নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম ব্লগার হিসেবে মাউন্ট-এভারেস্ট জয় করে রেখেছি সেইইইইইই ২০০৬ সালের ২৪শে ফেব্রুয়ারী। কোন সন্দেহ?

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০০





আমার আদতে কোন সার্টিফিকেট নাই। আমার বিশেষ কোন লাভ লোকসানও নাই। আমি খুব সাধারন একজন মানুষ। দয়া করে জাতির স্বপ্ন ও ইতিহাস নিয়ে এইরকম কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করেন আর সামনের দিকে তাকান, জাতিরে এগিয়ে নিতে সাহায্য করেন। আর না পারলে জাস্ট অফ যান।



ব্লগাররা চোর নয়, এই পোষ্টের আইডিয়া এখান থেকে

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের এভারেষ্ট জয় বিতর্কিত কেন ?
Click This Link

২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড় চুরি ? মুসা-মুহিত- সজল সবাই করেছে !
Click This Link

৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

মুশাসি বলেছেন: ভাইয়া, ঠিক বলেছেন। সবার সামনের দিকে তাকানো উচিত এবং জাতিকে এগিয়ে নিতে সাহায্য করা উচিত। তবে আমি মনে করি সুস্থ বিতর্কের মাধ্যমে যদি সত্যটা বের হয়ে আসে অথবা প্রতিষ্ঠিত হয়, তবে সেটাও অবশ্যই সমর্থনযোগ্য।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১

শরৎ চৌধুরী বলেছেন: আমার কাছে মনে হয়, ক্রমাগতভাবে বেসিক জিনিস নিয়ে তর্ক করার রাহুমুক্তি ঘটা দরকার এই জাতির।

৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যের জয় হোক !

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

শরৎ চৌধুরী বলেছেন: কেবল সত্যেরই জয় হোক। এবং সকল প্রকার মিথ্যা থেকে আমাদের মুক্তি ঘটুক।

৫| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাশাল্লাহ!!!!!!!!! B-) আমরা খুবই গর্বিত এমন বিষয়ে।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা, অনেক অনেক ধন্যবাদ কাভা।

৬| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

রাতুলবিডি৪ বলেছেন: মুশাসি বলেছেন:

.... সুস্থ বিতর্কের মাধ্যমে যদি সত্যটা বের হয়ে আসে অথবা প্রতিষ্ঠিত হয়, তবে সেটাও অবশ্যই সমর্থনযোগ্য।


স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যের জয় হোক !


যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না : আর এটা তো আপনারই কথা !

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

শরৎ চৌধুরী বলেছেন: ঠিক তাই রাতুল। আমরা ভীষণ সত্যটাই জানতে চাই এবং সেটা নিয়ে স্থির হতে চাই। এটাকে কলুষিত করতে চাই না।

৭| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

আমিনুর রহমান বলেছেন:




জয় বাংলা ! ঠ্যালা সামলা :/


স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যের জয় হোক !

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: আমিনুর এই জাতিগত ঠ্যালা সামলাইতেই তো জীবন গেল, জীবন গড়বে কখন জাতি?

৮| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

এন ইউ এমিল বলেছেন: আপনার এই সফলতা ঝাতি আজ গর্ভবতী

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

শরৎ চৌধুরী বলেছেন: এই সফলতা সবই এডোবির, জাতির ইতিহাস তো আর এডোবিতে হইলে হয় না।

৯| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: ভাইয়া আমার ও ত লাগবে , যোগাযোগ করব কার সাথে।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৪

শরৎ চৌধুরী বলেছেন: কি আর কমু, হয় নীলক্ষেত না হয় এডোবি। আর না পারলে ভাইবেরাদার তো আছেই।

১০| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

কাফের বলেছেন: আশা করি ভবিষ্যতে ফটোশপের আরো উন্নতি হবে এবং আমরা মঙ্গলগ্রহ থেকেও ঘুরে আসতে পারবো আর গামছা ভিজাইয়া নিয়া আসবো মঙ্গলের পানি!

জয় ফটোশপ! /:)

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা, ওয়েল সেইড কাফের। "গামছা ভিজাইয়া নিয়া আসবো মঙ্গলের পানি! " সেই গামছা আবার উচ্চমূল্যে "ভিজা গামছা" সার্টিফিকেট হিসেবে বিক্রী হবে। জয় বাবা ফটোশপ।

১১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সহমত

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ নাসিফ।

১২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

চিরতার রস বলেছেন: পাহারে উইঠ্যা লাভ কি? তাই আমি ট্রাই মারিনাই। তাইলে কবেই এইসব রেকর্ড ভাইঙ্গা ফালাইতাম B-) B-) B-)

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: সে আর বলতে, রেকর্ড ভাঙ্গা একটা সহজ কাজ। প্রথমে স্টেডিয়ামে যান, সেখানে ভাঙ্গারীর দোকান থেকে একটি পুরোনো এলপি রেকর্ড কিনুন। তারপর জাস্ট ভেঙ্গে ফেলুন।

১৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২২

ঢাকাবাসী বলেছেন: দারুণ খবর দিলেন তো! অভিনন্দন আপনাকে।

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা, তো সেইবার নাইনটিন এইট্টি ফোরে যখন আমি হিলসে ছিলাম.....

১৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১

পথহারা নাবিক বলেছেন: ভালোতো!!

১৫| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমারে একটা সার্টিফিকেট ম্যানেজ করে দেয়া যায়? :P আমিও এভারেস্ট জয় করতে চাই! :)

সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। কোন না কোন ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসবেই।

১৬| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

বটবৃক্ষ~ বলেছেন:
আমিও সার্টিফকেইট চাইইইই!! :-B :#) :#)

১৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০২

দি সুফি বলেছেন: পার্টি পাওনা রইল B-)) B-))

১৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১০

আম্মানসুরা বলেছেন: বুঝছি ফডুসপ শিখতে হপে

১৯| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯

মারুফ হোসেন বলেছেন: আমিও পাহাড়ে উঠবাম, সার্টিফিকেট লইবাম। :)

২০| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: গুড জব ব্রাদার। প্রথম আলোর নকশাতে এইবার আপনার ফ্যাশন আর লাইফ স্টাইল নিয়া ফটোসেশন দেখার অপেক্ষায় রইলাম :-P



২১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

গৃহ বন্দিনী বলেছেন: ৮ বছর আগে এভারেস্ট জয় করে , আজকে সার্টিফিকেট দেখাচ্ছেন !
:-/ :-/

যাইহোকে ,কনগ্রেচুলেশন ।

আপনি সার্টিফিকেট দেরিতে দেখাতে পারেন কিন্তু আমরা শুভেচ্ছা জানাতে মোটেই দেরই করলাম না ।

২২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: সত্যের জয় হোক । সকল কাদা ছুঁড়াছুড়ি বন্ধ হোক ।

২৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬

শামীম সুজায়েত বলেছেন: সবখানে চলছে "হারিকেন মুসা।"

আমরা শুধু কথা বলতে পছন্দ করিনা,
লেখালেখি করতেও ভালবাসি ক্লান্তিহীন যখন যেটা পাই।
তা না হলে এক সামুতে মুসার পক্ষে-বিপক্ষে কেনো এত লিঙ্কের ছড়াছড়ি।

সে যা্ই হোক না কেনো, সবার কথা শুনবো,
বুঝে নেবো কে আসল, কে নকল।

২৪| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: হায় হায়!! আমার সার্টিফিকেট কই যে রাখছি।



দয়া করে জাতির স্বপ্ন ও ইতিহাস নিয়ে এইরকম কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ হোক।

২৫| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সত্য প্রিয় অপ্রিয় যা-ই হোক মেনে নিতে হবে। জাতি হিসেবে আমাদের কি শেষ পর্যন্ত গর্ব করার মত কিছুই থাকবে না? নানা তর্ক বিতর্কের মধ্যে শুধু এটাই মনে হচ্ছে।

২৬| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৮

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমি এভারেস্টের চুড়ায় হাত বুলিয়েছি সেই ১৯৯৮ সালে :P :-P B-)) ;) B-) :D :) তাহলে কে জিতলো?

২৭| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০

ইখতামিন বলেছেন:
মামুন রশিদ বলেছেন: সত্যের জয় হোক । সকল কাদা ছুঁড়াছুড়ি বন্ধ হোক ।
সহমত

এই সার্টিফিকেট মনে হয় আমারও আছে :P

২৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

সকল মিথ্যা থেকে আমাদের মুক্তি ঘটুক।

২৯| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

আসলেই কাদা ছোঁড়াছুড়ি বন্ধ হওয়া দরকার ।।

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

সঞ্জয় নিপু বলেছেন: আরজুপনি বলেছেন:

আসলেই কাদা ছোঁড়াছুড়ি বন্ধ হওয়া দরকার ।।

স হ ম ত

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই বন্ধ হওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.