![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পছন্দ করি, পাশাপাশি ছবি তুলতে (আরও অনেকের মতই)!
এখন সময়
[১]
ঝর্ণা আর জল থেকে বহু দূরবর্তী এখন বাংলাদেশ:
নদী ও নারী থেকে আর
সুন্দর থেকেও।
কামুর আগন্তুক অস্তিত্ব জুড়ে
এক ছায়া হয়ে দোলে অহর্নিশি
এক অবিরাম সন্ত্রস্ত চেতনা
সর্বনাশের আতংকে বিহবল।
স্বদেশের মৃত্তিকা এখন সুন্দর থেকে বহুদূর!
[২]
কারা যেন মাথার খুলিতে
শীতল ধাতব ২টি নল
ঠেকিয়ে মুচকি হাসে
সারাক্ষণ!
আমি ভয়ে জমে হীম,
জমাট বাঁধি অন্ধকারে।
এখন চারিদিকে কি আতংক?
সাড়াশি বাঁধনে আটক কবিতা
শিল্প আর সুন্দর?
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
শানরাইনা বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগলো।
+++
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
পলাশ রহমান বলেছেন: ভালো লিখেছেন।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: --
স্বদেশের মৃত্তিকা এখন সুন্দর থেকে বহুদূর!
স্বদেশের মৃত্তিকা এখন সুন্দর থেকে বহুদূর!
ভালো লাগলো
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৯
শানরাইনা বলেছেন: ধন্যবাদ। স্নিগ্ধ, পলাশ ও মাসুম।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।