নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লেটেস্ট ক্লিকস

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৪



শহরের উপকন্ঠে অনন্য কৈশোর



আত্মকেন্দ্রীক শহরে সে এক অদ্ভুত উদার আকাশ।



আমাদের অন্তঃস্থ আগুন ও ছাই সমূহ।



আমাদের শহরে এক ঝলক বিদ্যুৎ



এক অদ্ভুত দুপুরে পাখির মত বসে থাকা





যে আকাশ মেঘের, যে আকাশ ঘোরের



কাঠামোর ভেতরে



মৃত্যুদন্ড ঘোষিত



গার্ল উইথ এ ড্রাগন ট্যটু

Drive away!!





নোনা পানির হাসি



অতীতের তীর হতে



নারীর ক্ষমতায়ন?



কিছু অদম্য স্মৃতির আলো সমূহ।



মাছরাঙ্গা চোখ



পুরোনো শহরে উৎসুক চোখ



আনন্দময়



আমাদের গোপন জানালা একলা পড়ে থাকে মৃত শহরের ধংসস্তুপে।



For LOVE and LOVE only. ভালো থেকো সেইসব কোমল ফুল আর মেঘ হয়ে নেমে এসো আমাদের শহরে। যেমন আসে অদেখা আলো, আমাদের সন্দেহবাজ ত্রস্ত অন্তরে।



ফটোগ্রাফার



নদী ডাকে আয় আয়



আমাদের জগতে নেমে আসা কিছু ভালোবাসার গান



অনন্য শৈশব



আর আমাদের জন্য বরাদ্দ রয়েছে পৃথক পৃথক সিঁড়ি এবং পৃথক পৃথক ছাদ।

মন্তব্য ৭৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫২

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী।

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৪

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর ছবি!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা লাবনী।

৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৫

chokhayrpani বলেছেন: ভালো লাগলো..... :)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৭

সঞ্জয় নিপু বলেছেন: জটিলসসসসস... হইছে । চরম ক্রিয়েটিভিটি... শরত ভাই চালিয়ে যান ... পোস্টে +++ এবং ভালোলাগা

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা নিপু।

৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০১

বোকামন বলেছেন:








ফটোগ্রাফারের প্রিভিজ্যুয়ালাইজেশন সম্পর্কে ধারনা পেলাম।
বেশ বেশ :-)

আরেকটি বিষয় লক্ষ্য করছি, আপনি ঠিক ছবিকে ফোর্স করছেন না !
যার ফলে ন্যাচারাল আবহ বিদ্যমান থাকছে

(মান যাচাই করছি না, সাধারণ পাঠকের মতামত মাত্র, ভালোলাগার প্রকাশ)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক মজার এবং এনালিটিকাল কমেন্ট। আপনার পর্যবেক্ষণ খুব চমৎকার।

প্রিভিজ্যুয়ালাইজেশন আর পোষ্ট প্রসেস দুটোই রইল...হাহাহাহা।

শুভেচ্ছা অনেক।

৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

অন্তহীন বালক বলেছেন: ক্যামেরা হাতে ইটের গলুইয়ের মাঝে ঐটা কি আপনি??
++++++++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৬

শরৎ চৌধুরী বলেছেন: না অন্ত আমি নই। আরেকজন ফটোগ্রাফার।

৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৯

Sohelhossen বলেছেন: সুপার লাইক ....

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সোহেল।

৮| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কয়েকটা ছবি অনেক ভাল লেগেছে।৫ নম্বরটা ।আর পুরোনো জানালা দারুণ। ছবিপোস্ট ভাল লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সেলিম।

৯| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৪

একজন আরমান বলেছেন:
ছবি তোলার থেকে ছবির আইডিয়া আর এডিটিং বেশি ভালো হয়েছে বস।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আরমান। ইন্টারেস্টিং কমেন্ট।

১০| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

মাঝে মাঝে ভাবি আপনাকে ছবিয়াল বলব না কবিয়াল !!!

একটা মানুষের ভেতর এতগুন কি করে থাকে অবাক হই।

++++++++ ++++++ ++++++

আচ্ছা ভাইয়া আপুদের ঠিক চিনলাম না উনারা কি মডেল নাকি :!> :!> :!>

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: উনাদের কেউ কেউ মডেল, আর কেউ কেউ সহ ফটোগ্রাফার। ছবিয়াল বা কবিয়াল নিয়ে চিন্তার কি আছে, আমি ব্লগার। হা হা হা।

অনেক শুভেচ্ছা।

১১| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৫

এসএমফারুক৮৮ বলেছেন: সবগুলো ছবি সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ফারুক।

১২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৫২

এরিস বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

মাঝে মাঝে ভাবি আপনাকে ছবিয়াল বলব না কবিয়াল !!!

একটা মানুষের ভেতর এতগুন কি করে থাকে অবাক হই।

++++++++ ++++++ ++++++

আচ্ছা ভাইয়া আপুদের ঠিক চিনলাম না উনারা কি মডেল নাকি
সহমত। সবগুলো ছবিই সুন্দর। তবে ১, ৪, ৫, ১০, ১১, ১৮, ১৯ , ২৪ বেশি ভালো লেগেছে। শরৎ ভাই, ছবিগুলোর ক্যাপশন দিলে আরও আকর্ষণীয় লাগতো। আপনি দারুণ ছবি নেন। ৯ নাম্বার ছবিটা বন্যা মির্জার মতো লাগছে!!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: ইনি বন্যা মির্জাই। আর ক্যাপশনও দিচ্ছি খুব শিগগিরি। শুভেচ্ছা এরিস।

১৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৩

হুবাস্ট্যাঙ্ক বলেছেন: উপর থেকে ২য় ফটো টা মিরপুর-১ কিয়াংসী চাইনিজের সামনের। B-)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: একদম ঠিক। শুভেচ্ছা অনেক।

১৪| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছু ফেসবুকে দেখেছিলাম, থাম্পজ আপ ব্রো!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা পথিক।

১৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

বৃষ্টিধারা বলেছেন: Khub sundor

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বৃষ্টি। ধন্যবাদ।

১৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

হুমায়ুন তোরাব বলেছেন: ++++++++++++++++

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা তোরাব।

১৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:০৭

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আপনি আছেন তাহলে এখানে এখনো। আমি তো বিরাট ব্রেক দিয়া আবার ফিরলাম :)
ছবি চমেতকার :)

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: আপনাকে দেখতে পেয়ে বেশ ভালো লাগল জায়েদ। আপনার ছবির অপেক্ষায় থাকলাম।

১৮| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দারুণ :)

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫২

শরৎ চৌধুরী বলেছেন: মাননীয় অনেক শুভেচ্ছা।

১৯| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবজেক্টগুলো দারুন!!! B-) B-) ;) ;) :P
দুরান্ত!!! কাজ!!!

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কাল্পনিক।

২০| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

নাইট রিডার বলেছেন: অসাধারণ ছবি।

কয়েকটি তো ফ্রেমে বন্দী করে দেয়ালে টানিয়ে রাখার মত।

+++++

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিডার।

২১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মনিরা সুলতানা বলেছেন: প্রকৃতি আপনার চোখে অসাধারন ভাবে উঠে এসছে ...

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা মনিরা।

২২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অন্ধকারের রাজপুত্র বলেছেন: আর সবগুলিই চমৎকার .. কিন্তু এর মাঝে কয়েকটা ছবি অসাধারণ লেগেছে...
+++++

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: রাজপুত্তুর অনেক অনেক শুভেচ্ছা।

২৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৯

রাতুল_শাহ বলেছেন: +++++++++++

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ রাতুল।

২৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৬

তুন্না বলেছেন: অসাধারন হয়েছে ছবি গুলো।
ভালো লাগলো।

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩

শরৎ চৌধুরী বলেছেন: তুন্না, অনেক অনেক শুভেচ্ছা।

২৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: ১ম ৭/৮ টা ছবির মধ্যে একটা অপার্থিব ভাব এসেছে......+++++++

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনাকে অনেক পার্থিব শুভেচ্ছা বটবৃক্ষ। +++।

২৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সবগুলোই সুন্দর +++++++++++++

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বিথি।

২৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০২

হাসান মাহবুব বলেছেন: সেইরম!

অট:...

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান। :)

২৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা মাননীয় স্যার।

২৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২১

সায়েম মুন বলেছেন: নাইস। এবার আপনার ফটোতে অনেক মডেলের আগমন দেখলাম।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা সায়েম। শুভেচ্ছা জানবেন।

৩০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৪৬

ভিয়েনাস বলেছেন: সব ছবি গুলোই চমৎকার হয়েছে :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ভিয়েনাস। :)

৩১| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ!!

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা স্বর্ণা।

৩২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকটা ছবি খুব সুন্দর হৈছে

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১২

শরৎ চৌধুরী বলেছেন: মাসুম, শুভেচ্ছা অশেষ।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর ! আপনার এই গুনটার কথা জানতাম না ।
নৌকা আর নদীর ছবিটা বেশী সুন্দর !

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অপর্ণা।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪২

সমানুপাতিক বলেছেন: অনবদ্য !

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

শরৎ চৌধুরী বলেছেন: আপনারে পুরা সমানুপাতিক হারে কৃতজ্ঞতা।

৩৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩১

এবং ব্রুটাস বলেছেন: এতো ছবি কেউ দেয়!
পোস্ট লোড হতেই বেলা শেষ !

যাক, দারুন সব ছবিতে প্লাস মাস্ট।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

শরৎ চৌধুরী বলেছেন: ব্রুটাস!! তুমিও? হাহাহাহাহা। শুভেচ্ছা অনেক। অনিচ্ছাকৃত কষ্ট দেবার জন্য দু:খিত।

৩৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৩১

ফারজানা শিরিন বলেছেন: ছবিগুলা এত বেশী আকর্ষণ করছে যে ১৫/২০ মিনিট লাগিয়ে লোড দিয়ে মন্তব্য করলাম !!!

প্রতিটা ছবি মনের কাজ । স্বাভাবিকভাবে অনেক দৃশ্য দখি কিন্তু এইভাবে চোখে লাগেনা । কিছু কিছু সাধারণ দৃশ্য অসাধারণ ভাবে দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: বেশ কষ্ট হয়ে গেল আপনার দেখছি। :)। অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা শিরিন।

৩৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২০

মামুন রশিদ বলেছেন: ক্লিকসবাজ শরৎ এর ভক্ত অনেক আগে থেকেই । ফেবুতে আপনার বেশিরভাগ ছবিই আগে দেখেছি । আমার বিশেষ ভালো লাগা ছবিগুলো..

আমাদের অন্তঃস্থ আগুন ও ছাই সমূহ ।

আমাদের শহরে এক ঝলক বিদ্যুৎ ।

এক অদ্ভুত দুপুরে পাখির মত বসে থাকা ।

অতীতের তীর হতে ।

গার্ল উইথ এ ড্রাগন ট্যাটু ।

আমাদের জন্য বরাদ্দ রয়েছে পৃথক পৃথক সিঁড়ি এবং পৃথক পৃথক ছাদ ।

+++

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: মামুন, অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা। আপনি যে আমার ছবির ট্রেইলটা জানেন তা জানতাম না। হাহাহাহাহা।

৩৮| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
অদ্ভূত সুন্দর কিছু ছবি!!
বিশেষতঃ নদী ডাকে আয় আয় ছবিটির কথা বলতেই হবে!!


পোষ্টে খুব ভালোলাগা............

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা চিল।

৩৯| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন:

কমেন্ট করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মুগ্ধ ও বোবা হয়ে গেছি :)

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: আমিনুর অশেষ অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.