নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার কাল্পনিক ভালোবাসা; জন্মদিনের শুভেচ্ছা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬





বাজারে কথিত আছে তিনি রমনীমোহন। নারী মাত্রই তার সৌম্য দর্শনে আকৃষ্ট হন। নানান বয়সের নানান পেশার নারীদের কাছে তিনি নানানভাবে নিজেকে উপস্থাপন করেন। কাছে টানেন কিন্তু বাঁধনে জড়ান না। কিন্তু কি তার গোপন মিশন, কি তার লক্ষ তা আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে দেশ মাতৃকার টানে, জাতীয় দুর্যোগে, যে কোন আয়োজনে তার সরব উপস্থিতি চোখের আড়াল হবার কোন সুযোগ নেই।



তিনি নিজে অবশ্য এই ধরণের প্রচারনাকে কোন এক বিরোধীপক্ষের অপপ্রচার বলেই চালিয়ে দিতে যান। সেই বিরোধীপক্ষকে আমরা আম পাব্লিকরা খুঁজে খুঁজে হয়রান হই, কিন্তু খুঁজে পাইনা। তবুও সব বয়সের নারীদের কাছ থেকে সুললিত কন্ঠের কাভা ভাইয়া ডাকটা হরহামেশাই শুনতে পাই।



কারো গোপণ প্রণয়ে, কারো বিয়ের উদ্যোগে, কারো বই প্রকাশে, শীতবস্ত্র বিতরণে, মিছিলের শ্লোগানে, সেমিনারের বক্তৃতায়, রানা প্লাজায় ত্রাণ নিয়ে ছুটোছুটিতে, বিজয় র‌্যালীতে, পোষ্টার ডিজাইনে, প্রচ্ছদ ডিজাইনে, নাটকের পরিকল্পনায়, ব্লগ দিবসের আয়োজনে, নতুন আর্টিকেল লেখায়, নতুনদের উৎসাহিত করায়, ব্লগীয় আড্ডায় এমনকি ক্যাচালে অন লাইনে এবং অফ লাইনে সব জায়গায় তার সরব উপস্থিতি। বিনয়, বুদ্ধিমত্তা, উদ্যম এবং পাবলিক রিলেশনের মজ্জাগত দক্ষতার স্বাক্ষর সবখানে। যদিও তিনি এখনো লিখে রেখেছেন: মেধাহীন ব্লগারের ব্লগে স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo





তার পরিসংখ্যান ঘাটলে দেখি



পোস্ট করেছেন: ১১৮টি

মন্তব্য করেছেন: ১০৬০৫টি

মন্তব্য পেয়েছেন: ১২০১০টি

ব্লগ লিখেছেন: ১ বছর ১০ মাস

ব্লগটি মোট ৮৭৪১৬ বার দেখা হয়েছে



শুনেছি তিনি বলে বিরাট ব্যবসায়ী, শুনেছি তার সম্প্রতি চাঁচাছোলা উন্মুক্ত ন্যাড়া মাথার প্রেমে পড়েছেন দিপীকা পাদুকন। অচিরেই রমনী মোহন এই পিআর স্পেশালিস্টকে ডাকা হবে হলিউডের একটি নতুন সিনেমায়। সাম্প্রতিক ব্লক বাস্টার অগ্নি সিনেমায় কাস্ট হবার পরও কেবল ব্যবসায়িক ব্যস্ততার কারণে সেখানে সময় দিতে পারেননি।



আজ সেই রহস্যময় ব্লগারের শুভ জন্মদিন। তাকে অশেষ অভিনন্দন। তার সকল যোগ্যতার বিকাশ ঘটুক। আমার কাছে প্রথমত এবং শেষত তিনি একজন প্রিয় ব্লগার। অনলাইন এবং অফলাইনে যৌথ অভিযানে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য তাকে অভিনন্দন! তিনি আরো পরিণত ব্লগার হয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো। আবারো শুভ কামনা, শুভ জন্মদিন ব্লগার কাল্পনিক_ভালোবাসা

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

আমিনুর রহমান বলেছেন:



আমি কাল ফাশটু হইছি আজকে :/

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: প্রথমত এবং শেষত তিনি একজন প্রিয় ব্লগার।

শুভ জন্মদিন কা_ভা ।। :)

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:




আমার কাছে প্রথমত এবং শেষত তিনি একজন প্রিয় ব্লগার. শরতদা আমি আরো একটা অংশ যোগ করে দিচ্ছি এবং প্রিয় মানুষও ...

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

অথৈ সাগর বলেছেন: শুভ জন্মদিন কাল্পনিক_ভালোবাসা ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুভ জন্মদিন কাল্পনিক_ভালোবাসা ।









আপনার সব লেখাই অত্যন্ত চমৎকার। আপনার লেখা আমাকে সবসময়ই আকর্ষণ করে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন কাল্পনিক ভালবাসা।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

নিশাত তাসনিম বলেছেন: কাল্পনিক ভালোবাসাকে প্রথম থেকেই আমার চমৎকার একজন মানুষ মনে।হয়েছে। তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

তার সকল যোগ্যতার বিকাশ ঘটুক। আমার কাছে প্রথমত এবং শেষত তিনি একজন প্রিয় ব্লগার। অনলাইন এবং অফলাইনে যৌথ অভিযানে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য তাকে অভিনন্দন! তিনি আরো পরিণত ব্লগার হয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো। আবারো শুভ কামনা।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

জুন বলেছেন: শুভজন্মদিন কাল্পনিক ভালবাসা :)

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

মামুন রশিদ বলেছেন: একজন ব্লগার যিনি এখনো বিয়ে করেন নি, এমনকি কারো সাথে সম্পর্কের আছ কিনা তাও স্পষ্ট করছেন না । তবে বউ বা প্রেমিকা যে মনে মনে খুঁজে ফিরছেন তা বুঝতে খুব জ্ঞানী হওয়ার দরকার নাই । এরকম একজন ব্লগার কে বলা হল ব্লগের জন্য একটা স্যাটেয়ার নাটক লেখা হবে, সেখানে আপনাকে নায়িকার বাবার ভূমিকায় চিন্তা করা হচ্ছে । সেটা শুনে ঐ ব্লগারের আর যাই হোক, ব্লগ ছেড়ে দিতে দুমিনিটও সময় নিবে না ।

কিন্তু আমাদের কাল্পনিক নায়িকার বাবার ভূমিকায় ঠিক রাজি হয়ে গেল । শুধু তাই না, ঐ পোস্টের জন্য দারুণ সব পোস্টারও করে দিল । একটা মানুষ ভার্চুয়ালি এবং বাস্তব জীবনে সমান প্রাণবন্ত, তা খুব একটা দেখা মিলে না ।

সতত শুভেচ্ছা 'কাল্পনিক_ভালোবাসা' !:#P !:#P

নায়িকা 'শায়মানোভা'র বাবার ভূমিকায় অভিনয় করা 'কাল্পনিক_ভালোবাসাস্কির (অনেকে কাল্পনিক ভস্কাভস্কি/আব্বুভস্কি ও বলেন) সেই পোস্ট :P

ব্ল-ডে স্যাটেয়ার ড্রামাঃ দ্য প্রপোজাল । ;) :P

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শরৎ দা! আমার মত একজন সাধারন মানুষকে নিয়ে আপনি আলাদা করে পোষ্ট দেয়াতে আমি সত্যি ভীষন আনন্দিত এবং গর্বিত। সামান্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এই উৎসাহ এবং আন্তরিকতাকে ছোট করতে চাই না। এই ভাবে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।

প্রথমে ভেবেছিলাম এই প্রশংসাবানী ভবিষ্যত কন্যাপক্ষকে দেখিয়ে কিছুটা মূল্য আদায় করব। কিন্তু পরে পড়ে দেখলাম এখানে অন্য কন্যাদের এত রেফারেন্স টানা হয়েছে- পরে না আবার হিতে বিপরীত হয়! হাহাহা!

যাই হোক, আমি সত্যি ভীষন আনন্দিত। সেই সাথে অন্য যারাও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

বেকার সব ০০৭ বলেছেন: শুভ জন্মদিন কাল্পনিক ভালোবাসা







কেক বাসায় পাঠাই দিয়েন

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

নীল-দর্পণ বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কাল্পনিক_ভালোবাসা র জন্যে। কিন্তু কেক্কুক ছাড়া কেমন কেমন জানি লাগেনা...? :( ভািয়া যদি এক্টা পার্টি দিতেন.... B-)) !:#P !:#P

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

পথ-হারা এক পথিক বলেছেন: শুভ জম্মদিন কাল্পনিক ভালোবাসা :)

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন হে ভালোবাসা! :P :P থুক্কু কাল্পনিক ভালোবাসা। !:#P !:#P

ভাইয়া অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনলাইন এবং অফলাইনে তার প্রাণবন্ত পদচারণা মুগ্ধ করার মত !
কিন্তু আমি তাকে নিয়ে যারপরানই চিন্তিত , আমি চাই এই বর্ষায় একটা বিয়ের দাওয়াত খেতে !
অনেক দিন ভালো মন্দ খাইনা :)
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মানুষ কাল্পনিক ভালোবাসাকে !

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

এরিস বলেছেন: প্রিয় কাল্পনিক ভালবাসাকে নিয়ে অনেক জানা অজানা তথ্য দেয়ায় শরৎ ভাইকে অভিনন্দন।


মামুন রশিদ বলেছেন: একজন ব্লগার যিনি এখনো বিয়ে করেন নি, এমনকি কারো সাথে সম্পর্কের আছ কিনা তাও স্পষ্ট করছেন না । তবে বউ বা প্রেমিকা যে মনে মনে খুঁজে ফিরছেন তা বুঝতে খুব জ্ঞানী হওয়ার দরকার নাই । এরকম একজন ব্লগার কে বলা হল ব্লগের জন্য একটা স্যাটেয়ার নাটক লেখা হবে, সেখানে আপনাকে নায়িকার বাবার ভূমিকায় চিন্তা করা হচ্ছে । সেটা শুনে ঐ ব্লগারের আর যাই হোক, ব্লগ ছেড়ে দিতে দুমিনিটও সময় নিবে না ।

কিন্তু আমাদের কাল্পনিক নায়িকার বাবার ভূমিকায় ঠিক রাজি হয়ে গেল । শুধু তাই না, ঐ পোস্টের জন্য দারুণ সব পোস্টারও করে দিল । একটা মানুষ ভার্চুয়ালি এবং বাস্তব জীবনে সমান প্রাণবন্ত, তা খুব একটা দেখা মিলে না ।


অফুরন্ত প্রাণশক্তি নিয়ে পাশে চাই।
জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিয় কাল্পনিক ভাই।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

অনাহূত বলেছেন:
শুভ জন্মদিন কাভা।
অভির সাথে কঠিনভাবে সহমত পোষন করছি। :-0

ধন্যবাদ শরৎ দা, সুন্দর পোস্টের জন্য।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

ফিলিংস বলেছেন: শুভ জন্মদিন ..................

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন ক্যাসানোভা কাভা!

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

আরজু পনি বলেছেন:
অফলাইনে মিনিট খানেকের জন্যে ঢু দিতে এসেছিলাম, মানুষের ভালোবাসা পাওয়ার কপাল দেখে হিংসায় জ্বলে পুড়ে ( :P ) লগইন হতে বাধ্য হলাম ।

আহা...

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল কা_ভা । !:#P !:#P

বিশেষ কিছু কারণে কা_ভার কাছে কৃতজ্ঞতাও রইল ।
তবে মাস্টার হিসাবে সে ফাঁকিবাজ /:)

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

ক্লান্ত তীর্থ বলেছেন: কাল্পনিক ভালোবাসা আসলেই ভালোবাসা বুকে নিয়ে চলেন।এই জন্য নারীরা তাকে মধুর স্বরে কাভা ভাইয়া বলে ডাকে।কিন্তু এই রমণীকুলের জ্ঞান হওয়া উচিত যে "ভাইয়া"-শব্দটা এখানে বড়ই বেমানান এবং শ্রুতিকটু!


ওয়াচে থাকার সময় ইনি কেন যে আমাকে এত অনুপ্রেরণা দিয়েছেন জানি না।কিন্তু তিনি জানতেন না যে,আমি ব্লগে কেবল আবর্জনা বাড়াতে এসেছি।শরৎদা,বাংলা সাহিত্যের এত বড় ক্ষতি এবং সামুর ডাস্টবিন পূর্ণ করার যে সুমহান দায়িত্ব ভদ্রলোক আমার কাঁধে তুলে দিয়েছেন,তাঁর জন্য আমার হয়ে আপনি বিরিয়ানি খেয়ে নেবেন।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

আম্মানসুরা বলেছেন: পোস্ট পড়ে মজা পেয়েছি। অভিনব স্টাইলের প্রশংসা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ভাল লেগেছে।

সবার প্রিয় কা ভা ভাইকে আরেকবার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছাবানী পোস্ট ভালো লাগলো পড়ে।

কাল্পনিক ভালবাসাকে জন্মদিনের শুভেচ্ছা

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! হাসান ভাই আর পনি আপু মন্তব্য পড়ে খুবই মজা পাইলাম। আরো মজা পাইলাম স্বপ্নবাজ অভির মন্তব্য পড়ে। আমার আম্মার পর যদি কাউকে আমার বিয়ে নিয়ে এত টেনশন করতে দেখি তা হলো অভি। একটা ছেলের মধ্যে এত মাতৃসুলভ ভাব থাকতে পারে, তা ওকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। ভাবতে ভালোই লাগছে এই ব্লগে এসে শুধু বন্ধু শত্রুও পাইনি, মাতৃসুলভ ছোটভাইও পেয়েছি। :)

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

চিরতার রস বলেছেন: এই লোকের এতো গুন ক্যারে ? কাভা ভাই আহেন আপ্নের কপালে আমার কপাল ডলা দেই। B-))

শরৎ দা এই ব্যক্তি কিন্তু ফাঁকি দিতেছে। X(( X(( হ্যাতারে টাইট কৈরা ধরেন। আমরা তার কাছে আজ এইটা ট্রিট তো অবশ্যই পাওয়ার দাবি রাখি, নাকি??? :-* :-*

যাই হোক, ট্রিট দেইক, আর নাই দেইক। শুভ জন্মদিন জাদিদ ভাই। বাল্যকাল দ্রুত পার করে শীঘ্রই পুরুষ বনে যান এই কামনা রইল। আই মিন দ্রুত বিয়া করেন। =p~ =p~

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

না পারভীন বলেছেন: পোস্ট ভাল লাগলো । কা_ভা সবার প্রিয় এ বিষয়ে সন্দেহ নাই । কিন্তু আরো ভাল লাগতো শরত দা বা কা_ভা একটু খানাপিনার আয়োজন করলে ।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: ক্লান্ত তীর্থ: কিন্তু এই রমণীকুলের জ্ঞান হওয়া উচিত যে "ভাইয়া"-শব্দটা এখানে বড়ই বেমানান এবং শ্রুতিকটু!


চিরতার রস:শরৎ দা এই ব্যক্তি কিন্তু ফাঁকি দিতেছে। X(( X(( হ্যাতারে টাইট কৈরা ধরেন। আমরা তার কাছে আজ এইটা ট্রিট তো অবশ্যই পাওয়ার দাবি রাখি, নাকি??? :-* :-*

কথা কিন্তু সত্য।

আরজুপনি: ভালোবাসা পাওয়ার কপাল দেখে হিংসায় জ্বলে পুড়ে ( :P ) লগইন হতে বাধ্য হলাম ।

এরিস: নিয়ে অনেক জানা অজানা তথ্য....আমাদের আরো তথ্য আছে কিন্তু।

লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন হে ভালোবাসা! :P :P থুক্কু কাল্পনিক ভালোবাসা। !:#P !:#P এ কিসের আলামত?

নীল-দর্পণ: কিন্তু কেক্কুক ছাড়া কেমন কেমন জানি লাগেনা...? :( ভািয়া যদি এক্টা পার্টি দিতেন.... B-)) !:#P !:#P

বেকার সব ০০৭ : কেক বাসায় পাঠাই দিয়েন

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন ক্যাসানোভা কাভা! হোয়াট এ নেইম।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

জানা বলেছেন:

ঠিক বুঝে উঠতে পারছি না এই পোস্ট পড়ে কি বলবো :D । কাল্পনিক_ভালবাসা কে যতটুকু জানি তার চেয়ে অনেক অনেক বেশী এই পোস্টে জানলাম B-)। পোস্ট জুড়ে তার সম্পর্কে যা কিছু বলা হলো তার অনেকটাই চেনাশোনা কিন্তু খানিকটা গোলমেলেও মনে হচ্ছে! কি জানি বাপু, আমি তো আর সবজান্তা নই :-B ! আবার শরৎ অন্যমনষ্ক হলেও দায়িত্বশীল বলেইতো জানি। তার বিবৃতি কিভাবে 'ভূল' ধরে নেবো!! ;) পাশাপাশি নিজের জন্মদিনে শরৎ এর এই পোস্টকে সার্টিফিকেট হিসেবে দেখিয়ে কাল্পনিক_ভালবাসা বিয়েতে বিশাল যৌতুক নেবার কথাও একবার বলে ফেলেছেন। কি সর্বনাশ! এই দায়িত্ব কে নেবে? B-)

শরৎ বলেছেন:
শুনেছি তিনি বলে বিরাট ব্যবসায়ী, শুনেছি তার সম্প্রতি চাঁচাছোলা উন্মুক্ত ন্যাড়া মাথার প্রেমে পড়েছেন দিপীকা পাদুকন। অচিরেই রমনী মোহন এই পিআর স্পেশালিস্টকে ডাকা হবে হলিউডের একটি নতুন সিনেমায়। সাম্প্রতিক ব্লক বাস্টার অগ্নি সিনেমায় কাস্ট হবার পরও কেবল ব্যবসায়িক ব্যস্ততার কারণে সেখানে সময় দিতে পারেননি। ----বুঝতে পারছি না, এটা শরৎ এর অন্যমনষ্কতা না প্রিয় মানুষের বিরুদ্ধে ইচ্ছাকৃত প্রপাগান্ডা প্রবণতা :P । তা সে যেটাই হোক, আসলে দু'টোই ভয়াবহ। মুরুব্বি হিসেবে আমি আসলে খুবই বিপদে পড়ে গেছি।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


প্রিয় মানুষ কাল্পনিক_ভালবাসা, জন্মদিনে অশেষ শুভ কামনা আর ভালবাসা। জীবনের প্রতিটি মুহূর্ত ভালবাসাময় হোক। ভালবেসে আর ভালবাসায় সবুজ থাকুক সারাটা জীবন। মঙ্গলময় হোক সকল চিন্তা, সকল কাজ।

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P




২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন কাভা ভাইয়া।

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নেন সবাই কিছু খেয়ে নেন। :)




আরো ভারী কিছু হোক,

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

শরৎ চৌধুরী বলেছেন: কাভা এই অবধারিত বিকেলে, এই অনিবার্য ক্ষুধার মুখে, অগুনতি আহারের, অপ্রতিরোধ্যতাকে, অত্যাবশ্যকীয় অনুরণনে উজ্জীবীত করিলে, জিহ্বার অগ্রভাগ যে লালাসিক্ত সঞ্চার তার দায় পুরোটাই তোমার তোমার তোমার।

৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ আপু আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। শরৎ দার কথা কি আর বলল, তিনি এত সুন্দর আমার প্রশংসা করেছেন, আমার বর্তমান মার্কেট তিনি আরো ক্রাইসিসে ফেলে দিয়েছেন। আমি তো সাদাসিধে মানুষ, প্রথমে নিখাদ ভালোবাসা হিসেবেই গ্রহন করেছিলাম। পরে আবার পড়ে তো আমার চক্ষু চড়ক গাছ। আপনি যা উল্লেখ্য করেছেন তা তো আছেই পাশাপাশি দেখেন, তিনি এই পোষ্টের শুরুতে কি বলেছেন,

বাজারে কথিত আছে তিনি রমনীমোহন। নারী মাত্রই তার সৌম্য দর্শনে আকৃষ্ট হন। নানান বয়সের নানান পেশার নারীদের কাছে তিনি নানানভাবে নিজেকে উপস্থাপন করেন। কাছে টানেন কিন্তু বাঁধনে জড়ান না। কিন্তু কি তার গোপন মিশন, কি তার লক্ষ তা আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে দেশ মাতৃকার টানে, জাতীয় দুর্যোগে, যে কোন আয়োজনে তার সরব উপস্থিতি চোখের আড়াল হবার কোন সুযোগ নেই।

এত সুন্দর প্রশংসা বহুকাল কেউ করে নি - এটা নিশ্চিত!! :#) /:) B-)) :P B:-) B:-)

যাইহোক আপু আপনি এই সব মিথ্যে কথায় কান দিবেন না। আমাকে তো আপনি চিনেনই।

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ শরৎ দাঃ হাহাহাহাহাহ! আমি দায়িত্ব নিতে রাজি আছি। B-)

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

চিরতার রস বলেছেন: @কাভা ভাইঃ ফডুর দিতেতো আর ট্যাকা লাগেনা। তাই রকমারি খাওনের ফডু দিয়াই পার পাইয়া গেলেন :( :( :( X(

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

লাবনী আক্তার বলেছেন: শরৎ দা এটা কোন কিছুর আলামত নহে। অন্যমনস্ক হইয়া কিন্তু বলি নাই? ;) ;)
কা-ভা ভাইয়ের শেষের নামটুকুই বলিয়াছিলাম। আর কিছু নহে। :P :P :D :D


কা-ভা ভাই জলদি বিয়া শাদি করেন আর আমাগো দাওয়াত খাওয়ার সুযোগ করিয়া দেন। B-) B-)

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহা ওয়েল সেইড লাবনী।

৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

সকাল রয় বলেছেন: শুভ জন্মদিন

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

তাসজিদ বলেছেন: বাজারে কথিত আছে তিনি রমনীমোহন। নারী মাত্রই তার সৌম্য দর্শনে আকৃষ্ট হন। নানান বয়সের নানান পেশার নারীদের কাছে তিনি নানানভাবে নিজেকে উপস্থাপন করেন। কাছে টানেন কিন্তু বাঁধনে জড়ান না

#:-S #:-S #:-S #:-S

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

তাসজিদ বলেছেন: কাভা ভাই কে দ্রুত বিয়ে দেয়া হোক। দাওয়াত না পেলে.........।

৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

কসমিক- ট্রাভেলার বলেছেন:









শুভ জন্মদিন কাল্পনিক ভালোবাসা।



৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ ,



দেরীতে দেখলেও মন্তব্য করতে মোটেও দেরী করিনি ।

আসলেই ব্লগার কাল্পনিক ভালোবাসা , কাল্পনিক নয় : সত্যিকারের ভালোবাসা পবার মতোই একজন মানুষ । আপনার পাশাপাশি আমি তাকেও দেখছি কোনও এক ব্লগ-ডে'তে । প্রানবন্ত একজন । শতকর্মা । আপনার এই পোষ্টের মন্তব্যগুলো দেখলেই বোঝা যায় আমার এই কথাটি মোটেও কাল্পনিক নয় ।

আপনার মাধ্যমেই তাঁকে বলতে চাই - " শুভ জন্মদিন । আরো আরো বিশাল হয়ে উঠুন আপনি কর্মে । অনন্তর সুবাস ছড়াক আপনার সদা হাসিমাখা মুখটি । ভালোবাসাময় হয়ে উঠুক এই ব্লগ আপনার যাদুর হাতছোঁয়ায় । সবার ভালোবাসায় আগামী দিনগুলো যেন আপনার "দিন" হয়ে ওঠে ।"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

শরৎ চৌধুরী বলেছেন: আহমেদ জী এস একদম যথার্থ বলেছেন। আপনার শুভ কামনটা আমারো। শুভেচ্ছা জানবেন।

৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: কাল্পনিক ভালবাসা আমাদের সবারই অত্যন্ত প্রিয় একজন ব্লগার। তার জন্মদিন অবশ্যই আনন্দের। এই আনন্দের দিনে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫১

অপ্রচলিত বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা, প্রিয় কাল্পনিক ভালবাসা।

পোস্ট আর মন্তব্যসমূহ পড়ে অকস্মাৎ উপলদ্ধি করিলাম যে দেশে কাল্পনিক ভালোবাসার অভাব থাকিলেও কাল্পনিক রসবোধের অভাব নিয়ে আফসোস করা নিতান্তই বাতুলতা :)

৪৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫১

অপ্রচলিত বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা, প্রিয় কাল্পনিক ভালবাসা।

পোস্ট আর মন্তব্যসমূহ পড়ে অকস্মাৎ উপলদ্ধি করিলাম যে দেশে কাল্পনিক ভালোবাসার অভাব থাকিলেও কাল্পনিক রসবোধের অভাব নিয়ে আফসোস করা নিতান্তই বাতুলতা :)

৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: কাভাকে জন্মদিনের শুভেচ্ছা।

৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

আমিজমিদার বলেছেন: উররেশ্লা, পার্টি হইয়া গেসে!

মে দিস ডে বি ব্যাক অ্যান্ড ব্যাক এগেইন। গুডলাক ব্রো।

৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

অদ্বিতীয়া আমি বলেছেন: কাভা ভাইয়ার তো দেখা যাচ্ছে চমৎকার সব সুনাম :D :D
এরিস বলেছেন: প্রিয় কাল্পনিক ভালবাসাকে নিয়ে অনেক জানা অজানা তথ্য দেয়ায় শরৎ ভাইকে অভিনন্দন।

যেমন রসবোধ সমৃদ্ধ পোস্ট তেমন সব কমেন্ট !

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //কারো গোপণ প্রণয়ে, কারো বিয়ের উদ্যোগে, কারো বই প্রকাশে, শীতবস্ত্র বিতরণে, মিছিলের শ্লোগানে, সেমিনারের বক্তৃতায়, রানা প্লাজায় ত্রাণ নিয়ে ছুটোছুটিতে, বিজয় র‌্যালীতে, পোষ্টার ডিজাইনে, প্রচ্ছদ ডিজাইনে, নাটকের পরিকল্পনায়, ব্লগ দিবসের আয়োজনে, নতুন আর্টিকেল লেখায়, নতুনদের উৎসাহিত করায়, ব্লগীয় আড্ডায় এমনকি ক্যাচালে অন লাইনে এবং অফ লাইনে সব জায়গায় তার সরব উপস্থিতি। // শ্রদ্ধাসহ জন্মদিনের শুভেচ্ছা... শুভ জন্মদিন...কাল্পনিক ভালোবাসা :)

ধন্যবাদ প্রিয় অন্যমনষ্ক শরৎ :)

৪৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০৩

আমি সাদমান সাদিক বলেছেন: শুভেচ্ছা রইল প্রিয় কাভা ভাই এর প্রতি ।। (দেরি হয়ে গেল)

৫০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০৯

উদাস কিশোর বলেছেন: বলম্বিত শুভেচ্ছা এবং অনেক অনেক শুভ কামনা কাভা ভাই

৫১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
নগদে একবার জানিয়ে ছিলাম, আবার বাসি জানিয়ে গেলাম।

অনেক অনেক শুভেচ্ছা ভাইয়াকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.