নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন আর কিছু নেই, কেবল তুমি, আমি আর মাঝখানে এক অবিন্যস্ত উঠোন!

শানরাইনা

লিখতে পছন্দ করি, পাশাপাশি ছবি তুলতে (আরও অনেকের মতই)!

শানরাইনা › বিস্তারিত পোস্টঃ

অন্য কোনও শহরের গান

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৭

চাপা এক দমকা হাওয়ার দীর্ঘশ্বাস রাজপথে...
আনমনা এক ঝরা পাতার ধূসর ঘূর্ণিতে উড়ে উড়ে
স্মৃতির গহীনে নীরব আততায়ী হয়ে খন্ড খন্ড রোদ্দুরের ছবি
টুকরো টুকরো বিভ্রম ছড়ায় নিউরনের কোষে কোষে।

সেই সম্মোহন জালে, সেই বিভ্রম এক অলীক স্বপ্ন বুনে দেয় অকারণ
কেবলই স্বপ্ন, সেই নীলাভ ফিকে আকাশ বড্ড বর্ণ বিদ্বেষী
চেনে না রঙের বিন্যাস, বোঝে না শ্বেত আর সবুজের ব্যবধান,
বোঝে না রক-এন-রোল আর একতারার দূরত্ব, সে আততায়ী!

আকাশের ওপাড়ে মেঘেদের সুদূর চলাচলে অসীম যে সম্ভাবনা,
দূরাগত ধ্বনির মত, অখন্ড সময়-কালের ভেদরেখা ডিঙ্গিয়ে
অলীক এক স্বদেশ, এক বিবর্ণ সম্মোহন সঙ্গীত, এক অর্থহীন চাওয়া
অন্য এক জীবনের গল্প, এপাড় থেকে ওপাড়ের স্তুতি কেবলই।

অথচ ধবল তুষারের আর্তনাদ, এ শহরের কংক্রিট ধাতব অসুখ,
বয়ে চলে নিরবধি, খামচে থাকে মেধা, মনন, প্রেম, সুন্দর, আকাংখা,
বস্তুবাদী বেহায়া চোখ গ্রাস করে সব, চাপা সেই দমকা দীর্ঘশ্বাস
সে শহর পেরিয়ে, সাত সমুদ্র তের নদীর ওপাড় থেকে আছড়ে পড়ে!

একুল সেকুল ভেঙ্গে দিয়ে আনমনা সেই অসভ্য ঝরা পাতার স্মৃতি
ধূসর ঘূর্ণিতে উড়ে উড়ে, স্মৃতির গহীনে নীরব ঘাতক হয়ে খন্ড খন্ড
রোদ্দুরের ছবি, টুকরো টুকরো বিভ্রম, নিউরনের কোষে কোষে
এক নিদারুণ মূর্ছনা তুলে হঠাৎ দাঁড় করিয়ে দেয়

নিজের বিপরিতে নিজেকেই!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

শানরাইনা বলেছেন: আপনি আগেও আমার কিছু লিখায় মন্তব্য দিয়েছেন, কষ্ট করে আবার এটুকু জানাবার জন্য অশেষ ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

আসোয়াদ লোদি বলেছেন: শব্দের কারুকাজে মুগ্ধ পাঠক

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫২

শানরাইনা বলেছেন: চেষ্টা করেছি, আপনার মুগ্ধতাই আমার সবচেয়ে বেশী প্রাপ্তি। অনেক ধন্যবাদ অনুভূতিটুকু জানাবার জন্য, অনেক শুভ কামনা।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৬

শানরাইনা বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে জুন, ২০২০ সকাল ১১:৫১

বিজন রয় বলেছেন: বহুদিন পর আপনাকে ব্লগে দেখছি।

নতুন পোস্ট দিন তাহলে।

১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৪৩

শানরাইনা বলেছেন: আজকে দিয়েছি একটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.