নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একটা নৃশংস গল্প ;) :-0 !:#P

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

সময়টা শীতকাল, ঝিরিঝিরি কুয়াশা, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঘেউ ঘেউ করে পাগল হয়ে যাচ্ছে এলাকার কুকুরেরা। রাস্তায় কি পড়ে আছে ওটা হাড়? কিসের হাড়? মাথার উপরে বিভৎস সাদা আলো, বাতাসে কিসের যেন আভাস, আজ নিশ্চয়ই মন্দ কিছু হবে। হঠাৎ মানুষের হই হই, কি নৃশংস উল্লাস! এত বিভৎস ঘটনায় কিভাবে আনন্দ করতে পারে মানুষ! মাতাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারই মা মানে নানী; তারপর একবারও পিছনে না তাকিয়ে একটানে ছুটে চলল, সোজা নাক বরাবর। সবাই মজা পেয়ে গেছে তখন, সে কি নারকীয় উল্লাস, আগুনের ফুলকি, বিকট শব্দ। কুকুরগুলো হতবাক হয়ে দেখছে শুধু, মনুষ্যত্ব বলে কি কোন কিছুই অবশিষ্ট নেই? এতগুলো মানুষ টেনে হেঁচড়ে প্রায় আটকে ফেলেছে তাকে, কিন্তু অদম্য নানী ছুটে চলছে, সমস্ত সম্পর্ক ভুলে; এই তো লক্ষের খুব কাছাকাছি আর তখনি যেন আকাশ ফুঁড়ে নেমে এল কাকা; উড়ন্ত লাথিতে নানীকে ফেলে দিয়েই শান্ত হল না সে; সজোরে এগিয়ে গেল তার লোহার মত শক্ত ডান পা। যেন থেঁতলে দেবে নিমিষেই। ভয়ে চোখ বন্ধ করে ফেললো নানী, অপেক্ষা করতে লাগলো সেই ভয়ংকর মূহুর্তের, জীবনের সব চাওয়া শেষ হল আবার। সময় যেন থমকে গেছে। সব খেলা ফুরালো এবার।



আর তখনি ঠিক তখনি মানুষের কানফাটানো চিৎকার থরথর করে কেঁপে উঠলো মাটি;

গোওওওওওওওওওল।







মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ঢাকাবাসী বলেছেন: বাহ, ভালই লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

হাসান মাহবুব বলেছেন: হাহা! জটিল আইডিয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :(( ভয় পাইছিলাম। আপনি কি যে দুষ্টু। লল :#> :|

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা প্লিওসিন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: মুগ্ধ পাঠ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

উদাস কিশোর বলেছেন: আসলেই নৃশংস :D
চমত্‍কার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা কিশোর।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুণ! পুরো চমকে দিলেন শরৎ ভাই । নানী কে কাটিয়ে কাকা'র গোল!!

পর্তুগাল-ব্রাজিল ম্যাচ কমেন্টারি..

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মামুন ভাই।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

অদিব বলেছেন: পারিবারিক নৃশংশ গল্প! =p~ =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

শরৎ চৌধুরী বলেছেন: মজার কমেন্ট অদিব।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

শরৎ চৌধুরী বলেছেন: থ্যাশংকু।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! গোওওওল!!!!!!!!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কাভা।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

স্বপ্নীল মিহান বলেছেন: হিহিহি নাইস নাইস

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মিহান। মজা করলাম একটু। হিহি।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

বোধহীন স্বপ্ন বলেছেন: এত আইডিয়া রাখেন কই?? !:#P !:#P !:#P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

শরৎ চৌধুরী বলেছেন: হেহেহেহেহে; বুঝলেন কিনা টেকিয়ে থুক্কু ঠেকিয়ে পারি না।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

বশর সিদ্দিকী বলেছেন: এই ব্রাজিলের খেলোয়ার রা মেসির এই অবস্থা করব। মাইরের চোটে বাছাধন বারি ফিরতে পারেকিনা সেইটাই দেখার বিষয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা...পুরাই ডাই শক্ত ব্রাজিল ফ্যান।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

একজন সৈকত বলেছেন: হাহাহা।।
অনেক মজার কমেন্ট্রি :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সৈকত। হিহিহিহি।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

সকাল রয় বলেছেন:
শরত বাবু এতকাল আপনার কবিতা পড়েছিলাম। এখন থেকে গল্প শুরু করলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

শরৎ চৌধুরী বলেছেন: আররে সকাল যে, অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন?

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমি ভাবছিলাম কী না কী ! :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

শরৎ চৌধুরী বলেছেন: হিহিহিহিহিহি। অনেক শুভেচ্ছা রেজা।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,



আসলেই চমৎকার একটা গোল দিয়ে ফেলেছেন !! বার পোষ্টের ভেতর দিয়েই গেছে বলটা ..........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: দারুন কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ জী এস। কেমন আছেন?

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

ইখতামিন বলেছেন:
দারুন পোস্ট

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ইখতামিন; একটু মজা করলাম এই আরকি।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

এরিস বলেছেন: এগুলো কি ভাই! :| শেষমেশ এরকম করাটা কি ঠিক হল??

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: েহেহেহেহেহে, একটু দুষ্টুমী না করলে কি আর চলে? শুভেচ্ছা এরিস।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫০

খেয়া ঘাট বলেছেন: ক্লাসিক রম্য =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা, অনেক শুভেচ্ছা খেয়া।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৫

আমিই মিসিরআলি বলেছেন:

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ মিসিরআলি।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কাকা জার্সি গায়ে চড়িরে গত বিশ্বকাপ খেলা দেখেছি।কাকা কিন্তু হতাশ করেছিলো।

গোওওওওওলটা ভাল লেগেছে। সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা সেলিম।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

হুম্... ডিস্টিঙ্গুইসড..!

দারূন,ভালোলাগা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা গ্রানমা।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: fantastic!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বাঙালী।

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

অচিন্ত্য বলেছেন: দারুণ টুইস্ট। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: হিহিহিহি। দুষ্টামী করলাম একটু, শুভেচ্ছা অচিন্ত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.