নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারুন একটা ঘটনা:-o-
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
মুদ্দাকির বলেছেন:
আমরাও কি পারবো ? নাকি মডু স্পেশাল ?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
শরৎ চৌধুরী বলেছেন: সবাই সবাই সবাই।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
যমুনার চোরাবালি বলেছেন: আমিও চেষ্টা করবো।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
অগ্নি সারথি বলেছেন: প্রথম পোস্টে। আই মিন মুবাইল থেকে প্রথম পোস্টে অভিনন্দন।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
জাফরুল মবীন বলেছেন: আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: অভিনন্দন , চালিয়ে যান।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কয়েকদিন আগে করা এই পোস্ট পুরোটাই মোবাইল থেকে করাঃ চক্ষে আমার দারুচিনি দ্বীপ - ফটো ব্লগ (একটি মোবাইলীয় পোস্ট)
আমার প্রথম মোবাইলীয় পোস্ট ছিল এটিঃ মিথ্যা কায়ার মায়ার বাঁধন
শরৎ ভাই, ইউ আর টু লেট......
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯
আরজু পনি বলেছেন:
অভিননন্দন জানাই
কমেন্টের জবাব দেয়ার ব্যবস্থা ছিল আগে।
সেই ব্যবস্থাটা ফিরে পেলে ভালো লাগতো ।
মোবাইল থেকে অনেকেই ব্লগিং করেন তাদের ব্লগিং আরো প্রণবন্ত হতো নিশ্চয়ই ।
শুভেচ্ছা রইল ।।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭
আরজু পনি বলেছেন:
মোবাইল থেকে ফুল ভার্সন দেখা যায় না ইদানিং...এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন প্লিজ ।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২
মামুন রশিদ বলেছেন:
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০
সুমন কর বলেছেন: মবু থেকে প্রথম পোস্ট দিলেন, তাই অভিনন্দন জানাই।
এবার একটি প্রশ্ন: মন্তব্যে বোল্ড/ইটালিক/অান্ডার লাইন কিছুই করা যাচ্ছে না!!!!
একটু দেখবেন/জানাবেন।
ভাল থাকুন।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমরা পারছিনা কেন?
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
মেহেদী আরজান বলেছেন:
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরজুপনি বলেছেন:
"মোবাইল থেকে ফুল ভার্সন দেখা যায় না ইদানিং...এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন প্লিজ ।"
ইহা সত্য, ইহা সত্য। বড়ই যন্ত্রণায় আছি, এটু দেখেন না প্লিজ শরৎ ভাই।
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
মৃদুল শ্রাবন বলেছেন:
দুটি সাময়িক সমস্যাঃ
১) মোবাইল থেকে ফুল ভার্সন দেখা যায় না ইদানিং
২)মন্তব্যে বোল্ড/ইটালিক/অান্ডার লাইন কিছুই করা যাচ্ছে না!!!!
মোবাইল ভার্সনে নতুন পোষ্ট করুন ট্যাবটি যুক্ত হয়েছে দেখলাম কিন্তু মোবাইলে ফুল ভার্সন ওপেন না হলে পোষ্টটি কতবার পঠিত হয়েছে দেখা যায় না, কারো মন্তব্যের রিপ্লে করা যায় না।
আমি ম্যক্সিমাম টাইম মোবাইলের ফুল ভার্সন চালিয়ে ব্লগিং করতাম। আই মিন পোষ্ট দেয়া, মন্তব্য করা, মন্তব্যের জবার দেয়া। কিন্তু ইদানিং এগুলোর কিছুই করতে পারছিনা। তাই অনিচ্ছা থাকা সত্বেও নিয়মিত ব্লগে থাকতে পারছি না।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ!
আরও দীর্ঘ পোস্ট কিন্তু লেখা যেতো.......
যা হোক, প্রথম চেষ্টায় দশে দশ।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
ডি মুন বলেছেন: মৃদুল শ্রাবন বলেছেন:
দুটি সাময়িক সমস্যাঃ
১) মোবাইল থেকে ফুল ভার্সন দেখা যায় না ইদানিং
২)মন্তব্যে বোল্ড/ইটালিক/অান্ডার লাইন কিছুই করা যাচ্ছে না!!!!
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২
আবু শাকিল বলেছেন: মোবাইল থেকে প্রথম পোষ্টে অভিনন্দন শরৎ দা
পোষ্টে সমস্যার কথা জানানো ঠিক হবে কিনা জানি না।যাক বলেই ফেলি।
অ্যান্ডয়েডের ক্রোম ব্রাউজার দিয়ে সামুর পোষ্ট পড়তে পারছি কিন্তু লগইন করতে পারছি না এবং ফুল ভার্সন দেখতে পারছি না।
বেশ কিছু দিন যাবত এই সমস্যা য় আছি।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০
আমি ময়ূরাক্ষী বলেছেন: মোবাইল থেকে আমি শুধুই নির্বাচিত পাতা দেখি আর কমেন্টগুলো দেখা যায়না সব। আপনার মোবাইল পোস্টের জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
মুরাদ-ইচছামানুষ বলেছেন: অসাধারন! চালিয়ে যান