নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হায় বাংলাদেশঃ গদীর চেয়ার নড়েচড়ে আমার পেটে লাথি পড়ে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪















আর কিছু বলার নেই আসলে।

মন্তব্য ৬৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

প‌্যাপিলন বলেছেন: ৩ বার পঠিত ১ লাইনের পোস্ট যখন নির্বাচিত পোস্টে ঝোলে তখন আসলেই কিছু বলার থাকেনা। এইটাই বাংলাদেশের চিত্র - স্থান, কাল, পাত্র ভেদে আলাদা হয় আর কি :( :( :(

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: আপনার জন্য একটা স্মিত হাসি।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

ঢাকাবাসী বলেছেন: কি আর বলার আছে, কাকে বলবেন?

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: নিজেকেই বলছি হয়তো, নিজেদের জন্যই। শুভেচ্ছা।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

মামুন রশিদ বলেছেন: জীবনযাত্রার মান হয়ত ক্রমশ নিম্নগামী, কিন্তু জীবন থেমে নেই ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: জীবন বেশ কষ্ট করে চলমান থাকতে লড়াইরত। শুভেচ্ছা মামুন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

বৃশ্চিক রাজ বলেছেন:
ছবিগুলো অনেক সুন্দর।

অনেক ব্যাঞ্জনাইত চলার পথে কষ্ট দেয় সব কিছু জানাতে নেই, বুঝে নিতে হয়।
শুধু স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন হয় কথাটা সত্য। :( :((

এর বেশি কিছু বলার নেই ব্রাদার। :(

আমার ব্লগে ভিজিট করায় থেঙ্কস। :)

শুভেচ্ছা অগণিত। :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: আমি বুঝে নিলাম, শুভেচ্ছা অনেক।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হায় বাংলাদেশঃ গদীর চেয়ার নড়েচড়ে আমার পেটে লাথি পড়ে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: মধ্যবিত্তের হয়ত এখনো পেটে লাথি পড়েনি কিন্তু নিরাপত্তায় পড়েছে তা নিশ্চিত।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

সুমন কর বলেছেন: অসাধারণ সব ছবি!! আমাদের আসলেই কিছু বলার নাই।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা সুমন।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

আকাশদেখি বলেছেন: আমারা তো আমরাই...। এভাবেই কষ্ট করে দেশের অর্থনীতির চাকা ঠিক করব আর শালার রজনীতিবিদরা ধ্বংস করবে..

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: ভাবেই কষ্ট করে দেশের অর্থনীতির চাকা ঠিক করব আর শালার রজনীতিবিদরা ধ্বংস করবেঃ ভীষণ যথার্থ।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: এরকম ক্যামেরার ল্যান্সে দেশকে কখনো দেখিনি। ছবির ম্যাসেজটা যদিও খুব করুণ

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: বাস্তবতাও ভীষণ করুণ স্বপ্ন। শুভেচ্ছা অশেষ।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মুদ্‌দাকির বলেছেন: ভাই চলেন সবাই , না ভোটের দাবিতে জুতা মিছিল করি !!!! কি বলেন ???

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: না ভোট যেমন, তেমন, মানুষ মারে যারা তারা ভোটের যোগ্য না এইটা বলি। কোন বিশেষ দল না, কেননা সব দলই তো মানুষ মারে।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কাব্যহীন রেওয়াজ বলেছেন: প্রতিটি ছবিই অনেক বলেছে....। যথেষ্ট ....।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেওয়াজ। শুভেচ্ছা।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শিরোনামেই অনেক বললেন....তবুও আবার ছবি দিলেন...
ছবিতেও অনেক কথা...কইলেন...।

এক ছবি যদি হাজার শব্দের কথা বলে,
তবে ‘ইহা’ একটি ১৭,০০০ শব্দের পোস্ট... ;)

শুভেচ্ছা আপনাকে, অন্য মনস্ক শরৎ :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাঈন। ক্ষমতার কীটরা কি এসব শোনে, তারা কি একটুও মানে?

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

বেলাল তামজীদ বলেছেন: সুন্দর

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা বেলাল।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: কেন জানি মনে হয় প্রিয় বাংলাদেশের হাল ধরার দায়িত্বে যারা আছেন কিংবা যারা নিতে চাচ্ছেন তাদের সবাইকে মনে হয় কোন শক্তিশালী ফকির দীর্ঘদিন ধরে বশ করে রেখেছেন! না হলে ইনারা যুগের পর যুগ ধরে এইরকম এলিয়েনের মত আচরণ কেন করছেন ?

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

শরৎ চৌধুরী বলেছেন: ক্ষমতার মোহ আর কি, যেন তারা অনন্তকাল বেঁচেই থাকবেন।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

বশর সিদ্দিকী বলেছেন: ছবি কথা বলে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ বশর। আপনিও ছবির ভাষা বোঝেন।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: Cricket Bangladesh পেজে পেলাম:
নিরাপত্তা জনিত কারনে ওয়েস্ট ইনিডিজ দল তাদের সফর বাতিল করে দেশে চলে গেল।

সাব্বাস বাংলাদেশ! !!!
পাকিস্তান হতে আর কত দেরী পানজেরী???
ছাগুর বাচ্ছারা ককটেল মারবি তোদের নেতাদের পুটকিতে মার টিম হোটেলে মারলি কেন???

গেল গেল বিস্বকাপটা হাতছাড়া হয়ে গেল!!!!

খালেদা তর মনের স্বাদ পুরন হইলো। বাংলাদেশ পাকিস্তান হইলো :((

সাব্বাস শেখ হাসিনা! দেশ জ্বলে পুড়ে ছাড়খার তবু ক্ষমতা ছাড়বার নয়।
লোভী ডাইনি :@

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: পুরাই একটা মাইনকার চিপায় পইড়া গেসি।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ছবি যে মনের কথা বলে, তবু কেন শালার(রাজনীতি বিদ) কেউ বুঝে না ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: এরা বোঝে আর অংক কষে।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

আশা জাগানিয়া বলেছেন:
হয় ক্ষমতা নইলে মানুষের রক্ত, দগ্ধ দেহ !

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: একদিন মানুষ জাগবেই, এই তো আশা।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: হায় বাংলাদেশঃ গদীর চেয়ার নড়েচড়ে আমার পেটে লাথি পড়ে।

আশা জাগানিয়া বলেছেন:
হয় ক্ষমতা নইলে মানুষের রক্ত, দগ্ধ দেহ !

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ছবি যে মনের কথা বলে, তবু কেন শালার(রাজনীতি বিদ) কেউ বুঝে না ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ফাইন লাগলো বারে

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ছবি দেখে মুগ্ধ হবো নাকি শিরোনামে ব্যাথিত হবো ?? পোস্টে ভালো লাগা !

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আদনান। শিরোনামটাই তো সত্য এখন।

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি................................

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: সাবির অনেক শুভেচ্ছা।

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০

শোয়াইব আহামাদ বলেছেন: বর্ণনাতীত সুন্দর

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা শোয়াইব।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট - নাইস শিরোনাম

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৬

হেদায়েত বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/162376/small/?token_id=d35d75e8eaff0edddac6700156ddb4b3 :-/ :-/ :-/ :-/ :-/

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ধূর্ত উঁই বলেছেন: গবীর তাৎপর্যমন্ডিত পোস্ট।+

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ধূর্ত উঁই বলেছেন: গভীর তাৎপর্যমন্ডিত পোস্ট।+

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ধূর্ত। শুভেচ্ছা।

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

আবুল তাবুল বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: Cricket Bangladesh পেজে পেলাম:
নিরাপত্তা জনিত কারনে ওয়েস্ট ইনিডিজ দল তাদের সফর বাতিল করে দেশে চলে গেল।

সাব্বাস বাংলাদেশ! !!!
পাকিস্তান হতে আর কত দেরী পানজেরী???
ছাগুর বাচ্ছারা ককটেল মারবি তোদের নেতাদের পুটকিতে মার টিম হোটেলে মারলি কেন???

গেল গেল বিস্বকাপটা হাতছাড়া হয়ে গেল!!!!

খালেদা তর মনের স্বাদ পুরন হইলো। বাংলাদেশ পাকিস্তান হইলো :((

সাব্বাস শেখ হাসিনা! দেশ জ্বলে পুড়ে ছাড়খার তবু ক্ষমতা ছাড়বার নয়।
লোভী ডাইনি :

এভাবেই কি আমাদের দেশ টা চলবে ???
চমৎকার পোস্ট .।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অনেক।

২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার সব ছবি! শিরোনামে বিশেষ ভালোলাগা!

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ, ভালো থাকুন নিরন্তর।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

রন৬৬৬ বলেছেন: The corruption in Bangladesh is better known as ‘vicious cycle’. Thousands of crores (billions of US dollars) of taka gone from stock exchange, commercial banks, power sectors! One after another! By the time Hasina government gives up power, Bangladesh will again become a bottomless basket, as it happened under the Mujib government during the early 1970s. It happened when Gen. Ershad came down from power by popular uprising. Government treasury was empty after Khaleda and Hasina’s two terms ended. All the hard-earned money by poor peasants, garments workers, foreign (expatriate) workers, will just disappear after five years term! All political leaders and people in charge must be brought to justice. This corruption and financial mess cause the lack of funding for health care, village hospitals, primary schools, food and clean water, which eventually cause more poverty, illiteracy, disease, and deaths of thousands of poor people and children. So, these massive corruption committed by government means slow deaths of people - it is a kind of genocide! With corrupted money these people are sending their children to USA, Canada, UK and Australia. Law makers (MP’s) are not interested to solve these problems rather they want to grab as much money as possible during their tenure. The day will come we all pay heavy price for our own misdeed and wrong doing. What kind of city (worst inhabitable city in the world ranked 139 out of 140) are we leaving for our next generations? With corrupted money these people are sending their children to USA, Canada, UK and Australia. Eventually, they settle down in these countries and lead peaceful life.

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

অদৃশ্য বলেছেন:






খুব সুন্দর হয়েছে ছবিগুলো... নিশ্চয় আপনারই তোলা... ছবিগুলোর ভেতরে প্রশান্তি খুঁজে পাওয়া যায়...এই ছবিগুলোতে আমি এর বাইরে আর কিছু ভাবতে চাইনি...


দাদার জন্য
শুভকামনা...

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা অদৃশ্য। এই প্রশান্তিটুকু অন্তত বহাল থাকুক।

৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

তাসজিদ বলেছেন: ছবি তোলা মনে হয় আপনার নেশা।

শাগবাগে একদিন দেখেছিলাম। যথারীতি ক্যামেরা হাতে।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: কথা সত্য, ছবি তোলা আমার নেশা। অনেক শুভেচ্ছা তাসজিদ।

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বশর সিদ্দিকী বলেছেন: ছবি কথা বলে।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ তিতির।

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন সব ছবি!!

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক।

৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

আমি ইহতিব বলেছেন: টাইটেলটা দারুন হয়েছে ভাইয়া।

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ইহতিব।

৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
ক্যাপসান যতই করুন হোক, ছবিগুলো কিন্তু দারুণ!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা চিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.