নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মজার প্রশ্ন/বক্তব‍্য মালা। আপনাদের সহযোগীতা একান্ত কাম‍্য।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

প্রিয় বন্ধুরা নিচে রইল আপনাদের জন‍্য একটি মজার প্রশ্ন/বক্তব‍্য মালা। প্রত‍্যেক প্রশ্নের উত্তর হ্যা এবং না তে দিতে হবে। হ্যা হলে পাবেন ১ নম্বর আর না হলে ০। আপনার নিজের স্কোর কমেন্টে লিখুন। এই বিষয়ক পরবর্তী পোষ্টে খুলে দেবো সমস্ত রহস‍্যের জট। বিশ্বাস রাখুন হতাশ হবে না। (যারা রহস‍্য/উদ্দেশ‍্য আন্দাজ করবেন তারা ইনবক্স করুন)। আপনাদের সহযোগীতা একান্ত কাম‍্য।

১. রাজনীতিবিদরা ফাঁকা বুলি আওড়ায় শুধু। কাজের চেয়ে কথা বেশি বলে যারা তাদের প্রতিহত করবো।
২.সময়টা কথার নয় এ‍্যাকশনের।
৩.আমরা বাইরে হিন্দু মুসলমান খ্রীষ্টান বৌদ্ধ‍্য আদিবাসী হতে পারি কিন্তু আমাদের সবার শরীরে দেশপ্রেমিকের রক্ত। সেই রক্তের রং লাল।
৪.আমরা সবাই স্বাধীন রাষ্ট্রের অধিবাসী এবং আমরা সবাই সেই লাল সবুজের পতাকাটাকেই সালাম করি।
৫. উত্তরের তেতুলিয়া থেকে টেকনাফের সমুদ্র পর্যন্ত যে শিশু আজ জন্মগ্রহণ করল এবং যারা একটা স্বপ্ন নিয়ে খোলা আকাশের দিকে তাকালো তারা সবাই মহান স্রস্টার সৃষ্টি।
৬.বাংলাদেশের যে প্রান্তে যে যেখানেই আছেন যেভাবে আছেন, শুনে রাখুন আপনাকে কেউ নগণ‍্য ভাবার সাহস করবে না।
৭.ঢাকায় বসে যারা সমস্ত লাভ আর ক্ষমতার কেন্দ্রে থাকেন তাদের দূর করবো, জনগণের কাছে ক্ষমতা এবং সম্পদ ফিরে যাবে।
৮.সমস্ত কলকারখানা চালু হবে, নতুন পণ‍্য তৈরি হবে, নতুন কর্মসংস্থান হবে।
৯.বাংলাদেশী পণ‍্য কিনুন, বাংলাদেশীকে চাকুরী দিন
১০. আমরা আমাদের সীমান্ত রক্ষা করবো, কাউকে মাতবরি করতে দেবো না।
১১. আমরা আমাদের বাজার রক্ষা করবো, কাউকে মাতবরি করতে দেবো না।
১২. আমাদের দেশ আবার উন্নত হবে আবার বিকশিত হবে
১৩. আমাদের দেশ আরো উন্নত হবে ভবিষ্যৎ এর দিকে এগিয়ে যাবে
১৪. সকল বিভেদ মুছে আমরা গর্বিত জাতি হয়ে উঠবো।
১৫. কাউকে বলতে দেবেননা যে আপনি পারেন না। কোন কিছু আমাদের দাবিয়ে রাখতে পারবে না।
১৬. আমাদের লুট হয়ে যাওয়া সম্পদ ও মেধাকে ফিরিয়ে আনবো।
১৭. সকল প্রকার সন্ত্রাসবাদ দূর করবো।
১৮. সবাই মিলে আমরা দেশটাকে গড়বো, আরো শক্তিশালী করবো, সবার জন‍্য নিরাপদ করবো, জাতি হিসেবে গর্বিত হবো, এবং অবশ‍্যই এই বাংলাদেশটাকে আমরা সোনার বাংলা করবো।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

সিফটিপিন বলেছেন: আমার স্কোর ১৮

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

একজন সত্যিকার হিমু বলেছেন: আমার স্কোর ১৮ ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: কোন প্রশ্নের উত্তর না হবার তো কোন অবকাশ দেখছি না।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ। চোখ রাখুন এই বিষয়ক দ্বিতীয় পোষ্টে। হতেও কিন্তু পারে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার বক্তব্য ঠিক থাকলেও রাষ্ট্রে আপনার অবস্থান সব চেয়ে তলানীতে!

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

শরৎ চৌধুরী বলেছেন: এগুলো একটাও আমার বক্তব‍্য না। অনেক ধন‍্যবাদ। চোখ রাখুন এই বিষয়ক দ্বিতীয় পোষ্টে।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

নতুন নকিব বলেছেন:



সুন্দর!

ভালতো?

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: আপনার স্কোর কত?

৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

নতুন নকিব বলেছেন:



স্কোর জানাতে আবার আসতে চেষ্টা করব, দাদা।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: চোখ রাখুন এই বিষয়ক দ্বিতীয় পোষ্টে।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

বর্ষন হোমস বলেছেন: সবই সপ্ন।না হবার কোন উপায় দেখি না।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ। আপনার স্কোর কত? চোখ রাখুন এই বিষয়ক দ্বিতীয় পোষ্টে।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

সাধারন বালক বলেছেন: প্রথম অধ্যায়ে না বলার কিছু খুজে পেলাম না।। স্কোর ১৮।। দ্বিতীয় অধ্যায়ের জন্য অপেক্ষায় রইলাম.।.।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: চোখ রাখুন এই বিষয়ক দ্বিতীয় পোষ্টে। অনেক ধন‍্যবাদ।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

বর্ষন হোমস বলেছেন: সবার স্কোর ১৮ আমার টা এর চেয়ে কম কিভাবে হয়!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। মজার প্রশ্ন/বক্তব‍্য মালার একটিও আমার নয়। এটি ট্রাম্প এর ১৭মিনিট ১৭সেকেন্ডের প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী ভাষণের তর্জমা।
তাহলে তো আপনার অবশ্যই দেখা দরকার আমার দ্বিতীয় পোষ্ট। দ্যা ট্রাম্প টেস্ট: Click This Link

১০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

ভাবুক কবি বলেছেন: আমার স্কোর ১৫

২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। মজার প্রশ্ন/বক্তব‍্য মালার একটিও আমার নয়। এটি ট্রাম্প এর ১৭মিনিট ১৭সেকেন্ডের প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী ভাষণের তর্জমা।
তাহলে তো আপনার অবশ্যই দেখা দরকার আমার দ্বিতীয় পোষ্ট। দ্যা ট্রাম্প টেস্ট: Click This Link

১১| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বরং দ্বিতীয় পোস্টেই নজর রাখলাম :D

২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। মজার প্রশ্ন/বক্তব‍্য মালার একটিও আমার নয়। এটি ট্রাম্প এর ১৭মিনিট ১৭সেকেন্ডের প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী ভাষণের তর্জমা।
তাহলে তো আপনার অবশ্যই দেখা দরকার আমার দ্বিতীয় পোষ্ট। দ্যা ট্রাম্প টেস্ট: Click This Link

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৭

প্রবাসী দেশী বলেছেন: ১. রাজনীতিবিদরা ফাঁকা বুলি আওড়ায় শুধু। কাজের চেয়ে কথা বেশি বলে যারা তাদের প্রতিহত করবো।

ভোট তো দিতে পারিনি তারপরেও উনি সংসদ সদস্য এখন উনি যদি ফাঁকা বুলি আউড়ে তাহলে কি করতে পারি এখন : উত্তর দিতে পারলাম না।
২.সময়টা কথার নয় এ‍্যাকশনের।

ভাই বৌ পোলাপান নিয়ে অনেক জ্যামেলায় থাকি। বলতে গেলে বাড়ির একমাত্র আহার সন্ধান কারী : একশন নেবার আগে প্রটেকশন দরকার।
৩.আমরা বাইরে হিন্দু মুসলমান খ্রীষ্টান বৌদ্ধ‍্য আদিবাসী হতে পারি কিন্তু আমাদের সবার শরীরে দেশপ্রেমিকের রক্ত। সেই রক্তের রং লাল।

উত্তর : ১
৪.আমরা সবাই স্বাধীন রাষ্ট্রের অধিবাসী এবং আমরা সবাই সেই লাল সবুজের পতাকাটাকেই সালাম করি।

উত্তর ১

৫. উত্তরের তেতুলিয়া থেকে টেকনাফের সমুদ্র পর্যন্ত যে শিশু আজ জন্মগ্রহণ করল এবং যারা একটা স্বপ্ন নিয়ে খোলা আকাশের দিকে তাকালো তারা সবাই মহান স্রস্টার সৃষ্টি।

উত্তর : ১
৬.বাংলাদেশের যে প্রান্তে যে যেখানেই আছেন যেভাবে আছেন, শুনে রাখুন আপনাকে কেউ নগণ‍্য ভাবার সাহস করবে না।

এটাতো আমি ভাবি বাসার মধ্যে। বাইরে বের হলে উল্টা তা ভাবতে হয় বিশেষ করে যখন পরিবার নিয়ে বের হই।

৭.ঢাকায় বসে যারা সমস্ত লাভ আর ক্ষমতার কেন্দ্রে থাকেন তাদের দূর করবো, জনগণের কাছে ক্ষমতা এবং সম্পদ ফিরে যাবে।
একটা দেশের রাজধানী নাম করণের সার্থকতা বলেতো কিছু একটা থাকে তাই না।


৮.সমস্ত কলকারখানা চালু হবে, নতুন পণ‍্য তৈরি হবে, নতুন কর্মসংস্থান হবে।
লস দিয়া আর ভূর্তুকি দিয়া কারখানা খোলার তো কোনো মানে হয়না। নতুন পণ্য আর কর্মসংস্থান ঠিক আসে। উত্তর : ১

৯.বাংলাদেশী পণ‍্য কিনুন, বাংলাদেশীকে চাকুরী দিন.

কিছু ভালো পণ্য তৈরী হলেও ঐগুলা বিদেশে চলে যায় ,দাম নাগালের বাইরে , বাকি সব ভেজাল আর জিনজিরা কোয়ালিটি। মাফ করবেন চাকরী করার যোগ্যতা খুব কম লোকেরই আছে।



১০. আমরা আমাদের সীমান্ত রক্ষা করবো, কাউকে মাতবরি করতে দেবো না।

ভাই জোর যার মুল্লক তার। তবে আমার চেষ্টা থাকবে। উত্তর :১

১১. আমরা আমাদের বাজার রক্ষা করবো, কাউকে মাতবরি করতে দেবো না।

ইহা সম্ভব না. সরকার ঘোষণা দিয়েও ১০ টাকার চাল বিক্রি করতে পারেনাই।


১২. আমাদের দেশ আবার উন্নত হবে আবার বিকশিত হবে

আমি চাই কিন্তু কিভাবে যদি একটু খুইল্লা বলতেন। দিলাম উত্তর : ১


১৩. আমাদের দেশ আরো উন্নত হবে ভবিষ্যৎ এর দিকে এগিয়ে যাবে

ভিশন ২০/২০ নাকি ২০৩৯ এর কথা বলতেসেন। উত্তর ১

১৪. সকল বিভেদ মুছে আমরা গর্বিত জাতি হয়ে উঠবো।

সম্ভব না. রাজাকার আর মুক্তিযোদ্ধা থুক্কু মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ এক করা যাবে না।


১৫. কাউকে বলতে দেবেননা যে আপনি পারেন না। কোন কিছু আমাদের দাবিয়ে রাখতে পারবে না।
ভাই আমি প্রোগ্রামিং শিখসিলাম এখন পারিনা। সফটওয়্যার এর চাকরি পাইনাই এখন হার্ডওয়্যার এর কাজ করি ,নিজেকে চাকরির জায়গায় সবাই দাবায়ে রাখে।

১৬. আমাদের লুট হয়ে যাওয়া সম্পদ ও মেধাকে ফিরিয়ে আনবো।

যারা গেসে তারা ভুলেও ফেরত আসবোনা এতো আরাম আর পয়সার জায়গা ছেড়ে। আর যারা লুট কোর্স তারা এই দেশেই থাকে খায় কিন্তু টাকা রাখে সুইস ব্যাংকে।

১৭. সকল প্রকার সন্ত্রাসবাদ দূর করবো।

কে দূর করবে : ইটা তো সশস্র বাহিনীর কাজ সাধারণ জনগণ তো আইন হাতে তুলে নিতে পারেনা।


১৮. সবাই মিলে আমরা দেশটাকে গড়বো, আরো শক্তিশালী করবো, সবার জন‍্য নিরাপদ করবো, জাতি হিসেবে গর্বিত হবো, এবং অবশ‍্যই এই বাংলাদেশটাকে আমরা সোনার বাংলা করবো।.

উত্তর ১। জাতি হিসাবে আমরা ৩ বার গর্বিত হৈসিলাম। চেষ্টা করে যাচ্ছি সৎ ভাবে চলতে। বাড়ির সবাই গল্ মন্দ করে তার পরেও সৎ থাকার চেষ্টা করি.

আমার উত্তর এর মোট হইল : ৮

জীবনের সব জায়গায় নম্বর কম পাই। আমি মনে হয় ফেল করলাম। ফেল করা মানুষের নাম লিস্ট এ থাকে না। যাদের ১৮ টোটাল হইসে তারা অতীব চেতনা ধরি অথবা মিথ্যার আশ্রয় নিয়ে ১৮ পূর্ণ করেছে। আমার সমস্যা কি জানেনা আমি দুর্বল হতে পারি আবার সৎ কিন্তু মিত্থ্থুক না । দুর্বল ভীরু মানুষদের ভিড়ের মধ্যে থাকতে নেই. .

২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। মজার প্রশ্ন/বক্তব‍্য মালার একটিও আমার নয়। এটি ট্রাম্প এর ১৭মিনিট ১৭সেকেন্ডের প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী ভাষণের তর্জমা।
তাহলে তো আপনার অবশ্যই দেখা দরকার আমার দ্বিতীয় পোষ্ট। দ্যা ট্রাম্প টেস্ট: Click This Link

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

জয় অপূর্ব বলেছেন: আমার স্কোর ১৮।

কথাগুলো কি ডোলান্ড ট্রাম্প থেকে অনুপ্রাণিত নয়?

২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: দারুণ। অনেক ধন্যবাদ। মজার প্রশ্ন/বক্তব‍্য মালার একটিও আমার নয়। এটি ট্রাম্প এর ১৭মিনিট ১৭সেকেন্ডের প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী ভাষণের তর্জমা।
তাহলে তো আপনার অবশ্যই দেখা দরকার আমার দ্বিতীয় পোষ্ট। দ্যা ট্রাম্প টেস্ট: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.