নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন আর কিছু নেই, কেবল তুমি, আমি আর মাঝখানে এক অবিন্যস্ত উঠোন!

শানরাইনা

লিখতে পছন্দ করি, পাশাপাশি ছবি তুলতে (আরও অনেকের মতই)!

শানরাইনা › বিস্তারিত পোস্টঃ

২০০৬ লেখা দুটি কবিতা, এখনো সমভাবে প্রযোজ্য!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬

এখন সময়



[১]

ঝর্ণা আর জল থেকে বহু দূরবর্তী এখন বাংলাদেশ:

নদী ও নারী থেকে আর

সুন্দর থেকেও।



কামুর আগন্তুক অস্তিত্ব জুড়ে

এক ছায়া হয়ে দোলে অহর্নিশি

এক অবিরাম সন্ত্রস্ত চেতনা

সর্বনাশের আতংকে বিহবল।



স্বদেশের মৃত্তিকা এখন সুন্দর থেকে বহুদূর!



[২]



কারা যেন মাথার খুলিতে

শীতল ধাতব ২টি নল

ঠেকিয়ে মুচকি হাসে

সারাক্ষণ!

আমি ভয়ে জমে হীম,

জমাট বাঁধি অন্ধকারে।

এখন চারিদিকে কি আতংক?

সাড়াশি বাঁধনে আটক কবিতা

শিল্প আর সুন্দর?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

শানরাইনা বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগলো।

+++

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

পলাশ রহমান বলেছেন: ভালো লিখেছেন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: --
স্বদেশের মৃত্তিকা এখন সুন্দর থেকে বহুদূর!
স্বদেশের মৃত্তিকা এখন সুন্দর থেকে বহুদূর!

ভালো লাগলো

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৯

শানরাইনা বলেছেন: ধন্যবাদ। স্নিগ্ধ, পলাশ ও মাসুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.