নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির, সাথে দাম্পত্য জনিত (ছবি গুলো দেখুন ক্রমানুসারে)

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২২



১. আমাদের সর্ম্পক দীর্ঘদিনের। নানামুখী এর বিচরণ।



২. কখনো উষ্ণ



৩.কখনো শীতল



৪.কখনো একাকীত্ব



৫. কখনো দ্বৈত



৬.কখনো সামষ্টিক



৭. কখনো বন্দী



৮. কখনো দিন



৯. কখনো রাত



১০. কিন্তু দাম্পত্য তো এমনি হবার কথা, বৃষ্টি ভেজা রাস্তায় হুট করে একা বের হয়ে যাবার মত।



শুভেচ্ছা সবাইকে।

মন্তব্য ৭৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১০:৫২

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ফটগ্রাফি গুলো ভালো লেগেছে।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক।

২| ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:০০

নীল জোসনা বলেছেন: কখনো একাকীত্ব ছবি টা সব চাইতে ভালো লেগেছে ।

আপনার সকল একাকীত্ব ঘুচে যাক এই কামনা করি ।

ভালো থাকবেন ।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা জোসনা।

৩| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ছবিতা !

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন।

৪| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:০৩

সুমন কর বলেছেন: ২, ৪, ৬ একই রকম হয়ে গেল না .........

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: প্রত্যক্ষ পর্যবেক্ষণে আপনার অনুমান ঠিকই আছে সুমন। তবে যদি রং এবং কম্পোজিশন নিয়ে আরেকটু খুঁটিয়ে দেখেন তাহলে হয়ত পার্থক্যটা আপনার কাছে আরো সুস্পস্ট হবে।

অনেক শুভেচ্ছা।

৫| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:১৩

ঢাকাবাসী বলেছেন: সবগুলো ছবি সামন্জস্যপুর্ণ অর্থবহ নয় মনে হয়! তবুও লেখা আর ছবি সুন্দর।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: প্রথম দর্শনে এটা মনে হওয়া খুব স্বাভাবিক ঢাকাবাসী। এবং এজন্য আপনার পর্যবেক্ষণ খুব ঠিক। তবে সাব্জেক্ট হিসেবে পানির বিন্দু এবং গ্রীলকে যদি একটু খুঁটিয়ে দেখি, তাহলে দেখবো যে, ৫ নাম্বার ছবিতে একটা সমান্তরাল বিষয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডে বেগুনি এবং অফ হোয়াইটের দুটি আলাদা বিল্ডিং আছে। আবার ৭ এবং ৯ যদি পাশাপাশি দেখি তাহলে রং এর পার্থক্য ছাড়াও আমরা দেখবো যে একটা বেশ ক্লোজ শট এবং আরেকটা একটু দূরে।

এভাবে একটু দেখার চেষ্টা করুন, হয়ত আপনার জন্য ছবির সামঞ্জস্যতা খুঁজে পাওয়া সহজ হবে।

৬| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:৩০

প্রেমিক চিরন্তন বলেছেন:

৭| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বৃষ্টি নিয়ে দারুণ ফটোকবিতা.... :)

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩২

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা মইনুল।

৮| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:০১

খাটাস বলেছেন: প্রতিভার বিচ্ছুরণ। ভাল লাগল

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা খাটাস।

৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা পাঠক।

১০| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:১৫

আরজু পনি বলেছেন:

শরৎবাবুর কী হলো ? 8-|

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: শরৎবাবু আগের মতই আছে। হিহিহি। পনি।

১১| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

ডি মুন বলেছেন: বাহ , দারুণ ।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ডি মুন। কৃতজ্ঞতা।

১২| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: বোঝার চেষ্টা করলাম অনেক সময় নিয়ে , পারলাম না ।মনে হয় আমার ই অপারগতা । শুভ কামনা রইল ।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা এই চেষ্টার জন্য। আমি আসলে আমার সাথে বৃষ্টির যোগাযোগকে নিবিড়ভাবে দেখার চেষ্টা করেছি। সম্র্পকের নানান পর্ব ও স্তরের প্রতীকি উপস্থাপনের মধ্য দিয়ে।

১৩| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭

রিফাত ২০১০ বলেছেন: আসলেই সুন্দর। +

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা রিফাত।

১৪| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ছবিতা !

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অভি।

১৫| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর দাম্পত্য ।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহ ধন্যবাদ সেলিম।

১৬| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হয়েছে ছবির কবি!

-------------------------------------------------------------

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর দাম্পত্য ।

=p~ =p~ =p~

সেলিম ভাই! আপনি বস!!!

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কাভা।

১৭| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শিরোনাম আর বিষয় দেইখ্যা আমি টাস্কিত!

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহা অনেক শুভেচ্ছা, টাস্কিত হওয়া শেষ হলে বইলেন, ছবি কেমন লাগলো হাহাহা।

১৮| ১৫ ই জুন, ২০১৪ রাত ৩:১৮

রাহি বলেছেন: ছবিগুলি চমৎকার হয়েছে।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রাহি।

১৯| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪

মুদ্‌দাকির বলেছেন: ঠিক উল্টাটাও তো সম্ভব!

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: কেমন? দাম্পত্যের মধ্যে বৃষ্টি বিষয়ক? শুভেচ্ছা অশেষ।

২০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮

রুপ।ই বলেছেন: দারুন ছবিগুলো মন উদাস করে দেয়ার মত।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রুপ। মন যেন আবার বেশি উদাস না হয়।

২১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনের কল্পনা ক্যামেরায় সুন্দর ভাবে আবদ্ধ করেছেন।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫০

শরৎ চৌধুরী বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা বাঙালী। শুভেচ্ছা জানবেন।

২২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০১

অহন_৮০ বলেছেন: ভালো লেগেছে

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অহন।

২৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


বিবাহের দাওয়াত না দিয়ে দাম্পত্য জীবনের এমন সুখ মানিনা X( X( X(

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহা আচ্ছা আমি বৃষ্টিকে বলে দেখবো।

২৪| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

হাসান মাহবুব বলেছেন: দারুণ কনসেপ্ট এবং কম্পোজিশন।

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা হাসান।

২৫| ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৪

চাঙ্কু বলেছেন: আইডিয়াটা জোশ হইছে।

১৫ ই জুন, ২০১৪ রাত ৯:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ চাঙ্কু।

২৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৮

চড়ুই বলেছেন: প্রথম ছবিটা বেশ ভালো লাগলো। শান্ত কিন্তু কঠোর।

১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা চড়ুই।

২৭| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ লাগল।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রিয়াদ।

২৮| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: ছবি আর কনসেপ্ট অসাধারণ।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ঘুণপোকা।

২৯| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

নীল ভোমরা বলেছেন: ভাল লাগলো....

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নীল।

৩০| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

সোহানী বলেছেন: ওহ্ দারুনতো ....................

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সোহানী।

৩১| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:০১

bakta বলেছেন:







কখনো সে নারী কখনো সে পুরুষ
কখনো সে মহা দানব,
কখনো সে হাসায় কখনো সে কাঁদায়
অসহায় জাতি মানব।

কখনো সে ঝরে টিপটাপ করে
কখনো ঝরে সে রিমঝিম,
কখনো সে ঝরে মুশল ধারায়
সামলাতে খাই হিমশিম।

কখনো সে শান্ত কখনো সে রুদ্র
বিধাতার এ যে সৃষ্টি,
কখনো সে সুখী কখনো সে দুখী
হে অপরূপা তুমি বৃষ্টি ।

------*****-----

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! কি চমৎকার একটা কবিতা, সেও কমেন্টে। অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।

৩২| ২৭ শে জুন, ২০১৪ রাত ৩:১৮

নূর মোহাম্মদ প্রধান বলেছেন: কখনো মন কষাকষি হয় না?

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: সে আর বলতে; ভীষণ মন কষাকষি হয়।

৩৩| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২০

জল ঝড় বলেছেন: বৃষ্টির সাথে দাম্পত্য জীবন সুখের হোক ;)

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জল, ঝড়ের মত আনন্দ ছেয়ে ফেলুক আপনাকে।

৩৪| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:২৪

নাইমুল ইসলাম বলেছেন: পোষ্টের কন্সেপ্ট টা একদমই ভিন্ন। দারুন কিছু অনুভব করলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাইমুল। মনযোগী পাঠকের এই তো গুন।

৩৫| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

+++++

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মাহবু১৫৪।

৩৬| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

আকিব আরিয়ান বলেছেন: অসাধারণ লেগেছে প্রতিটা ছবি, যিনি ছবি তুলেছেন তার ছবি তোলার হাতের প্রশংসা করতেই হয়

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আকিব, ছবিগুলো আমরাই তোলা, কনসেপ্টিও আমার। অশেষ কৃতজ্ঞতা।

৩৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:০২

পলক শাহরিয়ার বলেছেন: দারুন ক্রিয়েটিভ

০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা পলক।

৩৮| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

সায়েদ রিয়াদ বলেছেন: অনেক দিন পর মন মতো একটা ব্লগ পোস্ট পড়লাম

৩৯| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে গেল অসাধারণ পোস্টটা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.