নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক্ষণ শোয়াশুইর পর আমরা বুঝছিলাম যে বিছানায় শুইয়া আমরা এতক্ষণ রুচি খাইলাম।
কথা হয় নাই পরস্পর, এ যাবৎ।
আর তাই সেইটা নিয়া আমরা আর কোন কথা বললাম না। আবার চুমু খাইলাম।
মনে হইল, পাঁচ বছর পর প্রথমবারের মত তোমারে দেখলাম, তাও ঠোঁট দিয়া।
শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা, জাপান। ১০ই জুলাই।
১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: পাঁচ বছর পরে হলেও।
২| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: শিরোনাম কি লিখেছেন? রুচি? না কচি?
১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: রুচি-ই তো।
৩| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: ওকে।
ফান করলাম।
ভালো থাকুন।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা হাহাহাহাহা।
৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: পাঁচ বছর পর নতুন কিংবা প্রথম হবারই কথা। রিজেনারেশন হয়েছে মনে হয়।
১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক জোশ একটা কমেন্ট। রিজেনারেশন কিসে হইছে বলে মনে হয়?
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৭
শাহ আজিজ বলেছেন: কথা হলোতো , ওই যে ঠোঁটে ঠোঁটে যে কথা হয় , তাই !!!!!