নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইমন; আলসেমী অনেক হল, এবার উঠুন

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

একটা দুঃস্বপ্নের মধ্যে রয়েছি; সেই সকাল থেকে শুরু হয়েছে আর ঘণ কালো মেঘের মত জমতে জমতে অসাড় করে দিচ্ছে। একটা নতুন আবিষ্কৃত বিষ যেন; কষ্ট দেয় কিন্তু সম্পূর্ণ মেরে ফেলে না। বেঁচে থাকার মধু আর বিষটুকু শুধু মনে করিয়ে দেয় হাড়ে মজ্জায়। নতুন করে শীত নামল যেন এই শহরে এই কমিউনিটিতে এই ব্লগোস্ফিয়ারে। কেমন আছেন ইমন? আমাদের সমন্বিত কান্না কি আপনার কাছে পৌছে যাচ্ছে ?



মনে আছে আমাদের প্রথম যোগাযোগের কথা? প্রথমপাতা জুড়ে ইমন আর ইমন; ২০০৮ এর শেষ দিকটা? আপনাকে খুঁচিয়ে দেয়া পোষ্ট, "ইমন আপনি কিন্তু ফ্লাডিং করছেন"। আপনি স্বতস্ফূর্ত উল্লাসে এসে বললেন শরৎ, " কি করে এই বহমানতাকে আটকে রাখি?" এরপর বাকীটা ইতিহাস। মৌলিক লেখার সেই স্বতস্ফূর্ততাকে রুখবে কে? সুস্থ ধারার ব্লগিং এর ইতিহাসটা আপনার মত ব্লগার কেবল সম্মৃদ্ধই করে গেলেন। আমি আমরা মুগ্ধ হয়ে চেয়ে থাকলাম।



ইমন আমি বাধ্য হয়েছিলাম আপনাকে এই কবিতাটা উৎসর্গ করতে, মনে পড়ে?



নগরের ভেতর শেকড় শহর



নিরন্তর ক্ষরণে ভেসে যাচ্ছে রাজপথ

আমাদের প্রতিদিনকার সোমরসে

অথচ তুমি বলবে বিস্তৃত আলোর মত

ছড়িয়ে যাচ্ছে মানবতা

আর কবিতার দূর্দান্ত চিত্রকল্প

সিনেমেটিক শটের পর শট

খাট! খাট!

প্রায়শই ঈশ্বর ছাপিয়ে

মানবীয় দুরুহতা যত

মানবীয় বীররস

হাত বাড়ানো পথ



এদিকে বন্ধ্যা নগরে সবুজ ফলাতে ছুটে আসছে

শেকড়েরা সব

বৃক্ষগুলোকে উপড়ে ফেলে

আরেকটি নতুন শেকড় শহর

আলোকজ্জ্বল নগরেরই ভেতরে

কি দারুন!

নাগরিক নৈশভোজ

পা.....ন তৃপ্ত ভোগজাত ঢেকুর

দামী পাড়ার দামী সুগন্ধি দামী বুদবুদ



আর প্রতিটি এ্যামনেশিয়া আক্রান্ত সকাল

জানান দিচ্ছে

বেঁচে আছ তুমি

তোমার ভুলে যাওয়া অতীত

দাঁতের ফাঁক থেকে উঠে আসছে ব্রাশের সাথে সাথে

আর ক্ষয়ে দিচ্ছে ব্রিসল

ব্র্যান্ডেড নন-ব্র্যান্ডেড

দাঁত কিংবা ব্রাশের হাতল



আকাশের উঠানে সূর্যোদয়, চড়ুইয়ের টাটকা রক্ত যেন

ছটফটে আর ভয়ংকর লাল

কার্নিশ গলে ছলকে উঠছে! ছলকে উঠছে!

তোমার প্রাত:কালীন আয়নার ভেতর

আর তোমাকে সগর্বে জানান দিচ্ছে

এই যে তাকানো;

এই যে তাকিয়ে তাকিয়ে ভুলে যাওয়া

এই যে আয়নায় ভেতর শেকড়ের উচ্ছাস

আসলে ইতিহাসের মতন

এক নৃসংশ রাজপথ

এখানেও টিকে থাকতে হয়

এখানের স্মৃতি তালিকায় নাম ওঠাতে

করতে হয় সমুদ্র মন্থন



মনে পড়ে ইমন? আমি বাধ্য হয়েছিলাম লিখতে, "ইমন আপনার সৃষ্টিশীল ব্লগিং অব্যহত থাকুক। আশা করি ইমেজ সংকটের সহজ রাস্তায় হাঁটা দেননি। তবুও নিরুতসাহিত হতে পারেন ভেবে পূর্বের পোষ্ট ড্রাফ্ট করে দিলাম। পরিণত যোগাযোগের রাস্তাও সম্ভবত শুরু হল । আপনার গতিশীল এবং সৃষ্টিশীল পোষ্টের অপেক্ষায় আছি। ভালো থাকুন।"



আপনি আমার সকল আশংকাকে মিথ্যে প্রমাণ করে জন্ম দিয়ে গেছেন মৌলিক ব্লগিং। সাহিত্য, ইতিহাস, অনুসন্ধান আত্ম-কথনের অভূতপূর্ব সৃষ্টিশীলতায়।



ব্লগিং এর "ক্যাচাল" বিনোদনের স্থুল পথটাকে অবলিলায় অস্বীকার করে।

মৌলিক সৃষ্টিশীলতার পরিসরকে নানান রং এ রাঙিয়ে। ইমন আপনি এভাবে যেতে পারেন না। আপনাকে হারিয়ে সহযাত্রীকে হারালাম। সমচেতনার মানুষকে হারালাম। সৃষ্টিশীল ব্লগিংকে হারালাম। এটা জাস্ট হতে পারে না।



আপনি কি এখনো বলবেন? "ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল।

ধন্যবাদ।" এতটা স্বার্থপর নির্মোহ হবেন?



আপনাকে হারিয়ে আমি নির্মোহ নই ইমন, দুঃখিত! কিন্তু এতটা নির্মোহ আমি সত্যিই নই। দেখুন বাংলা ব্লগাররা, আপনার পাঠকরা কাঁদছে, বন্ধুরা কাঁদছে, কৌশিক কাঁদছে, তাহসান কাঁদছে, তূর্য্য কাঁদছে, সুনীল কাঁদছে, রেজোয়ানা কাঁদছে, দূর্যো কাঁদছে। আপনার পরিচিত কে আছে যার চোখে অশ্রু নেই? ব্লগের প্রথম পাতা জুড়ে রয়েছেন কেবলই আপনি। নির্বাচিত পাতায় রয়েছেন কেবলই আপনি।



অনেক হল; ইমন আমাকে আরো খোঁচাতে উৎসাহ দেবেন না, এবার আমি কিন্তু সত্যি সত্যিই আপনাকে রাগিয়ে দেব। সেটা যে আমি করতে পারি তা আপনি জানেন। অনেক আলসেমী হল, এবার উঠুন। জাস্ট গেট আপ! ২০১৩ মাত্র শুরু হল; অনেক লেখা লিখতে হবে আপনাকে। ধারাবাহিকভাবে লিখে যেতে হবে। সামনের শুক্রবারে মসজিদে যেয়ে আপনাকে ছুঁয়ে আসতে চাইনা ইমন। সৃষ্টিশীল ব্লগিংকে এগিয়ে নিতে হবে ইমন।



ইমনকে আজিমপুরে কবরে শোয়ানোর সাহস আমার হয়নি। সহ ব্লগারকে ছুঁয়ে এসেছি মাত্র।



ইমন দুঃখিত; আপনাকে বিদায় জানাতে পারবোনা আমি কোনদিনও।



মন্তব্য ৬৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

কৌশিক বলেছেন: আমার মনে আছে ইমন ভাইকে ভোট দেবার জন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে যারা তার পক্ষে মন্তব্য করছিলো, সবাইকে তিনি নাম ধরে ধরে ধন্যবাদ জানিয়েছিলেন। আমি কখনই আমার পোস্টের মন্তব্যের উত্তর দেয়ার সৌজন্যতা খুব একটা দেখাই নাই, কিন্তু ইমন ভাই অন্যের পোস্টে যারা তাকে নিয়ে মন্তব্য করছিলেন - তাদেরকে সম্মান জানিয়েছিলেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

শরৎ চৌধুরী বলেছেন: এমন গুনী মানুষ, বাংলা ব্লগিংকে যেভাবে সম্মৃদ্ধ করেছেন, সেটা নতুন প্রজন্মের সকল ব্লগারদের শেখা উচিৎ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

আতাউররহমান১২০০৭ বলেছেন: onek boro ekjon bakti ke amra haralam.imon vai ke harano bishal ek shunnota.

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: সৃষ্টিশীল ব্লগিং এর কেন্দ্রীয় মানুষদের একজন তিনি। তার কাছ থেকে নতুন প্রজন্মের ব্লগারদের অনেককিছু শেখার আছে মৌলিক ব্লগিং এর বিষয়ে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

চির শান্তিতে থাকুন ব্লগার ইমন ভাই, সবাই দোয়া করবেন তাঁর জন্য....

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই কান্ডারী নিশ্চয়ই। অশ্রুভেজা চোখে তাঁকে কেবলই মনে পড়ছে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

নীরব দর্শক বলেছেন: চার দিন নষ্ট থাকার পর দুপুরে ল্যাপটপ ঠিক করে খুশি মনে বাসায় ফিরেছিলাম। অন লাইনে ঠুকেই ফেসবুকে বড় একটা ধাক্কা। ইমন ভাই আর নেই। বিশ্বাস হচ্ছিল না। স্ক্রলিং করছি আর পাচ্ছি হোম পেজ ইমন ভাইয়ের শোকে ভরা।

মাত্র দুই দিন আগে তার ১৫০০ তম পোস্ট দিলেন আর আজ........

একজন অল রাউন্ডার ব্লগার আজ হারিয়ে গেল..........

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শরৎ চৌধুরী বলেছেন: দর্শক, জীবশ্ম ব্লগার হিসেবে বলি। ব্লগের স্থুল বিনোদনমূখিতার কাঁদায় এরকম একজন ব্লগার সহাযাত্রীকে হারানোর বেদনা যে কি গভীর শোকের তার ভাষায় প্রকাশ করা কঠিন।

সারাদিন ধ্বকধ্বক করে বুক শুধু কেঁপেছে। একজন সৃষ্টিশীল ব্লগার খুব সহজ প্রাপ‌্য নয় তা নিশ্চয়ই আপনাকে নতুন করে বলতে হবে না।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

অগ্নির বলেছেন: কোনদিনও যাকে দেখা হয়নি আজ তার চলে যাওয়ায় চোখের পানি থামছেনা । কোনকিছুই যখন ভালো লাগেনি তার ব্লগে নীরবে ঢুকে সময় কাটিয়েছি কত ! অস্থির এই ব্লগে তার ব্লগ ছিল একটা মানসিক শান্তির জায়গা । এত তাড়াতাড়ি কেন ? এভাবে কেন চলে গেলেন ইমন ভাই !

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

শরৎ চৌধুরী বলেছেন: এই গভীর বেদনা একটা বিষের মত আমার সারা শরীরে ছড়িয়ে গেছে। ব্লগিংকে যারা ভালোবাসে, ব্লগিংকে নিয়ে যারা স্বপ্ন দেখে তাদের সংখ্যা খুব বেশি নয়। সহযাত্রী হারানোর কষ্ট আপনাকে কি করে বোঝাই?

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

ফিরেদেখা বলেছেন:
শ্রদ্ধা ভালোবাসায় ইমন জুবায়ের থাকবেন আমাদের অন্তর জুড়ে।

ব্লগে সুস্থ্য সুন্দর পরিবেশ রক্ষার্থে সর্ব্জন শ্রদ্ধেয় ইমন জুবায়ের হোক সকল ব্লগারদের আদর্শ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

শরৎ চৌধুরী বলেছেন: সৃষ্টিশীল ব্লগিং এর জন্য ভালো মানুষ হওয়াটা যে কি জরুরী তা কিভাবে যে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। সহযাত্রীকে হারালাম ফিরেদেখা। অতি আপন একজনকে হারালাম।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

নিশাচর ভবঘুরে বলেছেন: যাদের কারনে আমার সামু ব্লগ পড়া শুরু করা এবং এখানে লেখা শুরু করা, তাদের সামনের সারিতে ইমন ভাই।


এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায়না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

শরৎ চৌধুরী বলেছেন: বারবারই একটা কথা মনে হচ্ছিল। নট লাইক দিস নট লাইক দিস। সৃষ্টিশীলতা খুবই দূর্লভ নিশাচর, এই ক্ষতি মনে নিতে মেনে নিতে পারছি না।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।:(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

শরৎ চৌধুরী বলেছেন: এই প্রস্তাব নিশ্চয়ই বিবেচনা করা হবে।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইমন ভাই, রেস্ট ইন পিস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

শরৎ চৌধুরী বলেছেন: সৃষ্টিশীল ব্লগিং অব্যহত থাকুক। ইমন সবার প্রেরণার জায়গা হোক।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
:( :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

শরৎ চৌধুরী বলেছেন: ..........................................স্তব্ধ হয়ে বসে আছি।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

পারভেজ আলম বলেছেন: ইমন জুবায়েরকে বিদায় জানানো সম্ভব না। আমিও জানাই নাই। কিন্তু ওনাকে একমাত্র কাজের মাধ্যমেই ধরে রাখা সম্ভব।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

শরৎ চৌধুরী বলেছেন: ইমনের সৃষ্টিশীলতাকে চর্চা করলেই ইমন বেঁচে থাকবে। মৌলিক ব্লগিং হোক বাংলা ব্লগিং এর দিক নির্দেশনা।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

নোবিতা রিফু বলেছেন: :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

শরৎ চৌধুরী বলেছেন: রিফু, কি যে কষ্ট কি যে বেদনা।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

রাতের বাংলা বলেছেন: সপ্তাহখানেক আগে একসাথে বসে কথা বলা মানুষটা নেই.......কি বলবো আমি?????

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

শরৎ চৌধুরী বলেছেন: কি যে ঘটেছে বর্ননা করতে পারছি না। পুরোই অসাড় হয়ে গেছি।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

ফারাহ দিবা জামান বলেছেন: আর প্রতিটি এ্যামনেশিয়া আক্রান্ত সকাল
জানান দিচ্ছে
বেঁচে আছ তুমি
তোমার ভুলে যাওয়া অতীত
দাঁতের ফাঁক থেকে উঠে আসছে ব্রাশের সাথে সাথে
আর ক্ষয়ে দিচ্ছে ব্রিসল
ব্র্যান্ডেড নন-ব্র্যান্ডেড
দাঁত কিংবা ব্রাশের হাতল===============


তিনি বেঁচে থাকবেন নিশ্চয়, জেগে উঠবেন তার আলোক বিচ্ছুরিত অতীতের সাথে।
আত্মার মাগফিরাত কামনা করছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

শরৎ চৌধুরী বলেছেন: মৌলিক সৃষ্টিশীল ব্লগিং এর পথনির্দেশক হিসেবে ইমন বেঁচে থাকুন। প্রিয় সহযাত্রী হিসেবে বেঁচে থাকুন।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

অপরিনীতা বলেছেন: ইমন ভাইকে আমরা কেউ কোনদিন আমাদের অন্তর থেকে হারিয়ে যেতে দিব না। আমি মাঝে নানা কারণে ব্লগে আসিনি, কাজের ফাঁকে সময় করে উঠা হয়নি, কিন্তু আজ ইমন ভাইয়ের কাছে আমার সব কাজ যেন তুচ্ছ মনে হচ্ছে। আজকে সারাদিন মাথায় শুধু ইমন ভাইয়ের কথা গুলোই ঘুরপাক খেয়েছে।

আমার সামু মডারেশন প্যানেলের কাছে অনুরোধ থাকবে, ইমন ভাইয়ের লেখাগুলো যেন ব্লগ থেকে কোনভাবেই হারিয়ে যেতে না পারে। আমাদের ভালোবাসা যেন এত দূর্বল না হয় যে আমরা সহজেই ইমন ভাইকে ভুলে যাই। তাঁর লেখা গুলো আমাদের সম্পদ। এই সম্পদগুলোকে আজীবন রক্ষা করার জন্য সামুর মডারেশন প্যানেলকে সচেতন হবার অনুরোধ থাকলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: ইমন সবসময়ই আছেন আমাদের সাথে। আপনার প্রস্তাব অবশ্যই বিবেচনায় থাকবে।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

শের শায়রী বলেছেন: ব্লগীং শুরু থেকেই ওনাকে অনুসরন করছি, ভবিষ্যতেও করে যাব। ভাল থাকবেন ইমন ভাই। শুধু লেখাপড়েই আপনাকে গুরুর মর্যাদা দিয়েছিলাম। অগ্রগামী ব্লগারদের আলাপ থেকে জানলাম একজন ঋষিতুল্য মানূষ ছিলেন।পরিচয় না থেকেও হৃদয় ছুয়ে গেল। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনুরোধ করি ওনার জীবন বৃত্তান্ত লিখে ষ্টিকি করা হোক। আমার বিনম্র শ্রদ্বা ইমন ভাইর প্রতি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: আপনার প্রস্তবনা গুরুত্ব সহকারে বিবেচনায় থাকবে।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

সবুজ ভীমরুল বলেছেন: কিছুক্ষন আগে খবরটা শুনলাম!!!

বেশ একটা ধাক্কা খেলাম। বার বার মনে হচ্ছে উনার তথ্য সম্বৃদ্ধ লেখা আর পাব না!! এরকম করে লেখা কেও কি লিখতে পারে???

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: এটা যে কি হারানো সবুজ, বোঝাতে পারব না। ব্লগিং এর ভালোবাসা যাদের আছে তারা বুঝছেন কি হারিয়েছি।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

ভিয়েনাস বলেছেন: তিনি চিরদিন বেঁচে থাকবেন বাংলা ব্লগ জগতে প্রতিটা ব্লগারের অন্তরে।

ইমন ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: ইমন বেঁচে থাকবেন সৃষ্টিশীলতায় আর মৌলিকত্বে। প্রতিটি নতুন ব্লগারের এটাকে পথ নির্দেশনা হিসেবে নেয়া দরকার।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

এম ই জাভেদ বলেছেন: ব্লগে নতুন । ইমন জুবায়ের কে সবে মাত্র চিনতে শুরু করেছিলাম। আজ ব্লগে লগ ইন করেই প্রচন্ড এক ধাক্কা খেলাম। যেন কেউ একজন আমাকে হাই ইলেকট্রিক ভোল্টেজের শক দিয়েছে। জানিনা এত অল্প সময়ে তাকে কেন এত আপন মনে হচ্ছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

শরৎ চৌধুরী বলেছেন: এ যে কত গভীরের শোক, কতটা নিবিড়ে এর আঘাত অবর্ননীয়।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

সুনীল সমুদ্র বলেছেন:

আপনার পোস্টের কথা আর কবিতা ইমন জুবায়েরের চলে যাওয়াটাকে যেন আরো বেশী বিষন্নতায় মনে করিয়ে দিলো।

ঠিকই বলেছেন, ২০১৩ মাত্র শুরু হল; অনেক লেখা লিখতে হবে ইমনকে...।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

শরৎ চৌধুরী বলেছেন: ইমনকে হারানো যে কি শোকের, কি বেদনার সুনীল তা বোঝাতে পারব না। সৃষ্টিশীলতা দিয়েই বাংলা ব্লগিং কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসি আবার তার কাছেই ফিরে যাই...মাত্র কয়দিন পৃথিবীর রঙ্গ শালায়..ওর মধ্যেই অনেকে মহান হয়ে ওঠেন,,অবিস্মরণীয় হয়ে ওঠেন...শ্রদ্ধেয় ইমন ভাই সুখে থাকুক এই কামনা করি্

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: এক শোকস্তব্ধতার মধ্যে আছি। যেখানেই থাকুন ভালো থাকুন ইমন।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রচন্ড মন খারাপ লাগছে। নির্মম সত্য কথা আবারও মনে পড়ে গেল, মানুষ হিসেবে আমরা বড়ই দূর্বল- প্রিয় মানুষ গুলোকে আটকে রাখার ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি। অসময়ে প্রিয়জনকে হারানোর এই হাহাকার কখনই থামবার নয় শরৎ ভাই। খানিকটা অভিমানও হচ্ছে আমার। ভালোবাসার গভীরত্বের প্রমান চেয়ে একজন ভালোবাসার মানুষের চলে যাওয়া উচিত?? :( :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

শরৎ চৌধুরী বলেছেন: ভালোবাসার গভীরত্বের প্রমান চেয়ে একজন ভালোবাসার মানুষের চলে যাওয়া উচিত??

এভাবে যাওয়া ইমনের? না না না না মেনে নেয়া যায় না কিছুতেই।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

দূর্যোধন বলেছেন: কিছুই বলার ভাষা নেই । সকালবেলাই আমি হতভম্ব , বিমর্ষ হয়ে গেছি । একবারও ছুঁয়ে দেখার সাহস করে উঠতে পারিনি আজ জানাজার পর , ইমন জুবায়ের ভাই মৃত- এ বিষয় মাথা থেকে সরানোর চেষ্টা করে যাচ্ছিলাম অবিরত ।

সাচ এ গ্রেট লস ! গ্রেট লস !

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শরৎ চৌধুরী বলেছেন: এ যে কি গভীর বেদনা। কি করে বোঝাই?

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

িশশু দর্পন বলেছেন: ইমন ভাই আমাদের মাঝে বেচে থাকবেন । খুব কষ্ট হয় যখন ভাবি কেন ইমন ভাইয়ের সাথে আগে থেকে পরিচয় হল না ?? আপনার প্রতি আমার সালাম রইলো ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা দর্পন। ইমনকে যে কিভাবে মিস করছি, বলে বোঝাতে পারব না।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

ডাইস বলেছেন: পারভেজ ভাই একটা প্রস্তাব রাখসিল এবারের অপরবাস্তব হুমায়ুন আহমেদ+ইমন জুবায়ের করার জন্য। এ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষন।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

সাধারণমানুষ বলেছেন: সামুতে আসার অন্যতম কারন ছিলো এই ঋষি ........ কারন আমি জানতাম ব্লগে আসাটা সার্থক হয়ে যাবে অনুসারিত পাতায় গিয়ে এই ঋষির জ্ঞানি পোস্ট পড়ে।

ইমন ভাই এর সাথে সরাসরি কোনদিন কথা হয়নি দেখাও হয়নি তাও কেন জানি একটা শোকস্তব্ধতায় আছি সকাল থেকে।

ভালো থাকবেন ইমন যুবায়ের...

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

স্বাধীকার বলেছেন:

নিজের একটি গোপন আকাংখা ছিলো, কোনোদিন যদি সামনে পাই, পায়ে হাত দিয়ে সালাম করবো রাস্তায়, রেস্তোরায় কিংবা বইমেলায়, অনুমতিও নিবোনা। বড় শ্রদ্ধার নির্বিবাদী কিংবদন্তী মানুষ ব্লগার ইমন যুবায়ের সামুর আত্মার আত্মীয়। নির্মম সত্য, বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে, আর কোনোদিন নতুন গবেষণাধর্মী তথ্য প্রমানসহ কষ্টকরী পোস্ট নিয়ে আর হাজির হবেন না-তিনি।

ইমন যুবায়ের, চিরকুমার পড়ুয়া এই ব্লগার আমাদের মতো অন্ধজনকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন ইনকা, আজটেক, মায়া সভ্যতা দেখাতে। কখনো ইউরোপের প্রস্তুরযুগ, তারেকের আন্দালুস কিংবা গ্রানাডায়। ঘুম ঘুম চোখে শুনিয়েছিলেন কিতারোর বৌদ্ধিক মায়াময় সঙ্গীত।
ইমন যুবায়ের পথ দেখাতে দেখাতে নিয়ে গিয়েছিলেন, হরপ্পা মহেঞ্জোদারো নগরের রাস্তায়, দেখিয়েছিলেন সিন্ধু পার হয়ে আসা জরথ্রুস্টের আজকের ভারতের টাটা পরিবারকে। চুপ হয়ে শুনতে বলেছিলেন মনিবাদের বানী, জরথ্রুস্টের অমর ভাবনা।...............
আর কোনোদিন নতুন তথ্যের জন্য সার্চ করা হবেনা ইমন ভাইয়ের নতুন পোস্ট গুলো। কেবল পরবর্তী প্রজন্মকে এটাই বলতে পারবো যদি বিন্দুমাত্রও শিখতে চাও একবার শুধু একবার ঘুরে আসো ব্লগার ইমন যুবায়েরের সামুর ব্লগবাড়ী। আর কোনোদিন দুই লাইনের একটি মন্তব্য দিয়ে বেশী বুঝার জন্য আশায় আবদার করবোনা আরেকটি নতুন বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট পোস্টের, জবাব দেখার জন্য গিয়ে মন্তব্যের উত্তরে দেখবোনা লেখা আছে, ‘‘ইচ্ছা আছে, চেষ্টা করবো, ধন্যবাদ’’
এত এত গুনগ্রাহী সচেতন ব্লগার যার অনুসারী ভক্ত মঙ্গলার্থী, তাদের প্রার্থনা নিশ্চয় ঐশ্বর মূল্যায়িত করবেন। তার আত্মা থাকবে শান্তিতে, আমাদেরই মাঝে, আমাদেরই হয়ে।।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

জুল ভার্ন বলেছেন:
গত আগষ্ট মাসে আমার অফিস ফোনে একটা কল আসে। রিসিপসনিষ্ট আমাকে জানালেন-ইমন জুবায়ের নামে এক ভদ্র লোক কথা বলতে চান। আমি জানতে চাই-কোন কোম্পানী/অফিস থেকে কল করেছে এবং কি বিষয়ে কথা বলবে জেনে আমাকে জানাও। রিসিপসনিষ্ট জানালেন- সামহ্যোয়ারইন ব্লগ থেকে-রিসিপসনিষ্ট জানালেন-উনি পরিচয়ে বলেছেন- আমি “ইমন জুবায়ের”-আমরা সহ ব্লগার! আমি বিস্মীত আমার পাঁচ বছরের ব্লগিং জীবনে ব্লগে সরাসরি যোগাযোগ আছে-তেমন ব্লগারের সংখ্যা তিন আংগুলের সব কটা কড়া গোনায় সীমাবদ্ধ। উপরন্তু ব্লগের কেউ আমার অফিসের নম্বরে যোগাযোগ করবে-তেমন কোনো ব্লগারকে অফিসের নম্বর আদৌ দেয়া হয়নি। আমি কল রিসিভ করে বিস্ময়ে বলি-“প্রিয় ইমন জুবায়ের ভাই সালাম। কিভাবে পেলেন আমার এই নম্বর?” উনি আমাকে বিস্মীত করে, শান্ত স্নিগ্ধ বিণয়ী কন্ঠে আমাকে মুগ্ধ করে বললেন-“প্রিয় জনদের/--- জনদের নম্বর পাওয়া খুবই সোজা-আমি আপনার বিজনেস ওয়েব সাইট থেকে নম্বর পেয়েছি।“ শুভেচ্ছা বিনিময়ের পর আমি বিনীত ভাবে জানতে চাই-আমি কি তাঁর কোনো প্রয়োজনে আসতে পারি? তিনি বিনয়ের সাথে জানালেন-না কোনো প্রয়োজনে নয়, সামুতে আপনাকে নিয়ে ব্লগার মোজাম হক একটা পোস্ট দিয়েছে-সেটা পড়েই আপনাকে কল করেছি......(বাকী যতসামান্য আলাপচারিতা উল্লেখ করা অপ্রয়োজনীয়)।

প্রিয় ইমন জুবায়ের(আমি লিখতাম/বলতাম ইজু) আপনার লেখার পাঠক হিসেবে আর সহ ব্লগার হিসেবে আমাদের মধ্যে যে যোগসূত্র ছিল-সেই যোগসূত্রকে অতিক্রম করেছিল আপনার সাথে ৮/১০ মিনিটের কথোপথন-যা আমার জীবনে অন্যতম এক অর্জন। ইনিই আমাদের ইমন জুবায়ের ভাই, সামহ্যোয়ারইন ব্লগের সকলের প্রিয় ইমন জুবায়ের ভাই। আপনার অজস্র বৈচিত্রময় লেখনী পড়ে আমরা অনেক কিছু জেনেছি। আপনি ছিলেন সকল অজানাকে জানার জন্য “একক উকিপিডিয়া”-আমরা এখন কার কাছে জানবো? কার কাছে শিখবো?? আপনার শূণ্যতা কোনো দিন পূরণ হবেনা। মেধা ও মণনে, সততা ও বিনয়ে, সৃজনশীলতায় আপনি সামহ্যোয়ারইন ব্লগে অনন্য এবং একক আইকন। আপনাকে মনে রাখবো শ্রদ্ধা আর ভালোবাসায়।

আপনার মৃত্যু আমার শরির ও মনে মৃত্যুর হিম শীতলতা বৈয়ে দিচ্ছে। আপনার মৃত্যু সামহ্যোয়ারইন ব্লগের অজস্র ব্লগারদের সত্যিই স্বজন হারা করেছে-ব্যক্তিগত ভাবে আমি হারিয়েছি আমার একজন শুভার্থী।

প্রার্থনা,আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।




আবার কাঁদলাম ।

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

জানা বলেছেন:



গভীর বেদনায় মোড়া এই লেখাটা পড়ে বিষন্নতায় ডুবে গেল মন আরও প্রিয় @শরৎ।

একটা গাঢ় ধুসর কুয়াশা ছেয়ে রইলো সারাটা হৃদয়জুড়ে। কিছুতেই স্বস্তি পাচ্ছিনা! প্রিয়জনের চিরবিদায় বেলায় দূরে রইলাম! এই বেদনা ভীষন ভারী! ইমন জুবায়ের, আমাদের একটি প্রিয় নক্ষত্র হারিয়ে গেল চেনা আকাশ থেকে। সত্যি কথাটা কোনভাবেই মেনে নিতে মন চাইছে না!

এইতো সেদিন, মাত্র ২১দিন আগে, ১৩ই ডিসেম্বর, সন্ধ্যেবেলা সর্বশেষ আমার সাথে তাঁর মিনিট ছয়েক কথা হয়। তিনিই আমায় ফোন করে স্বভাবসুলভ বিনয়ে জানতে চাইলেন, আমি কাজে আছি কিনা। আমার শত ব্যস্ততায়ও আমি কখনও এই গুনী মানুষটির সাথে একটু কথা বলবার সুযোগ হাতছাড়া করিনি। সামনাসামনি কখনও তাঁকে না দেখেও মনে হতো অনেক চেনা, অনেক আপন আর অনেককিছু জানার/শেখার একটি খনি তিনি। হয়তো সর্বোসাকুল্যে তাঁর সাথে আমার ৫/৬ বার ফোনে কথা হয়েছে। আমাদের কথোপকথনের বেশীটা জুড়েই ছিল সঙ্গীত, স্বদেশ এবং সাম্প্রতিক ঘটনাবলী। ঘুরে ফিরে বারবার সেই সুর, বিভিন্ন রাগ/রাগাশ্রয়ী গান এবং আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে কথা হয়েছে। মনে পড়ে, একবার ইমন কল্যান, রাগ আশাবরী আর রাগ বেহাগ নিয়ে তাঁর সাথে আমার বেশ খানিকক্ষণ আলাপ হয়। জানান, ইমন কল্যাণ এবং রাগ বাহার এ তাঁর বিশেষ দুর্বলতার কথা। তার বেশ কিছু উদাহরণ তাঁর কাছ থেকে পেয়ে আমি মুগ্ধ হয়েছি ভেবে যে, সঙ্গীতে কেবলমাত্র ভালবাসা থেকেই একজন মানুষ নিজেকে কতভাবে সমৃদ্ধ করেছেন, কত জানেন তিনি।

রবীন্দ্রনাথ এবং লালন নিয়েও কত কথায় মেতেছি আমরা সেই ফোনেই। লক্ষ্য করেছি, তাঁর প্রকাশের কোন উচ্ছসিত মাত্রা নেই। না ভাল লাগায় না মন্দে। বলতেন, কথা বলতে আমি ভালবাসী না যতখানি ভালবাসী লিখতে এবং পড়তে। ব্যস্ততা কম থাকলে আমি পড়ে এবং লিখেই সময় কাটাতে সবথেকে ভালবাসী- কথাটা জানিয়েছিলেন বছর দু'য়েক আগে। ব্লগিং এবং ব্লগারদের শক্তিমত্তা নিয়ে তাঁর গৌরবের কথাটিও জানতে পেরেছি কোন একটা দু'টো আলাপচারিতায়।

২০১১ সালের জুনের মাঝামাঝি একটা সময়। আমাদের এক খুব ভাল মিউজিক কম্পোজার ও গাইয়ে বন্ধু 'ব্লুজ' এর আদলে কিছু বাংলা গান করার কথা ভেবে একজন ভাল গীতিকার খোঁজ করছিলেন। এসময় ইমন যুবায়েরের কথাই আমার সব'চে আগে মনে পড়ে। আমি ফোনে ইমন ভাইকে কথাটি জানলে তিনি খুশী হয়ে রাজী হয়ে যান। যতদূর জেনেছি তাঁরা একসাথে চমৎকার কিছু বাংলা 'ব্লুজ' তৈরী করে ফেলেন। আমি জানি, সময় করে আমি তাঁর লেখা সেই গানগুলো শুনবো তবে আমার ভাল লাগার কথাটি তাঁকে সরাসরি আর বলার সৌভাগ্য হলোনা! অনেক দূরে চলে গেলেন প্রিয় ইমন ভাই! খুব অসময়েই চলে গেলেন!

এই প্ল্যাটফর্মটির প্রতি তাঁর গভীর মমতা ছিল। তাঁর অসামান্য অবদানে আমার মাথানোয়া কৃতজ্ঞতা। আমরা কেউই কখনও আপনাকে ভুলে যাব না প্রিয় ইমন ভাই। আপনার জন্য সর্বোচ্চ শান্তি নিশ্চিত হোক।


৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

শাকিলা জান্নাত বলেছেন: চশমা ছাড়া আজ বড়ই বেমানান লাগছে। নীরব কান্না ঝরছে।

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

আহমাদ জাদীদ বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ যেন তাঁকে ওপারে ভালো রাখেন, এই কামনা করি ।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শরৎ

ব্লগে লিখিনা অনেকদিন।
সাগর রুনীর ছবিটা দেখলে কি ভীষন কষ্ট যে হয়!
ব্লগে না লিখলেও না পড়ে থাকিনা কখনোই......

ইমনের চলে যাওয়াটা এত আকস্মিক ।এত বেদনার!
ছেলেটা আসলেই অবাক করলো এভাবে চলে গিয়ে !
প্রার্থণা করি আল্লাহ ওকে শান্তিতে রাখুক।

ভালো থাকবেন শরৎ।
শুভকামনা।


৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: হৃদয়ের গভীরে ছুঁয়ে গেলো লিখাটা.......।

ইমন ভাই যেখানেই থাকুক ভালো থাকুক।

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

ইন্তাজ ভাই বলেছেন: ইমন ভাইয়ের মত আর কোন ব্লগার বাংলা ব্লগিং জগতে আসবে কিনা জানিনা

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

~মাইনাচ~ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন,

উনার জন্যই ব্লগে আসতে হল আজ।

আমার খুবিই প্রিয় একজন ছিলেন সামুতে। যাঁর লেখা আমি মন দিয়ে পড়তাম যেটুক পড়তাম। এই মহান অতুলনীয় ব্লগারের স্থান পূরণ হবার নয়। এমন নিরলস, নির্ভেজাল, শান্তিপ্রিয়, হাসি খুশি, স্নেহশীল, পরসহীষ্ঞু, একনিষ্ঠ লেখক এ ব্লগ জগতে আর একটারও সৃষ্টি হবেনা আমি নিশ্চিত করেই বলতে পারি। ব্লগে আহংকার করার মতন একটা যে একটা জায়গা ছিল সেটা আজ আর রইলনা।


উনি যেখানেই গেছেন যেন শান্তিতে থাকেন, আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন। আল্লাহ উনার জীবনের সব পাপ মুছে দিয়ে কবরে শান্তি বর্ষিত করুক।



আচ্ছা উনার জন্য সবাই পোষ্ট দিয়েছেন অনেক অনেক, ভাল কথা। কিন্তু কেউ কি মনে মনে একটিবার হলেও একটা সুরা পাঠ করে দোয়া করেছেন। হয়তো করেছেন অনেকেই। আমিও করলাম।

৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

অনীনদিতা বলেছেন: হৃদয়ের গভীরে ছুঁয়ে গেলো লিখাটা.......।

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

antaramitu বলেছেন: চির শান্তি...............

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

আমিনুর রহমান বলেছেন: ইমন ভাই তুমি ভালো থেকো। তুমি থাকবে আমাদের অন্তরে।

৪২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: শরৎ ভাই গর্প পড়েন।মামা ভাগ্নে যেখানে পরাজয় নাই সেখানে

৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

নেক্সাস বলেছেন:
ইমন; আলসেমী অনেক হল, এবার উঠুন

ইমন ভাই ভাল থাকুন ওপারে

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

নিবেদীতা বলেছেন: আপনি কি এখনো বলবেন? "ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।"

এত তাড়াতাড়ি.... এভাবে ....কেন.....কেন ইমন ভাই?

৪৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

নিলয় তৌহিদুল বলেছেন: পঞ্চাদশপদী বর্গমূলীয় কবিতা রীতির আবিষ্কারকঃ বঙ্গজ কবি নিলয় তৌহিদুল ইসলাম ।

# এ রীতিতে লেখা কবিতার প্রতিটি পঙ্গ্ক্তিতে ১৫টি করে বর্ণ থাকবে এবং কবিতায় সুষমভাবে তিনভাগে বিভক্ত ১৫টি পঙ্গ্ক্তি থাকবে ।

# কবিতায় বর্ণসংখ্যা ; (15*5)*3=225

আবার ,এটাকে বর্গমূল করলে 15 ফিরে আসবে ।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.