই কি পারতেছেন? নাকি কোন আদর্শ, উদ্দ্যেশ্য, কর্মসূচী আছে? নাগরিক কমিটি যার ভিত্তিতে সদস্য নিচ্ছে তার ঘোষিত উদ্দেশ্য কি? কি সেই আদর্শ, উদ্দেশ্য, কর্মসুচী?

বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের পার্থক্যগুলো কি?
তারা যে রাজনৈতিক দল গঠন করবে তার অর্থনৈতিক নীতি কি?
কি ধরণের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান: পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, কল্যাণমূলক-অথবা কোনটা?
সেকুলার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান নাকি ইসলামি ব্যবস্থা?

শ্রেণী প্রশ্নে, জেন্ডার প্রশ্নে, বিভিন্ন ধর্ম ও জাতিস্বত্ত্বার প্রশ্নে তাদের অবস্থান কি?
শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি- ?
এগুলো নিওলিবারেল পুঁজিবাদি ব্যবস্থায় চালাবেন নাকি অন্য কোন ব্যবস্থা কায়েম করতে চান?
বিশ্বব্যাংক ও আইএমএফ প্রসঙ্গে তাদের অবস্থান কি? এইসব বিষয়ে তো তাদের কোন ঘোষিত অবস্থান নেই।

একটি গৌণ প্রশ্ন,
পাশাপাশি যে আন্দোলনকারী হ*ত্যা হচ্ছে তার প্রতিপক্ষ কারা? প্রতিবাদটি কার বিরুদ্ধে হবে?
পক্ষতত্ব কি? বিপক্ষ তত্ব কি?
মানুষ তাদের দলে যোগ দিবে কিসের ভিত্তিতে আর তারাই বা সদস্য বাছাই করছেন কিভাবে???

ক্ষমতার সুবিধা ভোগ করবার জন্য ধান্দাবাজ-রা যে তাদের সাথে যুক্ত হচ্ছে না সেটাই বা কিভাবে নিশ্চিত করা হচ্ছে!
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন!
তাদের দলে যে কিছু কিছু চিহ্নিত গুপ্ত বা পুরো গুপ্ত আছে তাদের ব্যাপারে রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্ত কি?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: অনেক আগেই কয়েছিলাম এরা কিংস পার্টি গঠন করবে। দেখা যাক কি করে তারা ! ব্লগে সবাই মিলে ভোট দিয়ে তাদের ক্ষমতায় নিবে আশা করি৷ :-B

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

আরেফিন৩৩৬ বলেছেন: তেমনই

২| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২০

কামাল১৮ বলেছেন: যারা এসব করছে তাদের মানদন্ড আগে দেখুন।তার পর সদস্য হোন। রাজনৈতিক দল করতে যেয়ে ইউনুস একবার ব্যর্থ হয়েছে তাই আবার চেষ্টা করছে।দেখা যাক কতোটুকু কি হয়।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


দল গঠন করে কি করবে, বাঘব বোয়ালের পেটে যাবার আগেই গৃহযুদ্ধ লাগিয়ে দিবে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

আরেফিন৩৩৬ বলেছেন: আশংকাজনক

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: বৈষম্য বিরোধীরা আসলে জামায়াত শিবির।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

মিরোরডডল বলেছেন:





যদি নতুন দল গঠন করে, আশা করবো গতানুগতিক দলের মতো না হয়ে সত্যিকার অর্থে জনগণের পাশে থাকবে।

যদিও গত সাড়ে চার মাসের পারফর্মেন্স আশানুরূপ হয়নি, তারপরও তাদের জন্য শুভকামনা।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.