| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর; জানি আমি খুব
আজ রোদের সাথে আড়ি দিয়ে
যে করবে মেঘের খুনসুটি
সেই আমার প্রিয়া
স্বার্থপর; জানি আমি খুব
আজ বুনো কদম খোঁপায়
যে পরবে কৃষ্ণচূড়া শাড়ি
সেই আমার প্রিয়া
স্বার্থপর; জানি আমি খুব
তবু ঠিকঠিক দাঁড়িয়ে থাকবো
বাসস্ট্যান্ডে, শপিং মলের নীচে
অপেক্ষা ব্যাপারটা স্বার্থপর
সে তো আমি তোমার কাছেই শিখেছি।
২|
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++
ভালো থাকবেন
৩|
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮
মামুন রশিদ বলেছেন: আজ বুনো কদম খোঁপায়
যে পড়বে কৃষ্ণচূড়া শাড়ি
সেই আমার প্রিয়া
আজ আর অন্য কারো দাবি খাটবে না, বুঝে নিলাম
+++++
৪|
২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:০১
মাহতাব সমুদ্র বলেছেন: শরত ভাইয়ের কবিতা বরাবরই ভালো লাগে। সামনে কবির সংখ্যা কম। আমরাই হবো আগামীদিনের কবি।।
৫|
২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬
বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++
৬|
২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০
মাক্স বলেছেন: সুন্দর!
৭|
২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০
হাসান মাহবুব বলেছেন: ছুইট।
৮|
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
টুম্পা মনি বলেছেন:
৯|
২২ শে জুন, ২০১৩ রাত ৮:৪২
আনজির বলেছেন: অপেক্ষা ব্যাপারটা স্বার্থপর
সে তো আমি তোমার কাছেই শিখেছি।
অন্তর ছুঁয়ে গেল।
১০|
২২ শে জুন, ২০১৩ রাত ১০:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
১১|
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা কিন্তু শুরু হতেই যেন শেষ হয়ে গেল
১২|
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৭
গোঁফওয়ালা বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা
১৩|
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++ রেখে গেলাম।
১৪|
২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৮
কাজী মামুনহোসেন বলেছেন: +++++++++
১৫|
২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৬|
২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:১৬
কালোপরী বলেছেন:
১৭|
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ওয়ান
১৮|
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৫
আরজু পনি বলেছেন:
সুন্দর কবিতা।
আমরা আসলেই বড্ড স্বার্থপর!
১৯|
২৪ শে জুন, ২০১৩ রাত ১২:১৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতা সুন্দর হইছে, প্লাস নেন।
অন্যমনস্ক শরৎ, আমি গল্প পোস্ট দিলে আপনি অন্যমনস্ক হয়ে যান কেন?
২০|
২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:০৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: রোমান্স ![]()
২১|
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪১
রাতুল_শাহ বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর প্রেমের কবিতা
হে বন্ধু আর কত প্রিয়ার অপেক্ষায়
স্বপ্ন কি বাস্তব হবেনা
এ কথা পৌঁছে যাক তার ঠিকানায়
বর্ষার উচ্ছলতায়
জানাই শুভকামনা
পূর্ণ হোক বাসনা